1) বৃষ্টিসূক্ত -এর উৎস কি? বৃষ্টি সূক্তের ঋষি কে? তোমার পাঠ্যাংশ অনুসারে বৃষ্টি সুক্তের বৈশিষ্ট্য আলোচনা করো।
বৃষ্টি সুক্তের বৈশিষ্ট্য আলোচনা করো
বৃষ্টি সূক্তের উৎসঃ-
বৃষ্টি সূক্তটি অথর্ব বেদের চতুর্থ কান্ডের ষষ্ঠ অধ্যায়ের ১৫তম সূক্ত।
বৃষ্টি সূক্তের ঋষিঃ-
আমাদের পাঠ্যাংশ বৃষ্টিসূক্তের ঋষি হলেন অথর্বা।
বৃষ্টিসূক্তের বৈশিষ্ট্য
অথর্ববেদের বৃষ্টিসূক্ত হিসাবে ষোলোটি মন্ত্র পাওয়া যায়। তার মধ্যে আমাদের পাঠ্যাংশ হিসেবে চারটি মন্ত্র গৃহীত হয়েছে এখানে ফুটে উঠেছে বৃষ্টির কামনা যা থেকে শস্য লাভ ও তাপ হতে মুক্তি লাভ করা যায় সুতরাং মন্ত্র গুলির দ্বারা বৃষ্টি কামনা করে মরুৎগণের উদ্দেশ্যে হোম বিধান আছে। অতএব বৃষ্টিসূক্তের দেবতা হলেন মরুৎগণ এবং বিনিয়োগ হলো আজ্য হোম।
বৃষ্টি জীবজগৎ এর চির কাঙ্ক্ষিত বস্তু প্রকৃতির এক অপরূপ বৈশিষ্ট্য এই বৃষ্টি, বৃষ্টি জীবনের সমার্থক। বৃষ্টি থেকে সৃষ্টি রক্ষা হয়েছে। বৃষ্টি ভূলোকে নেমে আসে অঝোর ধারায়। সেই আনন্দধারায় প্লাবিতা পৃথিবীর চিত্র এঁকেছেন ঋষি অথর্বা তার বৃষ্টিসূক্ত-এ।
বৃষ্টিসূক্ত-এ বায়ু চলিত মহাবৃষভের মতো গর্জনকারী মেঘরাশিকে পৃথিবীর দিকে নেমে এসে বারিবর্ষনের দ্বারা পৃথিবী পরিতৃপ্ত করার আহ্বান জানানো হয়েছে।ঋষিকন্ঠে ধ্বনিত হয়েছে-
“সমুৎপতন্তু প্রদিশো নভস্বতীঃ সমভ্রানি-বাতজুতানি যন্তু।
মহৃষভস্য নদতো নভস্বতো বাশ্রা আপঃ পৃথিবীং তর্পয়ন্তু।।”
এক্ষেত্রে সমুদ্রের জল ও মেঘকে উর্ধ্বে প্রেরনে মরুৎগনের ভূমিকা স্বীকার করা হয়েছে।
শোভনদানশীল মরুৎগন এবং অজগরের মতো উৎসগুলি সকলকে ভালোভাবে রক্ষা করুক। মরুৎগনের দ্বারা বাহিত হয়ে মেঘরাশি পৃথিবীতে বারিবর্ষন করুক এবং ক্লান্ত হয়ে যথাস্থানে গমন করুক। এই বার্তাই বৃষটিসূক্তে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ঋষিকন্ঠে ধ্বনিত হয়েছে-
“সংবোঅবন্তু সুদানব উৎসা অজরা উত।
মরুদ্ভিঃ প্রচ্যুতা মেঘা বর্ষন্তু পৃথিবীম্”।
দিকবিদিক বিদ্যুৎপ্রভায় উদ্ভাসিত হোক। বায়ু দিক থেকে দিকে প্রভাহিত হোক। বায়ু তাড়িত মেঘসমূহ জমাট বেঁধে পৃথিবীর দিকে ধেয়ে আসুক। ঋষিকন্ঠে একথায় বারবার ধ্বনিত হয়েছে-
“আশামাশাৎ বিদ্যোততাং বাতা বান্তু দিশো দিশঃ।
মরুদ্ভিঃ প্রচ্যুতাঃ মেঘা সংযন্তু পৃথিবীমনু।।”
সুতরাং, ছোট হলেও প্রাকৃতিক বর্ণনায় সমৃদ্ধ এই বৃষ্টিসূক্ত-টির মহিমা অনস্বীকার্য।
বৃষ্টি সূক্ত হতে অন্যান্য প্রশ্ন ও উত্তর
অক্ষসূক্ত হতে ছোট অন্যান্য প্রশ্ন ও উত্তর
- অক্ষসূক্ত হতে ছোট প্রশ্ন ও উত্তর
- অক্ষসূক্তের বর্ণনা অনুযায়ী অক্ষক্রীড়কের দুর্দশাগ্রস্তের চিত্র
- অক্ষসূক্তে ঋকবেদের যে সমাজচিত্র ফুটে উঠেছে তার বর্ণনা