মেঘদূতম্: মেঘকে দূত হিসেবে নির্বাচন করার জন্য যক্ষের আবেদন

একাদশ শ্রেণীর সংস্কৃত মেঘদূতম্ পাঠ্যাংশ হতে যক্ষ মেঘকে কি বলেছিল। অথবা মেঘকে দূত হিসেবে নির্বাচন করার জন্য যক্ষের আবেদন বর্ণনা করা হল ।

যক্ষ মেঘকে কি বলেছিল। অথবা মেঘকে দূত হিসেবে নির্বাচন করার জন্য যক্ষের আবেদন বর্ণনা করো

মহাকবি কালিদাস রচিত মেঘদূত’ কাব্য প্রিয়া বিরহে এক্ষ রামগিরি পর্বত বসবাস করছিল। আকাশে মেঘ দেখে প্রিয়তমার কাছে সংবাদ কারণের জন্য মেঘ দূত হিসেবে নির্বাচিত করেছেন।

মেঘকে দূত হিসেবে নির্বাচন করার জন্য যক্ষের আবেদন

প্রীতি পূর্ণ নিবেদন

যক্ষ মেঘে সহ্য ফোটা কুরচি ফুলের দাঁড়া ওর ঘর সাজিয়ে প্রসন্ন চিত্তে স্তুতিমূলক বাক্যে মেঘের স্বাগত জানিয়েছেন।

প্রশংসা বচন

যক্ষ মেঘের কাছে আবেদন জানিয়েছিল যে মেঘ ভুবন বিখ্যাত পুষ্কর ও আবর্তক বংশে জাত এবং তিনি ইন্দ্রের প্রধান সহচর।
ইচ্ছা অনুযায়ী রূপ পরিবর্তন করতে পারেন। যেহেতু উত্তম ব্যক্তির কাছে প্রার্থনা ব্যর্থ হলেও গ্রহণীয় তাই তিনি মেঘকে প্রার্থনা জানিয়েছেন।

মহানুভবতা

মেঘ হলেন মহানুভবতার প্রতীক একমাত্র মেঘেই পারে যক্ষ প্রিয়ার হৃদয়কে শান্ত করতে। এই উদ্দেশ্যে অলকাপুরী উদ্দেশ্যে যাত্রার জন্য অনুরোধ করেছেন।

তাপিতদের আশ্রয়

মেঘ হলেন তাপিতদের একমাত্র আশ্রয়।

দ্রুতগতি সম্পন্ন

মেঘ দ্রুতগতি সম্পন্ন তাই যক্ষ প্রিয়ার মৃত্যুর পূর্বে তার সংবাদ পৌঁছাতে পারবে বলে যক্ষের আশ্বাস।

একাদশ শ্রেণীর সংস্কৃত মেঘদূতম্ পাঠ্যাংশ হতে প্রশ্ন উত্তর

Comments