উপজাতি ছন্দ

সংস্কৃত ছন্দের একাদশ অক্ষরা ছন্দ হল উপজাতি ছন্দ । এই উপজাতি ছন্দের লক্ষণ উদাহরণ সহযোগে ব্যাখ্যা করা হল ।

উপজাতি ছন্দ

সংস্কৃত ছন্দ (Sanskrit Rhythm) সম্পর্কে বিস্তারিত <–

উপজাতি ছন্দ:- এই সমবৃত্ত ছন্দের প্রতিটি চরণে ১১ টি অক্ষর থাকে। এই ছন্দে কোনো একটি চরনে ইন্দ্রবজ্রা এবং কোনো একটি চরনে উপেন্দ্রবজ্রা ছন্দের সংমিশ্রণ থাকে। ইন্দ্রবজ্রা এবং উপেন্দ্রবজ্রা ছন্দের সংমিশ্রণে উপজাতি ছন্দের সৃষ্টি হয়। এই ছন্দের প্রতিটি চরণের শেষে যতি বসে।

উপজাতি ছন্দের প্রতীক চিহ্ন:-

ত ত জ গ গ

ত ত জ জ জ

উপজাতি ছন্দের লক্ষণ:-

এই উপজাতি ছন্দের লক্ষণ প্রসঙ্গে আচার্য গঙ্গাদাস বলেছেন-

অনন্তরোদীরিতলক্ষ্মভাজৌ পাদৌ যদীয়াবুপজাতয়স্তাঃ।

উপজাতি ছন্দের উদাহরণ

উদাহরণ:-

” আজন্মনঃ শাঠ‍্যমশিক্ষিতোয।
স্তস‍্যাপ্রমাণং বচনং জনস‍্য
পরাতিসন্ধানমধীয়তেযৈঃ
বিদ‍্যেতিতেসন্তু কিলাপ্তবাচঃ।।”

উপজাতি ছন্দের উদাহরণ বিশ্লেষণ

আজন্ম নঃশাঠ‍্য মশিক্ষি তো য।
ত ত জ গ গ
স্তস‍্যাপ্র মাণংব চনংজ ন স‍্য
ত ত জ গ গ
পরাতি সন্ধান মধীয় তে যৈঃ
ত ত জ জ জ
বিদ‍্যেতি তেসন্তু কিলাপ্ত বা চঃ ।।
ত ত জ গ গ

এই শ্লোকের প্রতিটি চরনে ১১টি অক্ষর আছে। শ্লোকের প্রথম, দ্বিতীয় ও চতুর্থ চরণে ইন্দ্রবজ্রা এবং তৃতীয় চরণে উপেন্দ্রবজ্রা ছন্দ হয়েছে।

সুতরাং ইন্দ্রবজ্রা এবং উপেন্দ্রবজ্রা ছন্দের সংমিশ্রণ হেতু শ্লোকটি উপজাতি ছন্দের প্রকৃষ্ট উদাহরণ।

Comments