উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর সংস্কৃত এর নাট্যাংশ বাসন্তিকস্বপ্নম্ নাটক হতে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তরগুলি তুলে ধরা হল।
বাসন্তিকস্বপ্নম্ নাটক হতে ছোট প্রশ্ন ও উত্তর
১) বাসন্তিকস্বপ্নম্ নাটকটির রচয়িতা কে?
উঃ- কৃষ্ণমাচার্য।
২) বাসন্তিকস্বপ্নম্ নাটকের উৎস কি?
উঃ- উইলিয়াম শেকসপিয়র রচিত A meet summer nights dream নাটকের সংস্কৃত অনুবাদ বাসন্তিকস্বপ্নম্।
৩) বাসন্তিকস্বপ্নম্ কি জাতীয় রচনা?
উঃ- বাসন্তিকস্বপ্নম অনুবাদ সাহিত্যের অন্তর্গত।
৪) নাটকটির অংক সংখ্যা কত? কোন অংকটি পাঠ্যসূচি অন্তর্গত?
উঃ- বাসন্তিকস্বপ্নম নাটকটি পাঁচটি অংকে বিভক্ত। প্রথম অংকটি পাঠ্যসূচির অন্তর্গত।
৫) বাসন্তিকস্বপ্নম্ নাটকে রাজা ইন্দ্রবর্মার কোন ঋতুতে এবং কোন তিথিতে বিবাহ হবে?
উঃ- বসন্ত ঋতুতে এবং অমাবস্যা তিথিতে রাজা ইন্দ্রবর্মার বিবাহ হবে।
৬) রাজা ইন্দ্রবর্মার বাগদত্তার নাম কি?
উঃ-রাজা ইন্দ্রবর্মার বাগদত্তার নাম কনকলেখা।
৭) কুহুঃ শব্দের অর্থ কি? কুহুঃ শব্দের সংস্কৃত প্রতিশব্দ লেখ।
উঃ- কুহু শব্দের অর্থ অমাবস্যা এবং সংস্কৃত প্রতিশব্দ দর্শঃ।
৮) বসামি মদনাক্রান্ত- মদন কে?
উঃ- এখানে মদন হলেন কামদেব তথা প্রেমের দেবতা।
৯) শশাঙ্কস্তুতিনির্ঘৃণঃ- পদটির সন্ধিবিচ্ছেদ কর।
উঃ- শশঃ+অঙ্কঃ+তু+অতিনির্ঘৃণঃ।
১০) রাজা চাঁদকে নিষ্ঠুর বলেছেন কেন?
উঃ- প্রকৃতির নিয়মে চাঁদ ক্ষয়প্রাপ্ত হয়। কিন্তু বিরহি রাজার মনে হচ্ছে যেন চাঁদ দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে না। মিলনের জন্য উৎসুক রাজা, দ্রুত সময় পার না হওয়ায় রাজা চাঁদকে নিষ্ঠুর বলেছেন।
১১) উদ্বাহ শব্দের অর্থ কি? উদ্বাহ শব্দের একটি প্রতিশব্দ শব্দের লেখ।
উঃ-উদ্বাহ শব্দের অর্থ – বিবাহ। উদ্বাহ শব্দের প্রতিশব্দ হল পরিণয়।
১২) নাড়িকাঅপি যুগায়তে- উক্তিটির অর্থ কী?
উঃ-নাড়িকা শব্দের অর্থ হল- এক মুহূর্ত বা অল্প সময়।
শব্দটির অর্থ হল- এক মুহূর্ত সময়ও এক যুগের মতো মনে হচ্ছে।
১৩) কিং করোমি বরারহে- বক্তা কে? বরারহে পদের অর্থ কি?
উঃ- আলোচ্য উক্তিটির বক্তা হলেন রাজা ইন্দ্রবর্মা।
বরারহে পদের অর্থ – হে সুন্দরী।
১৪) পাঠ্যাংশে বরারহে কাকে বলা হয়েছে?
উঃ- কনকলেখা।
১৫) রাজা ইন্দ্রবর্মাকে কনকলেখা কিভাবে শান্তনা দিয়েছেন?
উঃ- বিবাহ ব্যাপারে রাজার অস্থিরতা লক্ষ্য করে কনকলেখা বলেছেন যে – মহারাজ এই চারদিন চার রাত্রির মতো ঘুমের মধ্যে কেটে যাবে। তারপর সেই অমাবস্যা উপস্থিত হবে। তাই মহারাজের অস্থির হওয়ার কোনো কারণ নেই।
১৬) রাজা ইন্দ্রবর্মার পরিচায়ক কে?
উঃ- প্রমোদ।
১৭) যথাজ্ঞাপয়তিদেবঃ- বক্তা কে?দেব পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে?
উঃ-আলোচ্য উক্তিটির বক্তা রাজার ভিত্ত প্রমোদ।
দেব পদের দ্বারা ইন্দ্রবর্মাকে বোঝানো হয়েছে।
১৮) ইন্দ্রবর্মা প্রমোদকে কি আদেশ দিয়েছেন?
উঃ- রাজা ইন্দ্রবর্মা বিবাহ উপলক্ষে সমস্ত নগরবাসীকে আনন্দময় ও উৎসব মুখরিত করে তোলার জন্য এবং সমস্ত যুবক-যুবতীদের বিবাহ মহোৎসবে যোগদানের জন্য আহ্বান জানাতে আদেশ দিয়েছেন।
১৯) নেপথ্য পদটির অর্থ কী?
উঃ- নেপথ্য পদটির অর্থ – মঞ্চের বাইরে কিংবা পর্দার আড়ালে।
২০) ইন্দুশর্মা কে?
উঃ- ইন্দুশর্মা হলেন বৃদ্ধ ব্রাহ্মণ। যিনি ছিলেন কৌমুদীর পিতা।
২১) ইন্দুবদনা কে?
উঃ- কৌমুদী।
২২) ইন্দুবদনা পদটিতে কি সমাস হয়েছে?
উঃ- বহুব্রীহি সমাস।
২৩) ইন্দুশর্মা রাজাকে কি আশীর্বাদ দিয়েছিলেন?
উঃ-ব্রাহ্মণ ইন্দুশর্মা রাজা ইন্দ্রবর্মাকে বিজয়ী হওয়ার আশীর্বাদ দিয়েছিলেন।
২৪) নব ভবত ইন্দুশর্মন- কে কাকে প্রণাম নিবেদন করেছিল?
উঃ- রাজা ইন্দ্রবর্মা ব্রাহ্মণ ইন্দুশর্মাকে প্রণাম নিবেদন করলেন।
২৫) ইন্দুশর্মা রাজার নিকট কন্যার বিরুদ্ধে কি অভিযোগ করেছিলেন?
উঃ-কৌমুদী পিতার আদেশ অমান্য করে পিতার পছন্দের পাত্র মকরন্দকে বিবাহ করতে অস্বীকার করে। তাই এদেশের নিয়ম অনুসারে যা শাস্তি পাওয়া উচিত,ইন্দুশর্মা সেই শাস্তিই প্রার্থনা করেছিলেন।
২৬) বরাকি পদের অর্থ কী? কাকে বরাকি কাক বলা হয়েছে?
উঃ- বরাকি পদের অর্থ নীচ বা হতভাগিনী।
কৌমুদীকে বরাকি বলা হয়েছে।
২৭) রাজা কৌমুদীকে প্রথমে কি বলে সম্বোধন করেছিলেন?
উঃ- বাসু।
২৮) কৌমুদী রাজাকে প্রথমে কি বলে সম্বোধন করেছেন?
উঃ- মহীপতে।
২৮) কিংবা যুক্তম্ সময় বিরূদ্ধাচরণম্- সময় শব্দের অর্থ কি?
উঃ- নিয়ম বা দেশাচার।
২৯) মকরন্দ দেখতে কেমন ছিল?
উঃ- বাসন্তিকস্বপ্নম্ নাটকে রাজার উক্তি থেকে জানা যায়- মকরন্দ বয়সে তরুণ ও সুন্দর।
৩০) পিতার আদেশ অমান্য করলে কৌমুদীর কি শাস্তি হতে পারে?
উঃ- পিতার আদেশ অমান্য করলে কৌমুদীকে হয় মৃত্যুদণ্ড ভোগ করতে হবে অথবা সারাজীবন অবিবাহিতা থাকতে হবে।
৩১) স এব মনমানসম্- কে কার সম্বন্ধে এই উক্তি করেছেন?
উঃ- কৌমুদী তার প্রেমিক বসন্তের সম্পর্কে এই উক্তি করেছেন।
৩২) করুনানিধে ক্ষম্যতাং দাসজনস্যরামপরাধঃ- করুনানিধি কে? দাসজন বলতে কাকে বোঝানো হয়েছে? তার অপরাধ উল্লেখ কর।
উঃ- করুনানিধি হলেন -রাজা ইন্দ্রবর্মা।
দাসজন বলতে – কৌমুদী নিজেকে বুঝিয়েছেন।
পিতার আদেশ অমান্য করে, দেশাচার লংঘন করে, পিতা মনোনীত পাত্রকে বিবাহ করতে অস্বীকার করা।
৩৩) দর্শনীয়ং তে বপুঃ- কে কার সম্বন্ধে এর উক্তি করেছেন?
উঃ- রাজা কৌমুদীর সম্বন্ধে এই উক্তি করেছেন।
৩৪) এষ এব নিশ্চয়োঅস্যা মন্দ ভাগিন্যাঃ- বক্তার নিশ্চয়টি উল্লেখ কর অথবা কৌমুদীর স্থির সিদ্ধান্ত কি ছিল?
উঃ- কৌমুদী স্থির সিদ্ধান্ত ছিল বসন্তকে ছাড়া অন্য কাউকে বিবাহ করবে না। তার জন্য জীবন ত্যাগ করতেও রাজি। এমনকি যতদিন বাঁচবে বিবাহ না করেই থাকবে।
৩৫) বাসন্তিকস্বপ্নম নাটকের নেপথ্য থেকে কোন ধ্বনি শোনা গিয়েছিল?
উঃ- বাসন্তিকস্বপ্নম্ নাটকের প্রথম অংশে নেপথ্য থেকে পায়ের শব্দ এবং কাহিনীর শেষ অংশে মৃদঙ্গ ধ্বনি শোনা গিয়েছিল।
৩৬) রাজা কনকলেখাকে নিয়ে গেলেন কোথায়?
উঃ- সংগীত গৃহে।
৩৭) তারা কোথায় কেন গমন করেন?
উঃ- রাজা কনকলেখাকে সংগীতগৃহে নিয়ে যেতে চাইলেন। কারন সেখানে অনেকে তাদের আগমনের জন্য অপেক্ষা করছেন।
৩৮) রাজা কৌমুদীকে কি শাস্তি দিয়েছিলেন?
উঃ- মৃত্যুদন্ডের আদেশ দিয়েছিলেন।
৩৯) সাধয়ামঃ কথাটির অর্থ কি?
উঃ- গচ্ছামঃ।
৪০) সর্বে নিস্ক্রান্তা- সর্বে পদের দ্বারা কতজনকে বোঝানো হয়েছে?
উঃ- চারজনকে।
- বাসন্তিকস্বপ্নম্: কনকলেখার চরিত্র
- বাসস্তিস্বপ্নম্: রাজা ইন্দ্রবর্মা ও কনকলেখার কথোপকথন
- বাসস্তিকস্বপ্নম্ : কথয় বাসু কিংবা যুক্তং সময়বিরুধ্বাচরণম্
- বাসস্তিকস্বপ্নম্ নাট্যাংশ: ইন্দুশর্মার চরিত্র
- বাসন্তিকস্বপ্নম্ : নাড়িকাপি যুগায়তে – তাৎপর্য বাখ্যা
- বাসন্তিকস্বপ্নম্ নাটক: ছোট প্রশ্ন ও উত্তর
- বাসন্তিকস্বপ্নম্-নাটকের প্রথম তিনটি শ্লোকের ভাবার্থ
- বাসন্তিকস্বপ্নম্ নাট্যাংশ অবলম্বনে রাজা ও কৌমুদীর কথোপকথন
- উচ্চ মাধ্যমিক সংস্কৃত বাসন্তিকস্বপ্নম্ নাট্যাংশ – কৌমুদীর চরিত্র
- বাসন্তিকস্বপ্নম্ নাট্যাংশ অবলম্বনে রাজা ইন্দ্রবর্মার চরিত্র আলোচনা কর
- বাসন্তিকস্বপ্নম্ নাট্যাংশের নামকরণের সার্থকতা-উচ্চ মাধ্যমিক সংস্কৃত
- বাসন্তিকস্বপ্নম্ নাট্যাংশ অবলম্বনে রাজা ইন্দ্রবর্মার মনোভাব
- বাসন্তিকস্বপ্নম্ নাটকে রাজা ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন -উচ্চ মাধ্যমিক সংস্কৃত