অভিজ্ঞানশকুন্তলম্ নাটক হতে সংস্কৃত ভাষায় ৩ টি ভাবসম্প্রসারণ (Abhigyanshakuntalyam Sanskrit bhabosamprasaron) নিচে দেওয়া হল । অভিজ্ঞানশকুন্তলম্ নাটক অনুসারে সংস্কৃত ভাষায় ভাবসম্প্রসারণ (1-3)
- ১) ভবিতব্যান্যাং দ্বারানি ভবন্তি সর্বত্র।
- ২)অর্থঃ হি কন্যাপরকীয়া ভব।
- ৩) হংসোহি ক্ষীরমাদত্তে তন্মিশ্রাঃ বর্জয়ত্যপঃ।
অভিজ্ঞানশকুন্তলম্ নাটক হতে সংস্কৃত ভাষায় ভাবসম্প্রসারণ-১
অভিজ্ঞানশকুন্তলম্ নাটক অনুসারে ভবিতব্যান্যাং দ্বারানি ভবন্তি সর্বত্র-এই শ্লোকটির সংস্কৃত ভাষায় ভাবসম্প্রসারণ আলোচনা করা হল।
ভবিতব্যান্যাং দ্বারানি ভবন্তি সর্বত্র।
উঃ- অস্মিন্ জগতে মানবাঃ অনন্যাঃ। কিন্তু জগতস্য বহুঃ অপি অদ্যাপি তস্য আয়ত্তস্য অতীতঃ। তদেব উক্তম্ জগতস্য নিয়ন্তা একঃ এব, স সর্বশক্তিমান্ বিধাতা। বিধাতা যৎ সাধয়িতুম্ ইচ্ছতি তৎ অবশ্যমেব বিঘটেৎ। ভবিতব্যং বাধয়িতুং শক্তিঃ কস্যাপি জীবস্য নাস্তি। প্রতিকূলে অবস্থায়াম্ অপি বিধিনির্দিষ্টা ঘটনা বিঘটেৎ। জীবস্য ললাটে বিধাতা যৎ লিখতি তৎ কঃ অপি খন্ডনং কর্তুং ন শক্নোতি। তদেব মহর্ষেঃ কন্বস্য আশ্রমং প্রবেশকালে রাজ্ঞঃ দুষ্যন্তস্য দক্ষিণবাহুঃ স্পন্দিতে তস্য ফললাভং বিষয়ে সংশয়গ্রস্তং ভূত্বা মহারাজঃ দুষ্যন্তঃ ইদম্ উক্তবান্। পরবর্তীকালে স্ত্রীরত্নলাভস্য পরং তস্য তৎ সংশয়ঃ দূরীভূতঃ অভবৎ।
অভিজ্ঞানশকুন্তলম্ নাটক হতে সংস্কৃত ভাষায় ভাবসম্প্রসারণ-২
অভিজ্ঞানশকুন্তলম্ নাটক অনুসারে অর্থঃ হি কন্যাপরকীয়া ভব-এই শ্লোক টির সংস্কৃত ভাষায় ভাবসম্প্রসারণ আলোচনা করা হল।
অর্থঃ হি কন্যাপরকীয়া ভব।
বিবাহাৎ প্রাক্ কন্যা মাতুঃ -পিতুঃ সমীপে অতীব যত্নেন লালিতা-পালিতা ভবতি। যাবৎ সা পিত্রালয়ে তিষ্ঠতি তাবৎ তাং মাতা-পিতা সর্ববিপদাৎ রক্ষয়িত্বা পালয়তি। মানবাঃ যথা ধনং সযত্নেন রক্ষন্তি, মাতা-পিতা অপি তথৈব নিজ কন্যাম্ অতীব সাবধানং রক্ষতি। এতেন মাতুঃ -পিতুঃ মনসি শান্তিঃ লভ্যতে। ধনসম্পদং যদি চৌরস্য হস্তাৎ রক্ষিতব্য তর্হি ধনরক্ষকস্য মনসি শান্তিঃ প্রত্যাগচ্ছতি,তথৈব কন্যাং প্রতিগৃহং প্রেরয়িত্বা পিতৃহৃদয়ে অপি পরং শান্তিঃ লভ্যতে। মহাকবিঃ ভাসঃ অপি অবদৎ-“দুঃখং ন্যসস্য রক্ষণম্”।
অভিজ্ঞানশকুন্তলম্ নাটক হতে সংস্কৃত ভাষায় ভাবসম্প্রসারণ-3
অভিজ্ঞানশকুন্তলম্ নাটক অনুসারে হংসোহি ক্ষীরমাদত্তে তন্মিশ্রাঃ বর্জয়ত্যপঃ-এই শ্লোক টির সংস্কৃত ভাষায় ভাবসম্প্রসারণ নিচে দেওয়া হল।
হংসোহি ক্ষীরমাদত্তে তন্মিশ্রাঃ বর্জয়ত্যপঃ।
উঃ- ইহ জগতি জীব বিশেষস্য গুন বিশেষঃ দৃশ্যতে। রাজহংসঃ জলমিশ্রিতদুগ্ধাৎ জলং বর্জয়িত্বা দুগ্ধং পিবতি। জলং বিহায় দুগ্ধপানং হংসস্য বিশেষগুনঃ অস্তি। নরেষু অপি বিশেষ শক্তিসম্পন্নাঃ পুরুষাঃ বিদ্যন্তে। তে খলু শুআশুভানাং কার্যানাং মিশ্রনাং অশুভকার্যং বর্জয়িত্বা শুভকার্যং কুর্বন্তি। শুভজ্ঞানং মানবসমাজস্য উৎকর্ষসাধনং করোতি। অশুভকার্যং মানব সমাজস্য অনিষ্টং করোতি। অতঃ আত্মনঃ উৎকর্ষসাধনায় সমাজস্য উন্নতি বিধানায় চ অশুভকার্যং বর্জয়িত্বা শুভকার্যং গ্রহনীয়। অস্মিন্ বিষয়ে হংসস্য কার্যং দৃষ্টান্ত স্বরূপম্।
আরো পড়ুন –
অভিজ্ঞানশকুন্তলম্ নাটকের অন্য ভাবসম্প্রসারণগুলি
আরো পড়ুন-
অভিজ্ঞানশকুন্তলম্ নাটক-এর অন্যান্য বিষয়গুলি –
- অভিজ্ঞানশকুন্তলম্ ছোট প্রশ্ন উত্তর ।
- MCQ TEST অভিজ্ঞানশকুন্তলম্।
- অভিজ্ঞানশকুন্তলম্ নাটক অনুসারে শকুন্তলার চরিত্র বিশ্লেষণ
- অভিজ্ঞানশকুন্তলম্ নাটকের বিষয়বস্তু
অভিজ্ঞানশকুন্তলম্ নাটকের শ্লোকগুলির সংস্কৃত বাখ্যা
- 1. অভিজ্ঞানশকুন্তলম্ নাটক হতে সংস্কৃত শ্লোক বাখ্যা (1-2)
- 2. অভিজ্ঞানশকুন্তলম্ নাটক হতে সংস্কৃত শ্লোক বাখ্যা (3-4)
- 3. অভিজ্ঞানশকুন্তলম্ নাটক হতে সংস্কৃত শ্লোক বাখ্যা-(5-6)
- 4. অভিজ্ঞানশকুন্তলম্ নাটক হতে সংস্কৃত বাখ্যা-(7-8)
- 5. অভিজ্ঞানশকুন্তলম্ নাটক হতে সংস্কৃত বাখ্যা-(9-10)
- 6. অভিজ্ঞানশকুন্তলম্ নাটক হতে সংস্কৃত শ্লোক বাখ্যা (11-12)
আরো পড়ুন – মহাকবি কালিদাস