বৎসরাজ (খৃঃ দ্বাদশ শতক) শর্ট প্রশ্ন ও উত্তর ও তাঁর রচনার পরিচয় বর্ণিত হল। সংস্কৃত সাহিত্যের ইতিহাসের বৎসরাজের রচনার পরিচয় দেওয়া হলো ।
বৎসরাজ শর্ট প্রশ্ন ও উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস
১) বৎসরাজ ও তাঁর রচনার পরিচয় দাও?
উঃ- বৎসরাজ কালজ্ঞরাজ পরমা দেবের একজন বিশ্বস্ত মন্ত্রী ছিলেন
অলঙ্কারশাস্ত্রে বা নাট্যশাস্ত্রে দৃশ্যকাব্যের যে বিভিন্ন ধারার কথা বলা হয়েছে তার মধ্যে অল্প পরিচিত ছয়টি উপশাখার উদাহরণ রূপে বৎসরাজ ছয়টি কাব্য রচনা করেন যার সবগুলোই বর্তমানে পাওয়া যায
২) বৎসরাজ রচিত ছয়টি দৃশ্যকাব্যের নাম এবং শ্রেণী উল্লেখ করো?
দৃশ্যকাব্যের নাম | শ্রেনী | অঙ্ক | বিষয় |
কর্পূরচরিতম্ | ভান | এক | জুয়াড়ি,মদ্যপ কর্পূরকের জীবন অভিজ্ঞতা। |
কিরাতার্জুনীয়ঃ | ব্যায়োগ। | -এক | ভারবির কিরাতার্জুনীয়ম্ কাব্য অনুসারে |
সমুদ্রমন্থনম্ | সমবকার | তিন | সমুদ্রমন্থনের পৌরানিক কাহিনী। |
রুক্মিনীহরনম্ | ঈহামৃগ | চার | কৃষ্ণ কর্তৃক চেদিরাজ শিশুপালের বাগদত্তা রুক্মিনীকে হরন |
ত্রিপুরদাহঃ | ডিম | চার | শিব কর্তৃক ত্রিপুরদহনের পৌরানিক গল্প। |
হাস্যচূড়ামণি- | এক | এক | কবিকল্পিত কাহিনীর নায়ক জ্ঞানরাশি এক প্রতারক লোক সে তার জ্ঞান ও অলৌকিক ক্ষমতার দ্বারা হারানো জিনিসের সন্ধান এনে দিতে পারে বলে দাবি করে এবং লোককে ঠকায়। |
সংস্কৃত সাহিত্যের ইতিহাসের অন্যান্য ছোট প্রশ্ন ও উত্তর গুলি নিচে দেখুন
- শঙ্খরাজ কবিরাজ
- ভান সংগ্রহ বা চতুর্ভানী
- রাজশেখরের পরিচয়
- ভবভূতির পরিচয়
- ভট্টনারায়ণ
- বিশাখদত্ত রচিত মুদ্রারাক্ষস নাটক শর্ট প্রশ্ন উত্তর
- শূদ্রকের মৃচ্ছকটিকম্ শর্ট প্রশ্ন ও উত্তর
- কালিদাস শর্ট প্রশ্ন উত্তর
- অশ্বঘোষ ছোট প্রশ্ন ও উত্তর
- সংস্কৃত সাহিত্যে কাব্য সাহিত্য ছোট প্রশ্ন ও উত্তর
- ক্ষেমীশ্বর-সংস্কৃত সাহিত্যের ইতিহাস
- শ্রীকৃষ্ণমিশ্র-প্রবোধচন্দ্রোদয়ম্ নাটক-ছোট প্রশ্ন ও উত্তর
- শ্রীহর্ষ-ছোট প্রশ্ন ও উত্তর
- বৎসরাজ ও তাঁর রচনার পরিচয়
- রামচন্দ্রসূরি-ছোট প্রশ্ন ও উত্তর
- সংস্কৃত নাটক সংক্রান্ত বিবিধ প্রকার প্রশ্ন উত্তর
- ভাস শর্ট প্রশ্ন ও উত্তর
- রামায়ণ শর্ট প্রশ্ন এবং উত্তর
- রামচন্দ্র
- মায়ুরাজ
- দামোদরমিশ্র
- অনঙ্গহর্ষ
- শক্তিভদ্র
- দিঙ্নাগ
- মুরারির পরিচয় ও অনর্ঘরাঘব
আরো পড়ুন
Comments