উচ্চ মাধ্যমিক সংস্কৃত ভাষাতত্ত্ব হতে ইন্দো-ইউরােপীয় ভাষাগােষ্টীর পরিচয়, ইন্দো-ইউরােপীয় ভাষাগােষ্টীর দুটি প্রধান ভাষা গােষ্ঠী কি কি? তাদের উদাহরন সহ পরিচয় দাও?
ইন্দো-ইউরােপীয় ভাষাগােষ্টীর পরিচয়
ইন্দো-ইউরােপীয় ভাষাগােষ্টী র দুটি প্রধান ভাষা গােষ্ঠী কি কি? তাদের উদাহরন সহ পরিচয় দাও? দশটি উপশ্রেণীর নাম লিখ? কেন্তুম্ ও শতম্ শ্রেণী বলতে কি বােঝ? উদাহরন সহ পরিচয় দাও।২০১৫
উত্তর:-
ইন্দো-ইউরােপীয় ভাষাগােষ্টী :
এটি একটি কাল্পনিক এবং অনুমিত ভাষা। বিভিন্ন ভাষার ধ্বনিতত্ত্ব ও রূপতত্ত্ব বিশ্লেষণ করে পন্ডিতগণ এই ভাষার অস্তিত্ব কল্পনা করেছেন।
শ্রেণি/বিভাগ:
ইন্দো-ইউরােপীয় ভাষাগােষ্টী কে ভাষাতত্ত্বের বিচারে প্রধানত দুভাগে ভাগ করা হয়।
যথা ১) কেন্তুম্ ২) শতম্।
উপশ্রেণী:
মূল ইন্দো-ইউরােপীয় ভাষাগােষ্ঠী কে ১০ টি উপশ্রেণীতে বিভক্ত করা হয়।
এর মধ্যে কেন্তুম্ গুচ্ছের ৬ টি উপশ্রেণী
যথা – ক) গ্রিক খ) ইতালিক গ) কেলটিক ঘ) জার্মানিক বা টিউনিক ঙ) হিট্টাহিট ও চ) তুখারীয়। ‘
শতম্ ভাষাগােষ্ঠীকে ৪ টি উপশ্রেণীতে বিভক্ত করা হয়।
যথা- ক) ইন্দো-ইরানীয় খ)বালটোশ্লাভিক গ) আলবেনীয় ঘ)আর্মেনীয় ।
এক সময় মনে করা হত কেন্তুম্, শ্রেণীর ভাষা ইউরােপ অঞ্চলে প্রচলিত ছিল এবং শতম্ শ্রেণীর ভাষা এশিয়া অঞ্চলে প্রচলিত ছিল।
কিন্তু এশিয়াতে কেন্তুম্ গুচ্ছের তুখারীয় ও হিট্টায়িট ভাষার আবিষ্কারের পর এই মতের পরিবর্তন হয়।
মূল ইন্দো-ইউরােপীয় ভাষাগােষ্টী র কন্ঠ-তালব্য ধনির ওপর ভিত্তির করে ১৮৭০ খ্রী এসকলি কেন্তুম্ ও শতম্ নামে ২টি বিভাগ করেন।
যে ভাষাগােষ্ঠীতে কণ্ঠতালব্য ধ্বনিগুলি পশ্চাৎ কণ্ঠ ধুনিগুলির সাথে একীভূত হয়ে গেছে তারা কেন্তুম্ শাখায় আগত। এই কেন্তুম্ নামকরণটি লাতিন ভাষা অনুসারে করা হয়েছে।
এই ইন্দো-ইউরােপীয় ভাষাগােষ্টী র উপশ্রেণী ৬টি ।যেমন-কেলটিক,গ্রিক প্রভৃতি।
I.E | গ্রীক | কেলটিক | জার্মানিক | ইটালিক |
kmtom | He-katom | cet | khund | Centum |
যে ভাষা গােষ্ঠীতে কণ্ঠ-‘তাবা বর্ণ শিস ধ্বনিতে (শিস) অথবা উষ্ণ বর্ণে পরিণত হয় সেগুলি শতম্ গােষ্ঠী নামে পরিচিত।
এই ভাষাগােষ্ঠীর ৪টি উপশ্রেণীর ভাষা বর্তমান।
যেমন – ইন্দো-ইরানীয়, আর্মেনিক প্রভৃতি এই ভাষ়াগােষ্ঠী হতে বর্তমানে ভারতের বেশিরভাগ ভাষার সৃষ্টি হয়েছে।
I.E | ইন্দো-ইরানীয় আবেস্তা | ইন্দো-ইরানীয় সংস্কৃত | বালতোশ্লাভিক |
kmtom | Santom | satam | Sta |
ভাষাতত্ত্ব বলতে প্রাচীন রচনাবলি ও তাদের ভাষা নিয়ে গবেষণা বোঝায়।
দুই ভাগে – যথা ১) কেন্তুম্ ২) শতম্। কেন্তুম্ ও সতম্ সম্বন্ধে জানতে দেখুন –কেন্তুম্ ও সতম্ সম্বন্ধে নাতিদীর্ঘ প্রবন্ধ-মডার্ন সংস্কৃত
আরো পড়ুন – উচ্চ মাধ্যমিক সংস্কৃত ভাষাতত্ত্ব
- ইন্দো-ইউরােপীয় ভাষাগােষ্ঠীর দুটি প্রধান উপশ্রেণী গুলি কী কী ? যে কোনাে চারটি উপশ্রেণীর বৈশিষ্ট্য লেখ ?
- ইন্দো-ইউরােপীয় ভাষাগােষ্টী র দুটি প্রধান ভাষা গােষ্ঠী কি কি? তাদের উদাহরন সহ পরিচয় দাও?
- ভারতীয় আর্যভাষা কাকে বলে ? প্রতিস্তরের আলোচনা কর?