বাসন্তিকস্বপ্নম্ নাট্যাংশ অবলম্বনে রাজা ও কৌমুদীর কথোপকথন

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE ) কর্তৃক প্রকাশিত দ্বাদশ শ্রেণীর সংস্কৃত ( Higher Secondary Sanskrit Basantikswapnam) উচ্চ মাধ্যমিক সংস্কৃত বাসন্তিকস্বপ্নম্ নাট্যাংশ ( Higher Secondary Sanskrit Basantikswapnam) এর বড় প্রশ্ন রাজা ও কৌমুদীর কথোপকথন নিজের ভাষায় লেখো

উচ্চ মাধ্যমিক সংস্কৃত বাসন্তিকস্বপ্নম্

বাসন্তিকস্বপ্নম্ নাট্যাংশে রাজা ও কৌমুদীর কথোপকথন নিজের ভাষায় বর্ণনা করো।

 উঃ দক্ষিণ ভারতীয় সাহিত্যিক কৃষ্ণমাচার্য কর্তৃক অনুদিত ‘ বাসন্তিকস্বপ্নম্ ’ নাটকে কৌমুদীর পিতা ইন্দুশর্মা বৈবস্বত নগরের রাজা ইন্দ্রবর্মার কাছে অভিযোগ করলেন, তার কন্যা তার আদেশ না মেনে অন্য এক যুবককে বিবাহ করতে চলেছে।

 তাই দেশের আইন অনুসারে তার যা শাস্তি হয় তাই কৌমুদীকে প্রদান করা হোক।

রাজা ইন্দুশমার সমস্ত বৃত্তান্ত শ্রবণ করে কৌমুদীর সাথে যে কথোপকথনটি হয়েছিল, তা নিম্নে বর্ণিত হল

রাজা কৌমুদীকে প্রথমেই অত্যন্ত স্নেহসূচক সম্বোধন করে বলেন যে, তার আচরণ দেশাচার ও নিয়মের বিরুদ্ধ।

তাছাড়া, পিতার অভিমত পাত্র মকরন্দ সুদর্শনও। কৌমুদী এর উত্তরে জানায় যে, তার পিতার অনভিমত প্রেমিক বসন্তও সুন্দর।

রাজা তাকে জানান যে, বসন্ত সুন্দর হতে পারে, কিন্তু সে তো তার পিতা ইন্দুশর্মার অভিমত নয়।

এতে কৌমুদী রাজাকে জানায় যে, তার পিতা যদি তার দৃষ্টি দিয়ে বসন্তকে দেখেন তাহলে বসন্তও তার কাছে অভিপ্রেত হবেন।

রাজা এর উত্তরে জানান যে, বিবেচনা করেই কোনো কার্যে অগ্রসর হওয়া উচিত। পিতার অনভিমত পাত্রে কখনই মন দেওয়া উচিত নয়।

তাছাড়া, কৗমুদি অল্পবয়সী ও সুন্দরী। পিতার আজ্ঞা যদি সে না মানে, তাহলে তা দেশাচার বিরুদ্ধ হওয়ায়, হয় তাকে আজীবন কুমারীব্রত ধারণ করতে হবে নয়তো মৃত্যুবরণ করতে হবে।

তাই, পিতার পছন্দের পাত্রকেই কৌমুদীর বিবাহ করা কল্যাণকর।

রাজার এই কথা শুনে স্বসিদ্ধান্তে অটল কৌমুদী রাজাকে জানিয়ে দেয় যে, সে বসন্তকে ছাড়া আর কাউকে বিবাহ করবে না। তার জন্য যদি তাকে আজীবন কুমারী থাকতে বা মৃত্যুবরণ করতে হয়, তাতে সে রাজি।

উচ্চ মাধ্যমিক সংস্কৃত বাসন্তিকস্বপ্নম্ / Higher Secondary Sanskrit (Long Notes )

Comments