ভবভূতি শর্ট প্রশ্ন ও উত্তর

ভবভূতি (৭০০-৭৩৬খৃঃ) ভবভূতির পরিচয়,ভবভূতির কাল, মালতিমাধব ,মহাবীরচরিতম্ পরিচয় সংস্কৃত সাহিত্যের ইতিহাস ভবভূতি Short Notes

সংস্কৃত সাহিত্যের ইতিহাস ভবভূতি

Table of Contents

১) ভবভূতির পরিচয় বিবৃতি করো?


উঃ- কালিদাস কালের অবিসংবাদিত শ্রেষ্ট নাট্যকার ভবভূতি তার রচিত দৃশ্য কাব্যের প্রস্তাবনা নিজের পরিচয় দিয়েছেন তা থেকে জানা যায় যে বিদর্ভরাজ‍্যের পদ্মপুর গ্রামে তার বসবাস ছিল বৈদিক ব্রাহ্মণ বংশে কবির জন্ম পিতা নিষ্ঠাবান ব্রাহ্মণ নীলকন্ঠ মাতা জাতুকর্নী।

২) ভবভূতি নাট্যকার এর প্রকৃত নাম না উপাধি,তাঁর কি অন্য কোন উপাধি ছিল? ভবভূতির পরিচয়


উঃ- ভবভূতি নাট্যকার এর প্রকৃত নাম নয় উপাধি তার প্রকৃত নাম শ্রীকণ্ঠ।
ভবভূতি তার আত্মপরিচয় নিজেকে পদ বাক্য প্রমানজ্ঞ রূপে উল্লেখ করেছেন এটিও তার উপাধি “শ্রীকণ্ঠ পদলাঞ্ছনঃ পদবাক‍্যপ্রমানজ্ঞো ভবভূতির্নাম…”

৩) ভবভূতি কার সভাকবি ছিলেন কোন গ্রন্থ থেকে এ তথ্য জানা যায়?


উঃ- ভবভূতি কান্যকুব্জের রাজা যশোবর্মার সভাকবি ছিলেন বলে জানা যায় কিন্তু ভবভূতি নিজে এ সম্পর্কে কিছু বলেনি এই তথ‍্য কলহন রচিত রাজতরঙ্গিনী গ্রন্থের দ্বারা সমর্থিত যেখানে বলা হয়েছে বাক পতিরাজ ও ভবভূতি যশোবর্মার সভাকবি ছিলেন-
” কবি বাকপতিরাজশ্রী ভবভূত‍্যাদিসেবিতঃ।
জিতৌ যযৌ যশোবর্মা তদগুনস্তুতিবন্দিতাম্।।”

৪) ভবভূতির কাল উল্লেখ কর?


উঃ- খ্রিস্টপূর্ব সপ্তম অষ্টম শতাব্দী আলংকারিক বামনের কাব‍্যালংকার গ্রন্থে ভবভূতির উল্লেখ আছে কিন্তু কালিদাস বা বাণভট্টের কাব্যে ভবভূতির উল্লেখ নেই অতএব ভবভূতির আবির্ভাব কালিদাস ও বাণভট্টের পরে এবং বামনের পূর্বে এরকম সিদ্ধান্ত করা যায় সে দিক থেকে ভবভূতির আবির্ভাব কাল খ্রিস্টপূর্ব সপ্তম অষ্টম শতক।

৫) মালতীমাধব কি জাতীয় দৃশ্যকাব্য এতে কয়টি অংক আছে এর সংক্ষিপ্ত বিষয়বস্তু উল্লেখ করো?


উঃ- ভবভূতির মালতীমাধব প্রকরন শ্রেণীর রূপক বা দৃশ্যকাব্য। এতে দশটি অংক আছে উজ্জয়িনী রাজ্যের মন্ত্রী ভূরিবসুর জন্য মালতির সঙ্গে বিদর্ভের মন্ত্রী দেবরাতের পুত্র শিক্ষার্থী মাধবের প্রণয় এই নাটকের মূল উপজীব্য বিষয়

৬) মালতিমাধব প্রকরণ এর বিশেষত্ব উল্লেখ করো?


উঃ- প্রেম এই নাটকের উপজীব্য হলেও সে প্রেম গতানুগতিক ধারার রাজার সুখী সৌখিন প্রেম নয় এক তরুণ শিক্ষার্থীর সঙ্গে মন্ত্রী কন্যা মালতীর সংঘর্ষ করুনপ্রেম এখানে চিত্রিত হয়েছে যা সেকালের পক্ষে অভিনব এবং দুঃসাহসী প্রেমে শুধু দৈহিক পরিতৃপ্তি নয় মানসিক পরিতৃপ্তির যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেকালের পক্ষে দুর্লভ এবং এই বিষয়টিকেও নাট্যকার চিত্রিত করেছেন।

৭) মালতীমাধব প্রকরণ এর উৎস কি এই প্রকরণ এর উপকাহিনীর নায়ক-নায়িকার নাম করো?


উঃ- মালতীমাধব প্রকরণ এর উৎস যদিও নাট্যকার এর মতে স্বকলোপকল্পিত তবু বস্তুসত‍্য এইযে গুনাঢ‍্য রচিত বৃহৎকথার কোন কাহিনী থেকে এই নাটকের বিষয়বস্তু পরিকল্পিত হয়েছে
মালতিমাধবম্- এর উপকাহিনীর নায়ক নায়িকার নাম মকরন্দ ও মদয়ন্তিকা। মকরন্দ মাধবের বন্ধু আর মদয়ন্তিকা হল উজ্জয়িনী রাজের প্রমোদসঙ্গী নন্দনের ভগিনী।

৮) মালতীমাধব প্রকরনে উপকাহিনীর সংযোজন কতখানি সার্থক মন্ডিত?


উঃ- নাটকের মূল কাহিনীর সঙ্গে উপকাহিনীর সংযোজনের দ্বারা মূল কাহিনীর রসপুষ্টি সাধিত হয় এই নাটকে

সেই রস পুষ্টি কিছুটা হলেও ব্যাহত হয়েছে উপকাহিনীকে অতিমাত্রায় প্রাধান্য দেওয়ার জন্য

মূল কাহিনী গৌণ হয়ে পড়েছে ফলে নাটকের মূল বিষয়বস্তুর কেন্দ্রচ‍্যুতি ঘটেছে যা নাট্যশিল্পের পক্ষে ক্ষতিকর।

৯) মহাবীরচরিত কোন শ্রেণীর দৃশ‍্যকাব‍্য এর উৎস ও বিষয়বস্তু উল্লেখ করো?


উঃ- মহাবীর চরিত সাত অঙ্কের রচিত নাটক শ্রেণীর দৃশ্যকাব্য

বাল্মিকী রচিত রামায়ণ এই নাটকের উৎস সীতার বিবাহ থেকে শুরু করে রাবণ বধের পর রামচন্দ্রের অযোধ্যায় প্রত্যাবর্তন এবং রাজ্যভিষেক পর্যন্ত ঘটনা বিবৃত হয়েছে

মহাবীর শব্দে রাম কে বোঝানো হয়েছে এখানে মহাবীর রামের জীবনের পূর্বভাগের কাহিনী বর্ণিত

১০) মহাবীরচরিতম্ এর কাহিনী কেবলই রামায়ণ সম্মত, নাকি কিছুটা স্বাতন্ত্রযুক্ত?


উঃ- মহাবীরচরিতম্- এর কাহিনীতে শুধু বাল্মিকী রামায়ণের অনুসৃতি নেই নাট্যকারের পরিকল্পনা প্রসূত পরিবর্তনও আছে

যেমন বিবাহের পূর্বে রাজর্ষি বিশ্বামিত্রের আশ্রমে রাম লক্ষণ এর সঙ্গে সীতা উর্মিলার প্রাথমিক পরিচয় হয়েছিল এ তথ্যটি ভবভূতিরই অভিনব সৃষ্টি তাছাড়া রাম রাবণের দ্বন্দ্বের উৎসটি এখানে স্বতন্ত্র

রাবণ সীতাকে বিবাহ করার প্রস্তাব জানিয়ে মিথিলায় দূত পাঠিয়ে ছিলেন কিন্তু তাঁকে বিবাহ করেন রামচন্দ্র রাবণের দূত প্রত্যাখ্যাত হয়ে ফিরে যায়

এই অসম্মানই রাবনের মনে ঈর্ষার বীজ বপন করে রাবনই সূর্পনখাকে মন্থরার ছদ্মবেশে কৈকেয়ীকে কুমন্ত্রণা দেওয়ার জন্য পাঠান ফলে দেখা যাচ্ছে যে মহাবীরচরিত এর কাহিনী বাল্মিকী রামায়ণের কাহিনী থেকে অনেক ক্ষেত্রে কিছুটা স্বতন্ত্র।

১১) মহাবীর চরিত নাটক হিসাবে কতটা সার্থক?


উঃ- মহাবীর চরিত নাটকের কাহিনী ও চরিত্র চিত্রণে কিছুটা স্বাতন্ত্র থাকলেও এই নাটকের প্রধান ত্রুটি হল সংযমের অভাব সংলাপে অসংযত দীর্ঘ বক্তৃতা নাটকের ঘটনা ও সংহতিকে গৌন করেছে ফলে নাটকটি বিবৃতিমূলক হয়ে দাঁড়িয়েছে স্বাভাবিকতার অভাবও নাটকটি ব্যর্থতার অন্যতম কারণ

১২) ভবভূতির শ্রেষ্ঠ নাটক কোনটি এর উৎস ও বিষয়বস্তু সংক্ষেপে উল্লেখ কর?


উঃ- ভবভূতির শ্রেষ্ট নাটকও উত্তররামচরিতম্ বাল্মিকী রামায়ণের উত্তরকান্ডের কাহিনী এর উৎস।
সাত অঙ্কের রচিত এই নাটকে রামচন্দ্রের সিংহাসন লাভের পরবর্তী জীবন কাহিনী বর্ণিত হয়েছে সিংহাসন লাভের পর সীতার বনবাস থেকে সীতার সঙ্গে রামচন্দ্রের পুনর্মিলন পর্যন্ত 12 বছরের কাহিনী এর উপজীব্য. ভবভূতির পরিচয়

১৩) ভবভূতির উত্তরামচরিত নাটকের সঙ্গে বাল্মিকী রামায়ণের মৌলিক পার্থক্য কি?


উঃ- রামায়ণের কাহিনী বিয়োগান্ত রাম সীতার মিলন নেই সেখানে কিন্তু ভবভূতির উত্তরামচরিত এর কাহিনী মিলনান্তক

নাটক‍্যার সম্ভবত অলংকার শাস্ত্রের প্রয়োজনে সীতার সঙ্গে রামের মিলন ঘটিয়েছেন উভয় রচনার মৌলিক পার্থক্য এখানেই।

১৪) উত্তররামচরিত নাটকের বিশেষত্ব বা স্বাতন্ত্র্য উল্লেখ করো?


উঃ- ভবভূতির উত্তরামচরিত কতগুলি কারণে সংস্কৃত নাট্যসাহিত্য বিশিষ্ট দাম্পত্যপ্রেমের পরিশুদ্ধ আদর্শ রূপ ও তার পরাকাষ্ঠা প্রদর্শন
চরিত্র চিত্রণ বিশেষতঃ সীতা চরিত্রচিত্রনে করুন রসের মন্দাকিনী সৃজন “কারুন‍্যে ভবভূতিরের তনুতে”।

১৫) কালিদাস ও ভবভূতির মধ্যে প্রধান পার্থক্য গুলি নির্দেশ করো?


উঃ- কালিদাসের কাব্যে প্রকৃতির কান্ড কোমল রূপের ও সৌন্দর্যের রমনীয় প্রকাশ পক্ষান্তরে ভবভূতির কাব্যে প্রকৃতির কোমল ও উগ্র উভয়রূপের প্রকাশ কালিদাস প্রধানত শৃঙ্গার রসের কবি অপরপক্ষে ভবভূতি করুন রসের কবি কালিদাস বৈদর্ভী রীতির কবি তাঁর কাব‍্যভাষা সরল ও প্রাজ্ঞল, অন‍্যদিকে ভবভূতি গৌড়ী রীতির কবি তাঁর বাক‍্যবিন‍্যাসে রয়েছে সমাসের ঘনঘটা এবং রচনারীতির জটিলতা।

আরো পড়ুন – ভবভূতি (Bhavabhuti)-টীকা

সংস্কৃত সাহিত্যের ইতিহাসের অন্যান্য ছোট প্রশ্ন ও উত্তর গুলি নিচে দেখুন

আরো পড়ুন

VISIT OUR FACEBOOK PAGE

Comments