অভিজ্ঞানশকুন্তলম্ নাটক অনুসারে সংস্কৃত ভাষায় ভাবসম্প্রসারণ (4,5,6)

ভাবসম্প্রসারণ অভিজ্ঞানশকুন্তলম্ নাটক হতে সংস্কৃত ভাবসম্প্রসারণগুলি (4-6) (Abhigyanshakuntalyam Sanskrit bhabosamprasaron) নিচে দেওয়া হল । ভাবসম্প্রসারণগুলি হল-

  • 1) বলবদপি শিক্ষিতানামাত্মন‍্যপ্রত‍্যয়ং চেতঃ।
  • 2) ন প্রভাতরলং জ‍্যোতিরূদেতি বসুধাতলাৎ’।
  • 3) মনোরথা নাম তটপ্রপাতা।

অভিজ্ঞানশকুন্তলম্ -সংস্কৃত ভাষায় ভাবসম্প্রসারণ-4

অভিজ্ঞানশকুন্তলম্ নাটক অনুসারে সংস্কৃত ভাষায় ভাবসম্প্রসারণ -4
অভিজ্ঞানশকুন্তলম্ নাটক অনুসারে সংস্কৃত ভাষায় ভাবসম্প্রসারণ -4

অভিজ্ঞানশকুন্তলম্ নাটক অনুসারে বলবদপি শিক্ষিতানামাত্মন‍্যপ্রত‍্যয়ং চেতঃ-এই শ্লোকটির সংস্কৃত ভাষায় ভাবসম্প্রসারণ আলোচনা করা হল।


বলবদপি শিক্ষিতানামাত্মন‍্যপ্রত‍্যয়ং চেতঃ।


উঃ- শিক্ষিতজনানাং মনঃ উচিতানুচিত বিষয়ে দৃঢ়মেব ভবতি। কিন্তু প্রমাদজনিত আশঙ্কয়া তেষাং চিত্তং দৃঢ়মপি অবিশ্বাসি ভূত্বা সদা সতর্কতাম্ অবলম্বতে পন্ডিতাঃ খলু কার্যান্তে শুভাশুভং মতং প্রকাশয়তি। শুভ বিষয়ে তেষাং সন্তোষায় ভবতি, তদৈব কার্যং সার্থকং ভবতি। বিদূষাং সন্তোষাৎ প্রাক্ বিজ্ঞৈঃ অপি আত্মনি বিশ্বাসঃ নৈব ক্রিয়তে, যাবৎ বিদুষাং পরিতোষঃ ন স‍্যাৎ।

অভিজ্ঞানশকুন্তলম্ -সংস্কৃত ভাষায় ভাবসম্প্রসারণ-5

অভিজ্ঞানশকুন্তলম্ নাটক অনুসারে সংস্কৃত ভাষায় ভাবসম্প্রসারণ -5
অভিজ্ঞানশকুন্তলম্ নাটক অনুসারে সংস্কৃত ভাষায় ভাবসম্প্রসারণ -5

অভিজ্ঞানশকুন্তলম্ নাটক অনুসারে ন প্রভাতরলং জ‍্যোতিরূদেতি বসুধাতলাৎ-এই শ্লোকটির সংস্কৃত ভাষায় ভাবসম্প্রসারণ আলোচনা করা হল।


ন প্রভাতরলং জ‍্যোতিরূদেতি বসুধাতলাৎ।


উঃ- কারণং বিনা কদাপি কার্যঃ ন সম্ভবতি। কারনস‍্য গুনমেব কার্যে সংক্রামিতঃ ভবতি। যথা রেশ্মী বস্ত্রং কদাপি কার্পাস তুলয়া নির্মিতঃ ন ভবতি। রেশমসূত্রেন তৎ নির্মিতঃ ভবতি। পৃথিব‍্যাং যানি বস্তুনি সন্তি তৈ ভূতলে অগ্নিঃ সৃষ্টিঃ ভবতি। কিন্তু বিদ‍্যুতঃ ভূতলে সৃষ্টিঃ ন ভবতি।  বিদ‍্যুতস‍্য ইব উজ্জ্বলঃ পদার্থঃ ঊর্ধ্বে তথা অন্তরীক্ষলোকে এব সৃষ্টি ভবতি। অপার্থিবঃ রূপলাবন‍্যময়ী শকুন্তলায়াঃ জন্মঃ অপি কস‍্যাপি মানবীগর্ভে ন সম্ভবতি। কস‍্যাঃ অপি অপ্সরায়াঃ গর্ভে এব ত‍ৎ সম্ভবতি।(তদেব শকুন্তলায়াঃ জন্মবৃত্তান্তং জ্ঞাত্বা মহারাজঃ দুষ‍্যন্তঃ ইদং উক্তবান্।

অভিজ্ঞানশকুন্তলম্ -সংস্কৃত ভাষায় ভাবসম্প্রসারণ-6

অভিজ্ঞানশকুন্তলম্ নাটক অনুসারে সংস্কৃত ভাষায় ভাবসম্প্রসারণ-6
অভিজ্ঞানশকুন্তলম্ নাটক অনুসারে সংস্কৃত ভাষায় ভাবসম্প্রসারণ -6

অভিজ্ঞানশকুন্তলম্ নাটক অনুসারে মনোরথা নাম তটপ্রপাতা-এই শ্লোকটির সংস্কৃত ভাষায় ভাবসম্প্রসারণ আলোচনা করা হল।

মনোরথা নাম তটপ্রপাতা।

উঃ- বর্ষানাং জলেন নদী নদীতীরম্ প্রবলবেগেন ভগ্নন্তী ধাবতি। তাদৃশ মনুষস‍্য মনসি দৃশ‍্যতে। মানবজীবনে প্রাণধারনস‍্য প্রধানম্ অঙ্গং আত্মা। বহুকষ্টেষু অপি আশায়ামানবাঃ প্রাণান্ ধারয়ন্তি। একদা দুঃখস‍্য অবসানম্ ভবেৎ ইতি। বিফলাভুত্বা প্রায়শঃ জনাঃ হতোদ‍্যমাঃ ভবন্তি। যদি মানবহৃদয়ে আশায়াঃ স্থানং ন ভবেৎ তর্হি মানবেষু কোঅপি উৎসাহঃ ন দৃশ‍্যতে। তদা আশা নদীতস‍্যে প্রপাতাঃ ইব প্রতিভান্তি।

আরো পড়ুন –

অভিজ্ঞানশকুন্তলম্ নাটকের অন্য ভাবসম্প্রসারণগুলি

আরো পড়ুন-

অভিজ্ঞানশকুন্তলম্ নাটক-এর অন্যান্য বিষয়গুলি –

অভিজ্ঞানশকুন্তলম্ নাটকের শ্লোকগুলির সংস্কৃত বাখ্যা

আরো পড়ুন – মহাকবি কালিদাস

Comments