শক্তিভদ্র শর্ট প্রশ্ন ও উত্তর

শক্তিভদ্র (খৃঃ নবম শতক) শর্ট প্রশ্ন ও উত্তর- সংস্কৃত সাহিত্যের ইতিহাস হতে আলোচনা করা হল ।

শক্তিভদ্র শর্ট প্রশ্ন ও উত্তর

১) শক্তি ভদ্রের পরিচয় ও কাল বিবৃত করো


উঃ- দক্ষিণাপথবাসী বা দাক্ষিণাত্যনিবাসী নাট‍্যকার শক্তিভদ্র কেরলরাজ কলশেখরের তত্ত্বাবধানে মঞ্চোপযোগী নাটকাভিনয়ের জন‍্য নাটক রচনা করেন বলে জানা যায়
রাজা কুলশেখরের সঙ্গে তার সংযোগ ও অন্যান্য সাক্ষ‍্য থেকে আনুমানিক নবম শতককে শক্তিভদ্রের জীবৎকাল বলে ধরা হয়

২) শক্তিভদ্র রচিত নাটকের নাম কি এর উৎস ও বিষয়বস্তু উল্লেখ করো


উঃ- শক্তি ভদ্র রচিত নাটকটির নাম আশ্চর্যচূড়ামণি বাল্মিকী রামায়ণের কাহিনী অবলম্বনে সাতটি অঙ্কে আশ্চর্যচূড়ামণি রচিত হয়েছে
রাম লক্ষণ সীতার বনবাস পর্বে লক্ষণ এর কাছে শূর্পনখার আগমন থেকে শুরু করে রাবণ বিজয় ও সীতার অগ্নিপরীক্ষা পর্যন্ত কাহিনী এই নাটকে প্রদর্শিত হয়েছে

৩) নাটকের নাম আশ্চর্যচূড়ামণি কেন


উঃ- রামচন্দ্রের এক দিব্য আংটি সীতার এক দিব‍্য তথা আশ্চর্যচূড়ামণি(চূড়া অর্থাৎ মাথায় পরিধেয় মণি ) এই নাটকের গুরুত্বপূর্ণ সংযোজন যাদের সাহায্যে তারা আগে থেকেই তাদের বিরুদ্ধে চক্রান্তের কথা জানতে পারতেন সীতার এই দিব‍্য তথা আশ্চর্যচূড়ামণিকে ভিত্তি করে এই নাটকের নাম হয়েছে আশ্চর্য চূড়ামণি

৪) নাটক রূপে আশ্চর্য চুড়ামনির সার্থকতা নিরূপণ করো


উঃ- শক্তি ভদ্রের উপর ভবভূতির প্রভূত প্রভাব পরিলক্ষিত হলেও কতগুলি মৌলিক ঘটনার উদ্ভাবন ও সংযোজন বিষয়বস্তুর দক্ষ বিন্যাস স্বচ্ছন্দ কিছু গদ‍্য ও কিছু মনোহর কাব‍্যাংশে আশ্চর্য চূড়ামণি মোটামুটিভাবে সার্থক হয়ে উঠতে পেরেছে সমকালে নাটকটি খুব জনপ্রিয়ও ছিল

সংস্কৃত সাহিত্যের ইতিহাসের অন্যান্য ছোট প্রশ্ন ও উত্তর গুলি নিচে দেখুন

আরো পড়ুন

ব্যসন কি? মনুসংহিতা অনুসারে আলোচনা কর

মনুসংহিতা- রাজার উৎপত্তির ঐশ্বরিক মতবাদ

VISIT OUR FACEBOOK PAGE

Comments