সংস্কৃত ছন্দের একাদশ অক্ষরা ছন্দ হল রথোদ্ধতা ছন্দ । এই রথোদ্ধতা ছন্দের লক্ষণ উদাহরণ সহযোগে ব্যাখ্যা করা হল ।
রথোদ্ধতা ছন্দ
- সংস্কৃত ছন্দ (Sanskrit Rhythm) সম্পর্কে বিস্তারিত <–
রথোদ্ধতা:- এই সমবৃত্ত ছন্দের প্রতিটি চরণে ১১ টি অক্ষর থাকে এবং অক্ষরসজ্জা যথাক্রমে র, ন,র,ল,গ – গণ হয় এবং এই ছন্দের প্রতিটি চরণের শেষে যতি বসে।
রথোদ্ধতা ছন্দের প্রতীকচিহ্ন :-
র, ন,র,ল,গ
রথোদ্ধতা ছন্দের লক্ষণ:-
এই রথোদ্ধতা ছন্দের লক্ষণ প্রসঙ্গে আচার্য গঙ্গাদাস তার ছন্দমঞ্জরী গ্রন্থে বলেছেন-
” রাৎপরৈর্নরলগৈঃ রথোদ্ধতা।”
রথোদ্ধতা ছন্দের উদাহরণ
উদাহরণ:-
“এবমাশ্রমবিরুদ্ধবৃত্তিনা
সংযতঃ কিমিতি জন্মতস্ত্বয়া
সত্ত্বসংশয় গুণোঅপি দূষ্যতে
কৃষ্ণসর্প শিশুনেব চন্দনঃ।।”
রথোদ্ধতা ছন্দের উদাহরণ বিশ্লেষণ
এবমা শ্রমবি রুদ্ধবৃ ত্তি না
র ন র ল গ
সংযতঃ কিমিতি জন্মত স্ত্ব য়া
র ন র ল গ
সত্ত্বসং শয়গু ণোঅপিদূ ষ্য ত
র ন র ল গ
কৃষ্ণস র্পশিশু নেবচ ন্দ নঃ।।”
র ন র ল গ
এই শ্লোকটির প্রতিটি চরণে ১১টি অক্ষর আছে এবং প্রতিটি চরণের অক্ষরসজ্জা যথাক্রমে র,ন,র,ল,গ – গণ হয়েছে। প্রতিটি চরণের শেষে যতি বসেছে।
সুতরাং আচার্য গঙ্গাদাসের লক্ষণ অনুযায়ী শ্লোকটি রথোদ্ধতা নামক সমবৃত্ত ছন্দের প্রকৃষ্ট উদাহরণ।
- মন্দাক্রান্তা ছন্দ
- শিখরিনী ছন্দ
- মালিনী ছন্দ
- বসন্ততিলক ছন্দ
- বংশস্থবিল ছন্দ
- স্রগ্ধরা ছন্দ
- শার্দূলবিক্রীড়িত ছন্দ
- রথোদ্ধতা ছন্দ
- উপজাতি ছন্দ
- উপেন্দ্রবজ্রা ছন্দ
- ইন্দ্রবজ্রা ছন্দ