অক্ষসূক্ত হতে ছোট প্রশ্ন ও উত্তরগুলি দেওয়া হল ।
অক্ষসূক্ত
1) ঋগ্বেদের কোন মন্ডলে অক্ষসূক্ত আছে
উঃ- ঋগ্বেদের দশম মন্ডলে অক্ষ সূক্ত আছে।
2) অক্ষগুলি কোন কাঠের তৈরি
উঃ- অক্ষগুলি বহেড়া কাঠের তৈরি
3) এখানে ঋষি কী উপদেশ দিতে চাইছেন
উঃ- পাশা খেলা নিন্দনীয়। পাশা খেলা উচিত নয়। ঋষি এরূপ উপদেশ দিতে চাইছেন।
4) পাশা কতবার ছকে খেলা করে
উঃ- তিপান্ন বা দেড়শ বার।
5) নয়তা বদ্ধমেতম্- কার উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে
উঃ- পাশা খেলায় পরাজিত জুয়াড়ির উদ্দেশ্যে তার বাবা,মা ভাইয়েরা এই কথাটি (একে বেঁধে নিয়ে যাও) বলেছেন।
6) জুয়াড়ি নিজেকে কার সঙ্গে তুলনা করেছেন
উঃ- জুয়াড়ি নিজেকে স্বৈরিনী নারীর সঙ্গে তুলনা করেছেন।
7) জুয়াড়ি পাশাগুলোকে কিসের সঙ্গে তুলনা করেছেন
উঃ- জুয়াড়ি পাশাগুলোকে যুবার অর্থাৎ বালকের সঙ্গে তুলনা করেছেন।
8) দ্যুতকর পাশা খেলার পরিবর্তে কি উপদেশ দিয়েছেন
উঃ- দ্যুতকর পাশা খেলার পরিবর্তে কৃষিকর্মের উপদেশ দিয়েছেন।
9) পাশাগুলি কেমন
উঃ- পাশাগুলি অঙ্কুশযুক্ত, পীড়াদায়ক,ছেদনকারী, তাপযুক্ত অপরের সন্তাপ সৃষ্টিকারী।
10) জুয়াড়ি কেন অণুকুলা পত্নীকে হারায
উঃ- পাছায় অনুরক্ত হওয়ার কারণে জুয়ারি অনুকুলা পত্নীকে হারায়।
11) পিতা-মাতা ভাইয়েরা জুয়াড়ির প্রতি কি ব্যবহার করত
উঃ- পিতা-মাতা ভাইয়েরা জুয়াড়িকে পরিত্যাগ করত
12) ঋণগ্রস্ত জুয়াড়ি ধনলাভের জন্য কি করে
উঃ- ঋণগ্রস্ত জুয়াড়ি ধন লাভের জন্য অপরের গৃহে চুরি করতে যায।
13) অক্ষসূক্তে কতগুলি মন্ত্র আছে
উঃ- অক্ষসূক্তে 14 টি মন্ত্র আছে।
14) কোন দেবতা দ্যুতকারকে উপদেশ দিয়েছেন
উঃ- সূর্য দেবতা দ্যুতকারকে উপদেশ দিয়েছেন।
15) অক্ষ সূক্তের উৎস কি
উঃ- পাশা খেলার অলংঘনীয় ইচ্ছা এবং তার ভয়ানক ফলের আশঙ্কা এই অক্ষ সূক্তের মূল উৎস।
16) নয়তা বদ্ধমেতম্ কারা এরূপ উক্তি করে
উঃ- পাশাখেলা আসক্ত ব্যক্তির বাবা মা এবং ভাই “একে নিয়ে যাও বদ্ধ করো ‘-এরূপ উক্তি করে।
17) নাহং বিন্দামি কিতবস্য ভোগম্- কার উক্তি এরূপ মনে করার কারণ কি
উঃ- নাহং বিন্দামি কিতবস্য ভোগম্- উক্তিটি দুর্ভাগ্য গ্রস্ত জুয়াড়ির।
জুয়াড়ি তার সর্বস্ব হারিয়ে স্ত্রী ও শাশুড়ির কাছে নিন্দনীয় হয়ে এরূপ মনে করেছে।
18) অক্ষয় কুমারদেস্না বলার কারণ কি
উঃ- অক্ষগুলি হল বালকের মতো দাতা এবং গ্রহীতা সেজন্য অক্ষকে কুমারদেস্না বলা হয়েছে।
19) অক্ষ সমূহ কাদের বিনাশ করে
উঃ- দ্যুতক্রীড়ায় আসক্ত ব্যক্তিদের অক্ষসমূহ বিনাশ করে।
20) কিতব শব্দের অর্থ কি
উঃ- কিতব শব্দের অর্থ জুয়াড়ি
21) বেদে ধর্মনিরপেক্ষ সূক্তস্তোত্র বলতে কী বোঝ
উঃ- বৈদিক সংস্কৃতিতে ধৃ-ধাতু থেকে ধর্ম শব্দটি এসেছে। এর অর্থ ধারন করা। বৈদিক দার্শনিকদের মতে ধর্ম হলো সমগ্র মানব সমাজকে রক্ষা করবার এক পতন বিরোধী শক্তি ব্যক্তি জীবন ও সমাজ জীবন কে একই ছন্দে বেঁধে ইতিবাতক করাই বৈদিক সংস্কৃতির চরম লক্ষ্য। মনু বলেছেন- বেদঃ অখিল ধর্মমূলম্।
22) ইরিণ বলতে কী বোঝ
উঃ- অক্ষক্রীড়া অর্থাৎ পাশা খেলার ছককে ইরিন বলা হয।
23) অক্ষসূক্ত অনুযায়ী অক্ষ গুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও
উঃ- অক্ষসূক্ত অনুযায়ী অক্ষগুলি অর্থাৎ পাশাগুলি ছিল বহেড়া কাঠের তৈরি অঙ্কুশ যুক্ত পীড়াদায়ক ছেদনকারী তাপযুক্ত অপরের সন্তাপ সৃষ্টিকারী।
24) জারিনীম শব্দটি কার সম্বন্ধে বলা হয়েছে।
উঃ- জারিনীম শব্দটি পাশা খেলায় আসক্ত জুয়াড়ি সম্বন্ধে বলা হয়েছে।
25) বভূনাম্ বলতে কী বোঝানো হয়েছে
উঃ- বভূনাম্ অর্থাৎ তামাটে রঙের।এখানে তামাটে রঙের পাশার ঘুটি গুলো কে বোঝানো হয়েছে।
26) জুয়াড়ি কি শপথ নেয়
উঃ- জুয়াড়ি পূর্বদিকে দশটি অঙ্গুলি জোর করে অক্ষর সমুহের প্রথম যে রাজা তাকে প্রণাম জানাই এবং শপথ নেয় পাশা খেলা তে সে আর ধন নিয়োগ করবে না।
27) পাশাখেলা আসক্ত জুয়াড়ির অবস্থা কেমন হয়
উঃ- পাশায় আসক্ত জুয়ারীর মূল্য নির্ধারিত বৃদ্ধ ঘোড়ার মত অবস্থা।পিতা-মাতা ভাই পত্নী পরিত্যক্ত জুয়াড়ি ঋণগ্রস্ত হয়ে শূদ্রের মতো দিন যাপন করে।
28) অক্ষসূক্তে আমরা কিসের বর্ণনা দেখতে পায়
উঃ- অক্ষসূক্তে আমরা অক্ষক্রীড়া অর্থাৎ পাশাখেলার নিন্দনীয় ও দুঃখজনক রুপের বর্ননা দেখতে পায।
29) পাশাগুলিকে কেন বালকের মতো দাতা বলেছে
উঃ- পাশাগুলিকে বালকের মতো দাতা বলার কারণ বালক যেমন দিয়ে কেড়ে নেয় পাশাগুলিও একবার জেতায় কিন্তু আবার জুয়াড়ির সবকিছু কেড়ে নিয়ে নিঃস্ব করে দেয।
অক্ষসূক্ত হতে ছোট অন্যান্য প্রশ্ন ও উত্তর
- অক্ষসূক্তের বর্ণনা অনুযায়ী অক্ষক্রীড়কের দুর্দশাগ্রস্তের চিত্র
- অক্ষসূক্তে ঋকবেদের যে সমাজচিত্র ফুটে উঠেছে তার বর্ণনা