একাদশ শ্রেণীর সংস্কৃত সাহিত্যের ইতিহাস ছোট প্রশ্ন উত্তর সাজেশন

সংস্কৃত সাহিত্যের ইতিহাস হতে একাদশ শ্রেণীর সাজেশন হিসাবে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন-উত্তরগুলি তুলে ধরা হল। সংস্কৃত সাহিত্যের ইতিহাস রামায়ণ মহাভারত ও গল্প সাহিত্য হতে একাদশ শ্রেণীর সাজেশন।

একাদশ শ্রেণীর সাজেশন সংস্কৃত সাহিত্যের ইতিহাস (ছোট প্রশ্ন-উত্তর)

সংস্কৃত সাহিত্যের ইতিহাস হতে একাদশ শ্রেণীর সিলেবাস

  • রামায়ণ
  • মহাভারত
  • গল্প সাহিত্য

সংস্কৃত সাহিত্যের ইতিহাস রামায়ণ মহাভারত ও গল্প সাহিত্য হতে একাদশ শ্রেণীর সাজেসন হিসাবে ছোট প্রশ্ন-উত্তরগুলি নিচে দেওয়া হল।

একাদশ শ্রেণীর সংস্কৃত সাহিত্যের ইতিহাস রামায়ণ ছোট প্রশ্ন উত্তর সাজেশন

১) রামায়ণের রচয়িতা কে?
উঃ- আদি কবি বাল্মীকি।

২) রামায়ণের কান্ড কয়টি ও কি কি?
উঃ- রামায়ণের সাতটি কান্ড-১) আদিকাণ্ড ২) অযোধ্যাকাণ্ড ৩) অরণ্য কান্ড ৪) কিষ্কিন্ধ‍্যা কান্ড ৫)সুন্দর কান্ড ৬)লঙ্কা কান্ড বা যুদ্ধ কাণ্ড ৭)উত্তরকান্ড।

৩) রামায়ণ কোন সময়ে রচিত হয়েছিল?
উঃ-আনুমানিক খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে খ্রিস্টীয় দ্বিতীয় শতকের মধ্যে রচিত হয়েছিল।

৪) রামায়ণ অবলম্বনে বাংলা রচিত রামায়ণের নাম কি এবং কার রচনা?
উঃ- শ্রীরামপাঁচালী -রচয়িতা কৃত্তিবাস ওঝা।

৫) হিন্দি ভাষায় রচিত রামায়ণের নাম ও রচয়িতা কে?
উঃ- রামচরিত মানস- তুলসীদাস।

৬) নেপালি ভাষায় রচিত রামায়ণের নাম ও রচয়িতা কে?
উঃ- নেপালি রামায়ণ- ভানুভক্ত।

৭) তামিল ও কন্নড় ভাষায় রচিত রামায়ণ গুলির নাম কি?
উঃ- তামিল – কিম্বরামায়ণ।
কন্নড়-তোরবেয় রামায়ণ।

৮)রামায়ণ অবলম্বনে রচিত সংস্কৃত নাটক গুলির নাম কি?

ভাসপ্রতিমা নাটক, অভিষেক নাটক
ভবভূতিমহাবীরচরিত, উত্তররামচরিত
জয়দেব প্রসন্নরাঘব
মুরারি অনর্ঘরাঘব
রাজশেখরবালরামায়ণ
রামায়ণ অবলম্বনে রচিত সংস্কৃত নাটক


৯) রামায়ণ অবলম্বনে রচিত কাব্য?

কালিদাস রঘুবংশ
ভট্টিভট্টিকাব্য বা রাবণবধ মহাকাব্য
ভোজ চম্পূরামায়ণ( চম্পুকাব্য)
রামায়ণ অবলম্বনে রচিত কাব্য


১০) প্রাকৃত ভাষায় রচিত রামায়ণ টির নাম কি?
উঃ-বিমলসূরির পউমচরিঅ।
প্রবর সেনের সেতুবন্ধ।

১১) পালি ভাষায় রচিত রামায়ণটির নাম কি?
উঃ- দশরথ জাতক।

১২) রামায়ণের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ও কান্ড?

i)আদিকাণ্ড হরধনু ভঙ্গ।
ii)অযোধ্যাকাণ্ড-দশরথের মৃত্যু
iii) অরণ্যকাণ্ড- সূর্পনখার নাক-কান কাটা,
রাবনের সীতা হরণ,
জটায়ুর মৃত্যু
iv) কিষ্কিন্ধ‍্যা কান্ড বালি বধ
v) সুন্দর কান্ড হনুমানের সমুদ্র লঙ্ঘন,
অশোকবনে সীতা দর্শন,
vi)লঙ্কা কান্ড বা যুদ্ধ কাণ্ড সমুদ্র বন্ধন,
রাবণের মৃত্যু,
সীতার অগ্নিপরীক্ষা,
রামের রাজ্যভিষেক
vii) উত্তর কান্ড সীতাহরিত‍্যাগ,
লব কুশের জন্ম,
অশ্বমেধযজ্ঞ,
সীতার পাতাল প্রবেশ।
রামায়ণের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা


১৩) বালি দ্বীপে প্রাপ্ত রামায়ণে কোন কাণ্ড অনুপস্থিত?
উঃ-সপ্তম কান্ড তথা উত্তর কান্ড।

১৪) রামায়ণের প্রক্ষিপ্ত অংশ কোন গুলি?
উঃ- রামায়ণের প্রক্ষিপ্ত অংশ হল- প্রথম খন্ড অর্থাৎ আদিকাণ্ড এবং সপ্তম কান্ড অর্থাৎ উত্তরকাণ্ড।

১৫) গ্রন্থ- রচয়িতা
i)রামায়ণমঞ্জরী- ক্ষেমেন্দ্র(কাব‍্য)।
ii)রামচরিত-অভিনন্দ।
iii)সীতার বনবাস- বিদ্যাসাগর (বাংলা কাব্য)।
iv) মেঘনাথবধ – মধুসূদনদত্ত
(বাংলা কাব্য)।

সংস্কৃত সাহিত্যের ইতিহাস-একাদশ শ্রেণীর সাজেসন (মহাভারত)

১) মহাভারতের রচয়িতা কে?
উঃ- শ্রীকৃষ্ণ কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস।

২)মহাভারতের তিনটি স্তরের নাম কি?
উঃ- জয়, ভারত,মহাভারত।

৩) মহাভারতের অপর নাম কি?
উঃ-শতসাহস্রী সংহিতা। আবার মহাভারতকে পঞ্চমবেদও বলা হয়।

৪) মহাভারতের শ্লোক সংখ্যা কত?
উঃ- এক লক্ষ।


৫) মহাভারতের খিলপর্ব বা পরিশিষ্ট পর্বকে কি বলা হয়?
উঃ- হরিবংশ


৬) মহাভারতের কয়টি পর্ব?
উঃ- আঠারোটি পর্ব।

৭) মহাভারতের রচনা কোন সময় হয়েছিল?
উঃ- মহাভারতের রচনা খ্রীস্টপূর্ব চতুর্থ শতক থেকে খ্রিস্টীয় চতুর্থ শতকে রচিত হয়েছিল।

৮) গীতা কি?
উঃ- মহাভারতের ভীষ্মপর্বের ২৫ থেকে ৪২ তম অধ্যায় পর্যন্ত শ্রীমদ্ভগবদগীতা( ১৮ অধ্যায়)।


৯) মহাভারত অবলম্বনে রচিত নাটকঃ-
অভিজ্ঞানশকুন্তলম্– কালিদাস।
বেণীসংহার – ভট্টনারায়ণ।
বেনীসংহার- ,, ।
মধ্যমব‍্যায়োগ,কর্ণভার,দূতবাক‍্য,
দূতঘটোৎকচ,পঞ্চরাত্র ঊরুভঙ্গ- ভাস

১০) মহাভারতে রচিত কাব্যঃ-
কিরাতার্জুনীয়ম্-ভারবি।
শিশুপালবধ-মাঘ।
নৈশচরিত-শ্রীহর্ষ
ভারতমঞ্জুরী-ক্ষেমেন্দ্র।
নলচম্পূ- ত্রিবিক্রমভট্ট।


১১) মহাভারত অবলম্বনে রচিত গ্রন্থঃ- মহাভারত(বাংলা) -কাশীরাম দাস।
বীরাঙ্গনা-মধুসূদন দত্ত।
জনা- গিরীশচন্দ্র ঘোষ।
কর্ণকুন্তীসংবাদ-রবীন্দ্রনাথ।


১২) হিন্দি ভাষায় রচিত মহাভারতের নাম কি?
উঃ- নল দময়ন্তী – কবি সুরদাস।

১৩) মহাভারতের গুরুত্বপূর্ণ ঘটনাঃ-
যদুগৃহদাহ-আদিপর্ব।
পাশাখেলা-সভাপর্ব।
পান্ডবদের অজ্ঞাতবাস -বিরাট পর্ব।
ঊরুভঙ্গ- শল‍্যপর্ব।

সংস্কৃত সাহিত্যের ইতিহাস-একাদশ শ্রেণীর সাজেসন (গল্পসাহিত‍্য)


১) পঞ্চতন্ত্র কার রচনা?
উঃ- বিষ্ণুশর্মা।


২)বিষ্ণুশর্মা কি উদ্দেশ্যে গ্রন্থটি রচনা করেন?
উঃ-রাজা অমরশক্তির পুত্রদের শিক্ষাদানের জন্য গ্রন্থটি রচনা করেন।


৩) অমরশক্তির পুত্রদের নাম কি কি?
উঃ-বসুশক্তি,উগ্রশক্তি,অনেকশক্তি।


৪)অমরশক্তি কোথাকার রাজা ছিলেন?
উঃ- দক্ষিণ ভারতের বা দাক্ষিণাত্যের মহিলারোপ‍্য নগরের রাজা ছিলেন।


৫) পঞ্চতন্ত্রের কয়টি কাহিনী আছে?
উঃ- ৬৩টি। ( মিত্রভেদে ২২ টি, মিত্রপ্রাপ্তিতে ৬টি, কাকোলূকীয়ম্ ৪টি, লব্ধপ্রণাশ ১৬টি এবং অপরীক্ষিতকারকে ১৫ টি)।

৬) পঞ্চতন্ত্র কতগুলি ভাষায় অনুদিত হয়েছে?
উঃ- ৬০টিরও বেশি।


৭) পঞ্চতন্ত্র অনুকরণে গল্প গ্রন্থের নাম কি?
উঃ- হিতোপদেশ- নারায়ণ শর্মা। পঞ্চাক্ষানক-পূর্ণভদ্র।

৮) গল্প সাহিত্যের প্রাচীন গ্রন্থটির নাম কি?
উঃ-বৃহৎকথা

৯) বৃহৎকথার রচয়িতা কে?
উঃ-  গুণাঢ‍্য।

১০) বৃহৎকথা কোন ভাষায় রচিত হয়েছিল?
উঃ-বৈশাচী প্রাকৃত ভাষায়।

১১) বৃহৎকথা অবলম্বনে তিনটি গল্প গ্রন্থের নাম লিখুন?
উঃ- বৃহৎকথা মঞ্জুরি-ক্ষেমেন্দ্র।
বৃহৎকথা শ্লোকসংগ্রহ – বুদ্ধস্বামী।
কথাসরিৎসাগর -সোমদেব ভট্ট।

১২)বেতাল পঞ্চবিংশতি কার লেখা?
উঃ- শিবদাস।

১৩) সিংহাসনদ্বাত্রিংশিকা(৩২) কার রচনা?
উঃ- লেখক এর নাম জানা যায়নি।

১৪)সিংহাসনদ্বাত্রিংশিকার অপর নাম কি?
উঃ- বিক্রমার্কচরিত।


১৫) পুরুষপরীক্ষা (৪৪)কার রচনা?
উঃ- মৈথিল কবি বিদ্যাপতি।

১৬) শুকসপ্ততিকথা (৭০) কার রচনা?
উঃ- চিন্তামণিভট্ট।

১৭) ফারসি ভাষায় এই গ্রন্থের অনুবাদক এর নাম কি? এতে কয়টি গল্প আছে?
উঃ- তুতিনামা। ৩০টি।

১৮)হিতোপদেশ এর চারটি খন্ড কি কি?
উঃ-মিত্রলাভ,সুহৃদভেদ, বিগ্রহ, সন্ধি।

১৯) হিতোপদেশ -এ কয়টি গল্প আছে?
উঃ-৩৮ টি।

২০) সোমদেবভট্ট কোন রাজার সভাকবি ছিলেন?
উঃ-কাশ্মীর রাজ অনন্ত।

২১) কী উদ্দেশ্যে সোমদেব কথাসরিৎসাগর রচনা করেন?
উঃ- মহারাজ অনন্তের স্ত্রী সূর্যমতীর চিত্তবিনোদনের জন‍্য।

একাদশ শ্রেণীর সংস্কৃত ও বৈদিক সাহিত‍্যের ইতিহাস

Comments