উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর পাঠ্যাংশ দশাবতারস্তোত্রম্ অনুসারে দশাবতারের ভগবান বিষ্ণুর বরাহ অবতারের পৌরাণিক কাহিনী বর্ণনা করা হয়েছে ।
দশাবতারের ভগবান বিষ্ণুর বরাহ অবতারের পৌরাণিক কাহিনী বর্ণনা
উঃ- কোনো এক কল্পে আদিদেব বিষ্ণু যমের পদে অধিষ্ঠিত হয়ে যমকার্য সম্পাদন করতে থাকেন। তখন জন্তুগণ কেবল জন্ম গ্রহণ করতেন, কেউই মৃত্যুমুখে পতিত হত না। ফলে পক্ষী, পশু রাক্ষস মানব ইত্যাদি অযুতগুনে বৃদ্ধিপ্রাপ্ত হতে লাগল। প্রানীবর্গের এই অতি ভার বহন করতে অক্ষম হয়ে পৃথিবী শত যোজন নিম্নে নিপতিত হল।
ভূগর্ভে পতিত হয়ে পৃথিবী নারায়ণের শরণাপন্ন হলেন। নারায়ন পৃথিবী কে আবার অভয়বার্তা জানালেন যে, তিনি অচিরেই তাকে ভূতল থেকে উদ্ধার করবেন। নারায়ণ এইভাবে পৃথিবীকে আশ্বাস দান করে একজন একদন্ত,রক্তলোচন এক ভীষণ বরাহরূপ ধারণ করেন এবং তার দন্তের দ্বারা পৃথিবীকে আকর্ষণ করে শত যোজন ঊর্ধ্বে উত্তোলন করে এনে পৃথিবীকে স্বস্থানের পুনঃস্থাপিত করেন। পৃথিবীকে রসাতল থেকে উদ্ধার করার জন্যই ভগবান বিষ্ণুর বরাহ অবতারের রুপ ধারন।
দশাবতারস্তোত্রম্ পদ্যাংশ শ্লোকগুলির শব্দার্থ ও বঙ্গানুবাদ বাংলা
একাদশ শ্রেণীর পাঠ্যাংশ দশাবতারস্তোত্রম্ হতে বড় প্রশ্ন ও উত্তর
- একাদশ শ্রেণীর পাঠ্যাংশ দশাবতারস্তোত্রম্ অনুসারে দশাবতারের বর্ণনা
- নৃসিংহ অবতারের পৌরাণিক কাহিনী
- মৎস্য অবতারের পৌরাণিক কাহিনী
- কূর্ম অবতারের পৌরাণিক কাহিনী
- দশাবতারস্তোত্রম্ হতে ছোট প্রশ্ন ও উত্তর
- একাদশ শ্রেণীর পাঠ্যাংশ দশাবতারস্তোত্রম্ হতে ভাবসম্প্রসারণ