বংশস্থবিল ছন্দ সম্পর্কে আলোচনা কর ।
বংশস্থবিল ছন্দ
- সংস্কৃত ছন্দ (Sanskrit Rhythm) সম্পর্কে বিস্তারিত
এই সমবৃত্ত ছন্দের প্রতি চরণে ১২টি অক্ষর থাকে এবং প্রতি চরণের অক্ষরসজ্জা যথাক্রমে জ,ত,জ,র- গণ হয়। এই ছন্দের প্রতি চরণের শেষে যতি বসে।
বংশস্থবিল ছন্দের প্রতীক চিহ্ন
U _ U /_ _ U / U _ U/ U,
বংশস্থবিল ছন্দের লক্ষণ
এই ছন্দের লক্ষণ প্রসঙ্গে আচার্য গঙ্গাদাস বলেছেন- “বদন্তি বংশস্থবিলং জতৌ জরৌ।”
বংশস্থবিল ছন্দের উদাহরণ
“ইদং কিলাব্যাজমনোহরংবপুঃ
তপঃক্ষমং সাধয়িতুংয ইচ্ছতি
ধ্রুবং স নীলোৎপল পত্রধারয়া
শমীলতাং ছেতুমৃষির্ব্যবস্যতি।।”
বংশস্থবিল ছন্দের উদাহরণ বিশ্লেষণ
ইদংকি / লাব্যাজ / মনোহ / রংবপুঃ
জ ত জ র
তপঃক্ষ / মংসাধ / য়িতুংয / ইচ্ছতি
জ ত জ র
ধ্রুবংস / নীলোৎপ / লপত্র / ধারয়া
জ ত জ র
শমীল / তাংছেতু / মৃষির্ব্য / বস্যতি।।
জ ত জ র
এই শ্লোকটির প্রতিটি চরণে ১২টি অক্ষর আছে এবং প্রতি চরণের অক্ষরসজ্জা যথাক্রমে জ,ত,জ,র- গণ হয়েছে। শ্লোকের প্রতি চরণের শেষে যতি বসেছে। সুতরাং আচার্য গঙ্গাদাসের লক্ষণ অনুযায়ী এই শ্লোকটি বংশস্থবিল ছন্দের প্রকৃষ্ট উদাহরণ।
- মন্দাক্রান্তা ছন্দ
- শিখরিনী ছন্দ
- মালিনী ছন্দ
- বসন্ততিলক ছন্দ
- বংশস্থবিল ছন্দ
- স্রগ্ধরা ছন্দ
- শার্দূলবিক্রীড়িত ছন্দ
- রথোদ্ধতা ছন্দ
- উপজাতি ছন্দ
- উপেন্দ্রবজ্রা ছন্দ
- ইন্দ্রবজ্রা ছন্দ