বৃষ্টি সূক্ত হতে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তরগুলি দেওয়া হল ।
বৃষ্টি সূক্ত ছোট প্রশ্ন ও উত্তর
1) মেঘ সমূহ বায়ু প্রেরিত হযে কিরূপ আকৃতি ধারণ করে ?
উঃ- মেঘ সমূহ বায়ু প্রেরিত হযে সম্মিলিত হয় ও বৃষভের মতো আকৃতি ধারণ করে।
2) তোমাদের পাঠ্যাংশে বৃষ্টি সূক্তে সুদানব শব্দে কাদের বোঝানো হয়েছে?
উঃ- আমাদের পাঠ্যাংশে বৃষ্টি সূক্তে সুদানব বলতে মরুৎগনকে বোঝানো হয়েছে।
3) অথর্ববেদ কয়টি কান্ডে বিভক্ত?
উঃ- অথর্ববেদ কুড়িটি কান্ডে বিভক্ত।
4) বৃষ্টি সূক্ত টি কোন বেদের কোন কান্ডের অন্তর্গত?
উঃ- বৃষ্টি সূক্ত টি অথর্ববেদের চতুর্থ কাণ্ডের অন্তর্গত।
5) কিরূপ জলরাশি পৃথিবী কে তৃপ্ত করবে?
উঃ- মহাবৃষভের মতো গর্জনকারী বায়ুপ্রেরিত শব্দকারী জলরাশি পৃথিবী কে তৃপ্ত করবে।
6) মরূৎগন কিরূপ?
উঃ- মরুৎগণ হলেন শোভন দানশীল
7) উৎসগুলি কেমন?
উঃ- উৎসগুলি অজগরের মতো
8) দিকগুলি কার দ্বারা উদ্ভাসিত হবে?
উঃ- দিকগুলি বিদ্যুতের দ্বারা উদ্ভাসিত হবে
9) কোন কোন বেদ কে ত্রয়ী বলা হয?
উঃ- ঋক সাম যজু এই তিনটি বেদকে ত্রয়ী বলা হয়
10) অথর্ববেদের প্রাচীন নাম কি?
উঃ- অথর্ববেদের প্রাচীন নাম অথর্বাঙ্গিরস।
11) পাঠ্যাংশ অবলম্বনে মেঘের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো?
উঃ- বর্ষায় বায়ুপ্রেরিত মেঘ সমূহ মহাবৃষভের মতো গর্জন করতে করতে সম্মিলিত হয়ে প্রভূত বর্ষণ পূর্বক পৃথিবিকে পরিতৃপ্ত করে এবং দিকগুলি বিদ্যুৎপ্রভায় উদ্ভাসিত হয়ে ওঠে।
12) বৃষ্টি সূক্তের উৎস কি?
উঃ- বৃষ্টিসূক্তের উৎস অথর্ববেদের চতুর্থ কান্ড।
13) ঋষি প্রকৃতির কাছে বারবার প্রার্থনা করেছেন কেন?
উঃ- উত্তপ্ত পৃথিবী কে শান্ত করার প্রয়োজন দেখা দেওয়ায় বৃষ্টি কামনার্থে প্রকৃতির কাছে বারবার প্রার্থনা করছেন।
বৃষ্টি সূক্ত হতে অন্যান্য প্রশ্ন ও উত্তর
অক্ষসূক্ত হতে ছোট অন্যান্য প্রশ্ন ও উত্তর
- অক্ষসূক্ত হতে ছোট প্রশ্ন ও উত্তর
- অক্ষসূক্তের বর্ণনা অনুযায়ী অক্ষক্রীড়কের দুর্দশাগ্রস্তের চিত্র
- অক্ষসূক্তে ঋকবেদের যে সমাজচিত্র ফুটে উঠেছে তার বর্ণনা