ভট্টনারায়ণ (খৃঃ৭ম শতক) সংস্কৃত সাহিত্যের ইতিহাস হতে শর্ট প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো । ভট্টনারায়ণের রচিত দৃশ্যকাব্য বেণীসংহার নাটক সম্পর্কে বর্ণনা করা হল ।
ভট্টনারায়ণ শর্ট প্রশ্ন ও উত্তর
১) ভট্টনারায়ণের পরিচয় এবং তার কাল উল্লেখ কর।সংস্কৃত সাহিত্যের ইতিহাস -ভট্টনারায়ণ bhatta narayana short question
উঃ- ক্ষিতীশবংশাবলীচরিত গ্রন্থে উল্লেখিত বিবরণ অনুসারে বাংলার রাজা আদিশূর কান্যকুব্জ থেকে যে পাঁচজন কুলীন ব্রাহ্মণ কে বাংলাদেশে আনিয়েছিলেন, ভট্ট নারায়ন তাদের অন্যতম তবে আদিশূরের ঐতিহাসিকত্ব সংশয়াতীত নয় তাই এই বিবরণও ঐতিহাসিক এবং সর্বদা নির্ভরযোগ্য নয়।(ভট্টনারায়ণের পরিচয়)
খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর আলংকারিক বামনের কাব্যালংকার সূত্রে এবং নবম শতাব্দীর আলংকারিক আনন্দবর্ধন এবং ধবন্যালোকে বেণীসংহার নাটক থেকে আহৃত উদ্ধৃতি দেখে ভট্ট নারায়ণকে এদের পূর্ববর্তী অর্থাৎ সপ্তম শতাব্দীর অন্তর্ভুক্ত করা যায়।
২) ভট্টনারায়ণের রচিত দৃশ্য কাব্যের নাম ও উৎস উল্লেখ করো?
উঃ- ভট্ট নারায়ণের বেণীসংহার ছয় অঙ্কের রচিত নাটক শ্রেণীর রূপক
ব্যাসদেব রচিত মহাভারতের উদ্যোগ ভীষ্ম দ্রোন কর্ণ ও শল্যপর্ব অবলম্বনে নাটকটি রচিত হয়েছে
৩) বেণীসংহার নাটকের মূল কাহিনী সংক্ষেপে লেখ?
উঃ- শোভা মধ্যে দূঃশাসন ছবিটির অপমান করেছিলেন তাই প্রতিশোধ নেওয়ার জন্য দ্রৌপদী প্রতিজ্ঞা করেন যে দুঃশাসনের রক্তে সিক্ত করতে পারলে নিজের কেশ বিন্যাস করবেন নাহলে জীবনে বেনিবন্ধন করবেন না ভীম তার ইচ্ছা পূরণের জন্য দুঃশাসনকে বধ করেন এবং তাঁরই রক্তে দ্রৌপদীর তার বেনীবিন্যাস করেন এই হল নাটকের কাহিনী
৪) বেণীসংহার নামের যথার্থ প্রতিপাদন করো?
উঃ- দুরাত্মা দূষণ সভামধ্যে কেশাকর্ষণ পূর্বক দ্রৌপদী কে লাঞ্ছনা করলে ভীম প্রতিজ্ঞা করেন যে দুঃশাসন কে হত্যা করে তারই রক্তে রজ্ঞিত হাতে দ্রৌপদীর বেনীসংহার অর্থাৎ বন্ধন করবেন এই কাহিনী কে ভিত্তি করেই নাটকের নাম বেণীসংহার।
৫) বেণীসংহার নাটকের বিশেষত্ব ব্যাখ্যা করো?
উঃ- ভট্টনারায়ণের বেণীসংহার সম্পূর্ণভাবে অলঙ্কারশাস্ত্র সম্মত একটি নাটক অর্থাৎ নাট্যশাস্ত্রের লক্ষণ মিলিয়ে মিলিয়ে যেন এ নাটক রচনা করা হয়েছে এইজন্য পরবর্তী কালের আলংকারিক গণ এই নাটক থেকে পর্যাপ্ত উদ্ধৃতি ব্যবহার করেছেন তাছাড়া সংস্কৃত নাটকে ব্যবহৃত গতানুগতিক শৃঙ্গাররসের পরিবর্তে এখানে বীররস অঙ্গীরস রূপে চিত্রিত হয়েছে সংস্কৃতে বীররসের নাটকের মধ্যে বেণীসংহার শ্রেষ্ঠ।
৬) ভট্টনারায়ণের বেণীসংহার নাটকে নাট্যকার কর্তৃক উদ্ভাসিত মৌলিক বিষয়গুলি উল্লেখ কর।
উঃ- বেনীসংহার নাটকে মহাভারতীয় কাহিনীর অনুবর্তনই মোটামুটি ভাবে লক্ষ্য করা যায়, তবু নাট্যকার অল্প কয়েকটি মৌলিক বিষয়ের অবতারনা করেছেন।
যেমন নাটকের তৃতীয় অঙ্কে অশ্বথ্থামা ও কর্ণের বিতর্ক, চার্বাক ও ধর্মের সংলাপ প্রভৃতি।
৭) ভট্টনারায়ণের বেণীসংহার নাটকেকে কি সার্থক নাট্যকৃতি বলা যায়? (সংস্কৃত সাহিত্যের ইতিহাস -ভট্টনারায়ণ)
উঃ- ভট্টনারায়ণ রচিত বেনীসংহার নামে হলেও এতে কবিত্বের অংশ অনেক বেশি পরিমানে আছে। বস্তুত নাট্যাংশ অপেক্ষা কাব্যাংশের উৎকর্ষ সাধনের দিকেই রচয়িতার মনযোগ অধিক।
তাই সামগ্রিক বিচারে বেনীসংহার কে অর্ধকাব্যাত্মক ও অর্ধনাট্যাত্মক রচনা রূপে নির্দেশ করা যায়।
৮) ভট্টনারায়ণ স্বয়ং এবং তাঁর নাটক অন্য কি নামে পরিচিত?
উঃ – ভট্টনারায়ণের নামান্তর নারায়ণ নিশানারায়ণ মৃগরাজ ও মৃগরাজলক্ষণ আর তাঁর নাটক বেনীসংহার-এর নামান্তর বেনীসংহারম্।
সংস্কৃত সাহিত্যের ইতিহাসের অন্যান্য ছোট প্রশ্ন ও উত্তর গুলি নিচে দেখুন
- শঙ্খরাজ কবিরাজ
- ভান সংগ্রহ বা চতুর্ভানী
- রাজশেখরের পরিচয়
- ভবভূতির পরিচয়
- ভট্টনারায়ণ Short Notes
- বিশাখদত্ত রচিত মুদ্রারাক্ষস নাটক শর্ট প্রশ্ন উত্তর
- শূদ্রকের মৃচ্ছকটিকম্ শর্ট প্রশ্ন ও উত্তর
- কালিদাস শর্ট প্রশ্ন উত্তর
- অশ্বঘোষ ছোট প্রশ্ন ও উত্তর
- সংস্কৃত সাহিত্যে কাব্য সাহিত্য ছোট প্রশ্ন ও উত্তর
- ক্ষেমীশ্বর-সংস্কৃত সাহিত্যের ইতিহাস
- শ্রীকৃষ্ণমিশ্র-প্রবোধচন্দ্রোদয়ম্ নাটক-ছোট প্রশ্ন ও উত্তর
- শ্রীহর্ষ-ছোট প্রশ্ন ও উত্তর
- বৎসরাজ ও তাঁর রচনার পরিচয়
- রামচন্দ্রসূরি-ছোট প্রশ্ন ও উত্তর
- সংস্কৃত নাটক সংক্রান্ত বিবিধ প্রকার প্রশ্ন উত্তর
- ভাস শর্ট প্রশ্ন ও উত্তর
- রামায়ণ শর্ট প্রশ্ন এবং উত্তর
- রামচন্দ্র
- মায়ুরাজ
- দামোদরমিশ্র
- অনঙ্গহর্ষ
- শক্তিভদ্র
- দিঙ্নাগ
- মুরারির পরিচয় ও অনর্ঘরাঘব
আরো পড়ুন
ব্যসন কি? মনুসংহিতা অনুসারে আলোচনা কর
মনুসংহিতা- রাজার উৎপত্তির ঐশ্বরিক মতবাদ