শ্রীকৃষ্ণমিশ্র প্রবোধচন্দ্রোদয়(Srikrishnamishra Short Question and Answer) শ্রীকৃষ্ণমিশ্র রচিত প্রবোধচন্দ্রোদয়ম্ নাটক হতে ছোট প্রশ্ন ও উত্তর
শ্রীকৃষ্ণমিশ্র রচিত প্রবোধচন্দ্রোদয় নাটক হতে ছোট প্রশ্ন ও উত্তর
(খৃঃ একাদশ শতকের শেষভাগ থেকে দ্বাদশ শতকের মধ্যভাগ)
১) শ্রীকৃষ্ণমিশ্র কোন অর্থে সংস্কৃত নাট্যধারায় এক স্বতন্ত্র নাট্যকার রূপে গণ্য তাঁর রচিত নাটকের নাম কি?
উঃ- শ্রীকৃষ্ণমিশ্র প্রথম সংস্কৃত নাট্য সাহিত্যে রূপক বা প্রতীকধর্মী নাটক রচনা করেন নাটকটির নাম প্রবোধচন্দ্রোদয়
এটি ছয় অঙ্কে রচিত।
২) প্রবোধচন্দ্রোদয় নাটকের বিষয়বস্তু উল্লেখ করো নাটকটির নামকরনের অর্থ বিচার কর?
উঃ- বিভিন্ন পরস্পর বিরোধী ধর্মবিশ্বাসের চিরন্তন পীঠস্থান বারানসি এই নাটকের ঘটনাস্থল ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বৈষ্ণবধর্ম ও অদ্বৈত বেদান্ত কি ধরনের বিরোধ ও সংঘর্ষের সম্মুখীন হয়েছিল এবং কিভাবে বিরোধী ধর্মগুলিকে ম্লান করে দিয়ে জয়লাভ করেছিল সেই বিষয়টিকে এই নাটকে দেখানো হয়েছে।
প্রবোধচন্দ্রোদয়ম্ অর্থাৎ প্রবোধ বা যথার্থ জ্ঞানরূপ চন্দ্রের উদয় যথার্থ জ্ঞানের উদয়।
৪) শ্রীকৃষ্ণমিশ্র রচিত প্রবোধচন্দ্রোদয়ম্ নাটকের বৈশিষ্ট্য উল্লেখ করো?
উঃ- এই নাটকের চরিত্র গুলি ব্যক্তি নয, ভাবমূলক ও প্রতীকস্বরূপ তাই এই নাটকে রূপক বা প্রতীক নাটক বলা হয।
অচিরাচরিত সেই প্রতীক চরিত্র গুলি হল মহামোহ, বিবেক,উপনিষদ, করুণা, অহংকার,বিদ্যা, দম্ভ, মতি, শ্রদ্ধা, ভক্তি, বৈরাগ্য, সন্তোষ, লোভ, ক্ষমা, মৈত্রী।
চরিত্রগুলি দুটি দলে বিভক্ত। একদিকে মহামোহ, অন্যদিকে বিবেক। অন্যগুলি তাদের সহযোগী।এগুলির মধ্য দিয়ে অদ্বৈত বেদান্ত দর্শনের তত্ত্ব উপস্থাপিত হয়েছে।
৪) নাটক রূপে প্রবোধচন্দ্রোদয়-এর সার্থকতা বিচার করো অথবা প্রবোধচন্দ্রোদয় কি সার্থক নাটক?
উঃ- ভাব বা প্রতীক চরিত্রগুলি উপস্থাপিত হওয়ার জন্য এখানে নাটক ক্রিয়া ঘনীভূত হতে পারেনি তাছাড়া নাটকের সমাপ্তি পূর্বসিদ্ধান্তের অনুসারী হওয়ার ফলে নাট্যক্রিয়া অধিকাংশ ক্ষেত্রে যান্ত্রিক হয়ে পড়েছে এতে নাট্যদল সৃষ্টি হয়নি অতএব বলা যায় যে নাট্যরূপে প্রবোধচন্দ্রোদয় সফল নয় একে বরং শ্রব্যকাব্য বলাই শ্রেয়ঃ।
সংস্কৃত সাহিত্যের ইতিহাসের অন্যান্য ছোট প্রশ্ন ও উত্তর গুলি নিচে দেখুন
- শঙ্খরাজ কবিরাজ
- ভান সংগ্রহ বা চতুর্ভানী
- রাজশেখরের পরিচয়
- ভবভূতির পরিচয়
- ভট্টনারায়ণ
- বিশাখদত্ত রচিত মুদ্রারাক্ষস নাটক শর্ট প্রশ্ন উত্তর
- শূদ্রকের মৃচ্ছকটিকম্ শর্ট প্রশ্ন ও উত্তর
- কালিদাস শর্ট প্রশ্ন উত্তর
- অশ্বঘোষ ছোট প্রশ্ন ও উত্তর
- সংস্কৃত সাহিত্যে কাব্য সাহিত্য ছোট প্রশ্ন ও উত্তর
- ক্ষেমীশ্বর-সংস্কৃত সাহিত্যের ইতিহাস
- শ্রীকৃষ্ণমিশ্র-প্রবোধচন্দ্রোদয়ম্ নাটক-ছোট প্রশ্ন ও উত্তর
- শ্রীহর্ষ-ছোট প্রশ্ন ও উত্তর
- বৎসরাজ ও তাঁর রচনার পরিচয়
- রামচন্দ্রসূরি-ছোট প্রশ্ন ও উত্তর
- সংস্কৃত নাটক সংক্রান্ত বিবিধ প্রকার প্রশ্ন উত্তর
- ভাস শর্ট প্রশ্ন ও উত্তর
- রামায়ণ শর্ট প্রশ্ন এবং উত্তর
- রামচন্দ্র
- মায়ুরাজ
- দামোদরমিশ্র
- অনঙ্গহর্ষ
- শক্তিভদ্র
- দিঙ্নাগ
- মুরারির পরিচয় ও অনর্ঘরাঘব