মুরারির পরিচয় ও অনর্ঘরাঘব: Short Question Answer

মুরারির( ৮ম-৯ম খৃঃ এর শেষ ৯এর প্রথম) পরিচয় ও অনর্ঘরাঘব হতে ছোট প্রশ্ন উত্তর (Shorts Question Answer) – সংস্কৃত সাহিত্যের ইতিহাস । মুরারির পরিচয় ও অনর্ঘরাঘব (murari-anargharaghab) হতে ছোট প্রশ্ন উত্তর

মুরারির রচিত অনর্ঘরাঘব হতে ছোট প্রশ্ন উত্তর (Shorts Question Answer)

মুরারির পরিচয় ও অনর্ঘরাঘব

১) মুরারির পরিচয় ও কাল বিবৃত কর।

নাট্যকার মুরারি সম্ভবত মাহিস্মতীর কলচুরি রাজবংশের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন

মুরারি বর্ধমাঙ্ক ও তন্তুমতীর পুত্র ছিলেন বলে তার প্রদত্ত আত্মপরিচয় থেকে জানা যায় মঙ্খরচিত শ্রীকন্ঠচরিত গ্রন্থে নাট‍্যকার রূপে  মুরারির উল্লেখ আছে আর ধনঞ্জয়ের দশরূপকম্ গ্রন্থে মুরারির গ্রন্থ থেকে উদ্ধৃতি প্রদত্ত হয়েছে সে হিসেবে মুরারির কাল খৃঃ অষ্টম শতকের শেষভাগ থেকে নবম শতকের প্রথমভাগের মধ্যবর্তী।

২) মুরারি নিজেকে কোন উপাধিতে ভূষিত করেছেন তাঁর রচিত গ্রন্থের নাম কি?

উঃ- মুরারি তাঁর রচনার প্রস্তাবনায় নিজেকে বালবাল্মিকী রূপে অভিহিত করেছেন-“মুরারিনামধেয়স‍্য বালবাল্মিকী”….। মুরারি রচিত একমাত্র প্রাপ্ত গ্রন্থ হল অনর্ঘরাঘব।

৩) অনর্ঘরাঘবম্ কোন শ্রেনীর গ্রন্থ এর উৎস কি?

উঃ- মুরারি রচিত অনর্ঘরাঘবম্ সাত অঙ্কে রচিত নাটক শ্রেনীর দৃশ‍্যকাব‍্য বা রূপক। অনর্ঘরাঘবম্ -এর কাহিনী বাল্মিকীর রামায়ণ থেকে গৃহীত।

সাতটি অঙ্কে সমগ্র রামায়ণ কাহিনী এখানে বর্ণিত হয়েছে। সাতটি অঙ্কে মোট শ্লোকই আছে ৫৪০ টি।

৪) নাটকরূপে অনর্ঘরাঘবম্ এর সার্থকতা নিরূপন কর।

উঃ- নাট‍্যকার দর্শকদের অভিনব রস সমন্বিত নাটক উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ হলেও কবিত্ব ও নাট‍্যকৌশলের সুষ্ঠু সামঞ্জস‍্যের অভাবে অনর্ঘরাঘবম্ সার্থক নাটক হয়ে উঠতে পারেনি।


সংস্কৃত সাহিত্যের ইতিহাসের অন্যান্য ছোট প্রশ্ন ও উত্তর গুলি নিচে দেখুন

VISIT OUR FACEBOOK PAGE

Comments