রামচন্দ্র সম্পর্কে শর্ট প্রশ্ন ও উত্তর

সংস্কৃত সাহিত্যের ইতিহাসের রামচন্দ্র / কৌমুদী মিত্রানন্দ (খৃঃ দ্বাদশ শতক) সম্পর্কে শর্ট প্রশ্ন ও উত্তর দেওয়া হলো ।

রামচন্দ্র শর্ট প্রশ্ন ও উত্তর

১) রামচন্দ্র রচিত নাটকটির নাম কি এর বিষয়বস্তু ও নাটকত্ব আলোচনা করো ?

উঃ- প্রখ্যাত জৈন‍্য পন্ডিত হেমচন্দ্রের রামচন্দ্র খৃঃ ১১৭৩-৭৫ এর মধ্যে কৌমুদী মিত্রানন্দ নাটকটি রচনা করেন
এর নায়ক মিত্রানন্দ বরুণের অভিশাপ থেকে রাজা সিদ্ধকে মুক্ত করার পর কৌমুদী নামের এক রমণীকে বধূ হিসাবে লাভ করেন জানা যায় মিত্রানন্দই তার প্রথম স্বামী নয় এক অসৎ তপস্বীর ষড়যন্ত্রে বিবাহরাত্রেই কৌমুদীর একাধিক স্বামী মারা যায় অতঃপর কৌমুদী ও মিত্রানন্দ নানা বিপদে পতিত হয় এবং অলৌকিক ভাবে সেই বিপদ সমূহের আকস্মিক ও অলৌকিক সমাধান চলতে থাকে।

কৌমুদীমিত্রানন্দ একেবারেই নাটক হয়ে উঠেনি বিভিন্ন গল্পগুলিকে কেবল একসূত্রে গাঁথার চেষ্টা করা হয়েছে কিন্তু প্রতিভার অভাববশত তা হয়ে উঠেনি।

সংস্কৃত সাহিত্যের ইতিহাসের অন্যান্য ছোট প্রশ্ন ও উত্তর গুলি নিচে দেখুন

আরো পড়ুন

ব্যসন কি? মনুসংহিতা অনুসারে আলোচনা কর

মনুসংহিতা- রাজার উৎপত্তির ঐশ্বরিক মতবাদ

VISIT OUR FACEBOOK PAGE

Comments