গঙ্গাস্তোত্রম্ ভাবসম্প্রসারণ – নাহং জানে তব মহিমানম্

গঙ্গাস্তোত্রম্ ভাবসম্প্রসারণ করো – নাহং জানে তব মহিমানম্ পাহি কুপাময়ি মামজ্ঞানম্

গঙ্গাস্তোত্রম্ ভাবসম্প্রসারণ – নাহং জানে তব মহিমানম্ পাহি কুপাময়ি মামজ্ঞানম্

জীব মাত্রই মরণশীল অর্থাৎ মানুষকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। মানুষ পৃথিবীতে আসে মাত্র কয়েক দিনের যাত্রী হিসেবে। এই সময় মানুষ অনেক দুঃখ-কষ্ট ভােগ করে থাকে। এই দুঃখ-ব্ট থেকে মুক্তিলাভের একমাত্র উপায় দেব-দেবীদের কাজে নিজেকে অঞ্জলি দেওয়া। শুধুমাত্র তত্ত্বজ্ঞান দ্বারা মুক্তিলাভ হয় না। তাই প্রয়ােজন হয় দেবতার কাছে ভক্তি সহকারে আত্মনিবেদন করা কিন্তু দেবতাদের মহিমা মানুষের পক্ষে জানা সম্ভব নয়। দেবী গঙ্গা এই জগৎ এর নিয়ন্তা, তিনিই জগৎকে কৃপা করে থাকেন অর্থাৎ তার কাছেই প্রার্থনা করলে অবশ্যই পূরণ হবে।

উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী সংস্কৃত গঙ্গাস্তোত্রম্

শ্রীগঙ্গাস্তোত্রম্ গুরুত্ত্বপূর্ণ প্রশ্ন গুলি

গঙ্গাস্তোত্রম্ অন্যান্য ভাবসম্প্রসারণ গুলি

  • নাহং জানে তব মহিমানম্ পাহি কুপাময়ি মামজ্ঞানম্
  • মম মতিরাস্তাং তবপদকমলে
Comments