একাদশ শ্রেণীর সংস্কৃত মেঘদূত ছোট প্রশ্ন ও উত্তর

একাদশ শ্রেণীর সংস্কৃত মেঘদূত ছোট প্রশ্ন ও উত্তর । Class XI Sanskrit Meghdutam short question (মেঘদূত শট প্রশ্ন)

একাদশ শ্রেণীর সংস্কৃত মেঘদূত হতে প্রশ্ন উত্তর

মেঘদূত হতে ছোট প্রশ্ন উত্তর


১) মেঘদূতম্ এর রচয়িতা কে?
উঃ- মেঘদূত এর রচয়িতা হল কবি কালিদাস


২) মেঘদুত কি জাতীয় কাব্য?
উঃ- মেঘদূত প্রেমমূলক গীতিকাব্য শ্রেণীর অন্তর্গত।

৩) মেঘদূতম্ কয় ভাগে বিভক্ত ও কি কি?
উঃ- মেঘদূত কাব্য টি দুই ভাগে বিভক্ত। যথা পূর্বমেঘ ও উত্তর মেঘ।

৪) মেঘদূত কোন ছন্দে রচিত?
উঃ- মন্দাক্রান্তা ছন্দে রচিত।

৫) কালিদাসের রচিত দুটি গীতিকাব্য কি কি?
উঃ- মেঘদূত ও ঋতুসংহার।

৫) মেঘদূত কাব্যের নায়ক নায়িকা কে?
উঃ- মেঘদূত কাব্যের

নায়ক কোনো একজন যক্ষ।নায়িকা যক্ষপ্রিয়া।

৬) যক্ষ কে?
উঃ- ধনপতি কুবেরের অনুচর।

৭) কুবের কে ছিলেন?
উঃ- অলকার অধিপতি কুবের হলেন ধন-সম্পদের দেবতা।

৮) মেঘদূতকাব্য কে কাকে কেন অভিশাপ দিয়েছিলেন?
উঃ- কর্তব্যকর্মে অবহেলা করার জন্য প্রভু কুবেরকে এক বছরের জন্য অভিশাপ দিয়েছিলেন।

৯) যক্ষের নির্বাসন কোথায় হয়েছিল?
উঃ- রামগিরি আশ্রমে।

১০)যক্ষকে কোথা থেকে নির্বাচিত করা হয়েছিল?
উঃ- অলকা নগরী থেকে।

১১) ধনপতি কে?
উঃ- ধনপতি যক্ষের প্রভু বা কুবের।

১২) যক্ষকে কত বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল?
উঃ- এক বছরের জন্য।

১৩) রামগিরি আশ্রমে যক্ষ কতমাস অতিক্রান্ত করেছিলেন?
উঃ-আট মাস।

১৪) আষাঢ়ের মাসের প্রথম দিবসে যক্ষ কী দেখেছিল?
উঃ- আকাশে মেঘ দেখেছিল।

১৫) যক্ষের পত্নী কোথায় থাকে?
উঃ- অলকাপুরীতে।

১৬) মেঘের বংশের নাম কি ছিল?
উঃ-পুষ্কর ও আবর্তক

১৭) মেঘকে যক্ষ কি কি উপহার সাজিয়ে স্বাগত জানিয়েছিল?
উঃ- কুরচি ফুল বা কুটজ ফুল।

১৮) মেঘ কি কি উপাদানের সমষ্টি?
উঃ- জল,বায়ু, ধূম ও জ্যোতি।

১৯) রামগিরি আশ্রমকেমন ছিল?
উঃ- পবিত্র জলাশয় ও ছায়াতরুতে ভোরা ছিল।

২০) জনকতনয়া কে?
উঃ- সীতা।

২১)কশ্চিৎকান্তা – এই বাক‍্যেকশ্চিৎ ও কান্তাকে?
উঃ- কশ্চিৎ হল- যক্ষ।কান্তা হল- যক্ষপত্নী।

২২)স্বাধিকারপ্রমত্ত: – কথাটির অর্থ কী?
উঃ- নিজ কর্তব্য ভ্রষ্ট।

২৩) মেঘদূতের প্রধান টীকাকার কে ও তার টীকাকারের নাম কি?
উঃ- মল্লিনাথ সুরি ও টিকা হল সঞ্জীবনী।

২৪)বর্ষভোগ‍্যেন ভর্তুএখানেভর্তুপদের দ্বারা বোঝানো হয়েছে কাকে?
উঃ- কুবেরকে।

২৫) যক্ষের মহিমা অস্তমিতঃ হয়েছিল কেন?
উঃ- অভিশাপের ফলে প্রিয়তমার বিরহে।

২৬) মেঘের গন্তব্য স্থল কোথায়?
উঃ- অলকাপুরে।

২৭) মেঘকে পরিচালিত করতে মেঘ কিভাবে প্রবাহিত হয়?
উঃ- পূর্ব থেকে উত্তরে।

২৮) মেঘদূতের শ্লোক সংখ্যা কত?
উঃ-১১৮ টি।

২৯) মেঘ কোন বংশে জাত?
উঃ- পুষ্কর ও আবর্তক।

৩০)নীত্বা মাসান্ – এখানে কত মাসের কোথা বলা হয়েছে?
উঃ- আট মাস।

৩১) মেঘ দেখতে কেমন?
উঃ-বপ্রক্রীড়াপরিণতগজসদৃশ‍্য।

৩২)অদ্রিশব্দের অর্থ কী?
উঃ- পর্বত।

৩৩)কালিদাসকার সভাকবি ছিল?
উঃ-বিক্রমাদিত‍্য

৩৪)অদ্রৌশব্দটির সংস্কৃত প্রতিশব্দ কী?
উঃ- গিরৌ।

৩৫) কবি মেঘকে কোন প্রানীর সঙ্গে তুলনা করেছেন?
উঃ- হস্তী।

৩৬)রাজরাজস‍্য –পদে কাকে বোঝানো হয়েছে?
উঃ- ধনপতি কুবের।

৩৭) যক্ষের অন্তর্বাষ্প হয়েছিল কেন?

উঃ-মেঘদূতকাব্যে যক্ষ নায়ক। তার চোখের জল শোভা পায় না। সেই কারণে অশ্রু রোধ করায় তার অন্তর বাষ্প হয়েছিল।

৩৮) মেঘকে দেখে সুখীজনের অবস্থা কেমন হয়?
উঃ- মেঘ দেখলে সুখীজনের মনেও ভাবান্তর হয়।

৩৯) মেঘের একটি প্রতিশব্দ লেখ?

উঃ- জীমূতেন।

৪০)জীমূতেনশব্দের অর্থ কী?
উঃ- মেঘের দ্বারা।

৪১)যক্ষমেঘকে কীভাবে স্বাগত জানিয়েছিল?
উঃ- সত‍্য প্রস্ফুটিত কুটজফুল দ্বারা অর্ঘ‍্য রচনা করে মেঘকে প্রীতিপূর্ণ বাক‍্যে আনন্দ হৃদয়ে স্বাগত জানিয়েছিল।

৪২) মেঘ কাদের আশ্রয়স্থল?
উঃ- তাপিত জলের।

৪৩)সংতপ্তানাং ত্বমসি শরনংএখানে ত্বম্ পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে?
উঃ- মেঘকে।

৪৪) পাঠ‍্য অনুসারে মেঘের কয়েকটি প্রতিশব্দ লিখ?
উঃ- পয়োদ,নভসি,জীমূত।

৪৫) যক্ষ কীভাবে অলকাপুরীর অট্টালিকার বর্ণনা দিয়েছিল?
উঃ- অলকাপুরীর অট্টালিকাগুলি বাইরের উদ‍্যানে থাকা শিবের মস্তকে অবস্থিত চন্দ্রের জ‍্যোৎস্নাই উদ্ভাসিত হয়ে শোভা পাচ্ছে,সেখানে যক্ষের পত্নী বসে আছে।

৪৬) কাকেকামরূপবলে সম্বোধন করা হয়েছে?
উঃ- মেঘকে।কারন, মেঘ ইচ্চানুসারে রূপ পরিগ্রহন করতে পারে।

৪৭)পথিকবনিতাশব্দের অর্থ কী?
উঃ-প্রোষিতভর্তৃকা

৪৮)পবনপদবীশব্দের অর্থ কী?
উঃ- বায়ুপথ বা আকাশপথ।

৪৯) মেঘকে আকাশে উড়তে দেখে কারা কীভাবে মেঘকে দেখে?
উঃ-প্রোষিতভর্তৃকা রমণীরাতাদের এলোমেলো চুলের প্রান্তভাগ সরিয়ে দেখে।

৫০) যক্ষের হাত থেকে কি খুলে পড়েছিল?
উঃ- কনয়বলয়।

৫১) যক্ষমেঘকে কখন দেখেছিল?
উঃ- আষাঢ় মাসের প্রথম দিনে।

৫২) ইন্দের প্রধান পুরুষ কে?
উঃ- মেঘ।

৫৩)লব্ধকামা –শব্দের অর্থ কী?
উঃ- সফল।

৫৪)পবনপদবীম্ –এখানে পদবীম্ শব্দের অর্থ কী?
উঃ- আকাশ।

৫৫) পরাধীন ব‍্যাক্তি বলতে কী বোঝ? কাকে পরাধীন ব‍্যাক্তি বলা হয়েছে?
উঃ- অন্যের অধীনে কাজ করে জীবিকা নির্বাহ করে তাকে পরাধীন ব্যক্তি বলা হয়।এখানেযক্ষকে পরাধীন ব্যক্তি বলা হয়েছে।

৫৬)সগন্ধঃশব্দের অর্থ কী?
উঃ- গর্বের সঙ্গে।

৫৭)একপত্নীম্শব্দের অর্থ কী?
উঃ- পতিব্রতা।

৫৮) বিরহকালে কে রমনীকে ধরে রাখে?
উঃ- আশা।

৫৯)ভ্রাতৃজায়াম্কে?
উঃ- যক্ষপত্নী।

৬০)মেঘদূতকাব‍্যে কোন কোন দেবতার কথা বলা হয়েছে?
উঃ- ইন্দ্র,শিব,কুবের।

একাদশ শ্রেণীর সংস্কৃত মেঘদূত হতে অন্যান্য পোস্ট গুলি

Comments