বৎসরাজ হতে ছোট প্রশ্ন ও উত্তর

বৎসরাজ (খৃঃ দ্বাদশ শতক) শর্ট প্রশ্ন ও উত্তর ও তাঁর রচনার পরিচয় বর্ণিত হল। সংস্কৃত সাহিত্যের ইতিহাসের বৎসরাজের রচনার পরিচয় দেওয়া হলো ।

বৎসরাজ শর্ট প্রশ্ন ও উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস

১) বৎসরাজ ও তাঁর রচনার পরিচয় দাও?


উঃ- বৎসরাজ কালজ্ঞরাজ পরমা দেবের একজন বিশ্বস্ত মন্ত্রী ছিলেন
অলঙ্কারশাস্ত্রে বা নাট্যশাস্ত্রে দৃশ‍্যকাব‍্যের যে বিভিন্ন ধারার কথা বলা হয়েছে তার মধ্যে অল্প পরিচিত ছয়টি উপশাখার উদাহরণ রূপে বৎসরাজ ছয়টি কাব্য রচনা করেন যার সবগুলোই বর্তমানে পাওয়া যায

২) বৎসরাজ রচিত ছয়টি দৃশ্যকাব্যের নাম এবং শ্রেণী উল্লেখ করো?

দৃশ‍্যকাব‍্যের নামশ্রেনীঅঙ্কবিষয়
কর্পূরচরিতম্ভানএকজুয়াড়ি,মদ‍্যপ কর্পূরকের জীবন অভিজ্ঞতা।
কিরাতার্জুনীয়ঃব‍্যায়োগ।-এক ভারবির কিরাতার্জুনীয়ম্ কাব‍্য অনুসারে
সমুদ্রমন্থনম্সমবকারতিনসমুদ্রমন্থনের পৌরানিক কাহিনী।
রুক্মিনীহরনম্ঈহামৃগচারকৃষ্ণ কর্তৃক চেদিরাজ শিশুপালের বাগদত্তা রুক্মিনীকে হরন
ত্রিপুরদাহঃডিমচারশিব কর্তৃক ত্রিপুরদহনের পৌরানিক গল্প।
হাস‍্যচূড়ামণি-একএককবিকল্পিত কাহিনীর নায়ক জ্ঞানরাশি এক প্রতারক লোক
সে তার জ্ঞান ও অলৌকিক ক্ষমতার দ্বারা হারানো জিনিসের
সন্ধান এনে দিতে পারে বলে দাবি করে এবং লোককে ঠকায়।
বৎসরাজ রচিত ছয়টি দৃশ্যকাব্যের নাম

সংস্কৃত সাহিত্যের ইতিহাসের অন্যান্য ছোট প্রশ্ন ও উত্তর গুলি নিচে দেখুন

আরো পড়ুন

Comments