রামচন্দ্রসূরি শর্ট প্রশ্ন ও উত্তর

রামচন্দ্রসূরি (১১৩০-১২০০ খৃঃ) (SHORT QUESTION AND ANSWER)সংস্কৃত সাহিত্যের ইতিহাস। রামচন্দ্রসূরির রচনা , রামচন্দ্রসূরি রচিত দৃশ্যকাব্যটির নাম কি, রামচন্দ্রসূরি রচিত দৃশ্যকাব্যটি নির্ভয়ভীমঃ।

রামচন্দ্রসূরি শর্ট প্রশ্ন ও উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস

১) রামচন্দ্রসূরির রচনা পরিচয় দাও


উঃ- জৈন দর্শনে পন্ডিত রামচন্দ্রসূরি কবি নাট্যকার ও নাট্যতত্ত্ববিদ ছিলেন। নাটক নাট্যতত্ত্ব স্তোত্র সহ তার রচিত প্রায় ৩০ টি গ্রন্থের উল্লেখ পাওয়া যায়

২) রামচন্দ্রসূরি রচিত দৃশ্যকাব্যটির নাম কি এর উৎস কি এটি কোন শ্রেণীর দৃশ্যকাব্য


উঃ- রামচন্দ্রসূরি রচিত দৃশ্যকাব্যটি নির্ভয়ভীমঃ। মহাভারত প্রসিদ্ধ বকাসুরের কাহিনী অবলম্বনে এটি রচিত।


নির্ভয়ভীমঃ- একটি একাঙ্ক ব‍্যায়োগ জাতীয় রূপক বা দৃশ্যকাব্য

৩) রামচন্দ্রের অন্য প্রধান গ্রন্থের নাম করো এবং রচনারীতির পরিচয় দাও


উঃ- রামচন্দ্র রচিত গ্রন্থ গুলির মধ্যে নাট্যতত্ত্ব মূলক রচনা নাট্যদর্পনম্ বিশেষ উল্লেখযোগ্য
রামচন্দ্রের রচনারীতি প্রশংসনীয় হলেও তার নাট্য রচনা প্রথম শ্রেণী নয় তিনি তার রচনাকে আনন্দ বৃষ্টি রূপে উল্লেখ করেছেন রামচন্দ্রের সূক্তি অর্থাৎ কবিতা, পূর্ণচন্দ্র, যেকোনো মধুর গান, স্বাধীনতা এবং অবাঞ্ছিত ব্যক্তির সঙ্গে সংযোগ এই পাঁচটি হর্ষবৃষ্টি বা আনন্দবর্ষন –


“সূক্তয়ো রামচন্দ্রস‍্য পূর্ণেন্থঃ কলগীতয়ঃ।
স্বাতন্ত্র‍্যমিষ্টযোগশ্চ পঞ্চৈতা হর্ষবৃষ্টয়ঃ।।”

সংস্কৃত সাহিত্যের ইতিহাসের অন্যান্য ছোট প্রশ্ন ও উত্তর গুলি নিচে দেখুন

আরো পড়ুন

ব্যসন কি? মনুসংহিতা অনুসারে আলোচনা কর

মনুসংহিতা- রাজার উৎপত্তির ঐশ্বরিক মতবাদ

VISIT OUR FACEBOOK PAGE

Comments