উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর সংস্কৃত আর্যাবর্তবর্ণনম্ পাঠ্যাংশ হতে ছোট প্রশ্ন ও উত্তর গুলি দেওয়া হল ।
আর্যাবর্তবর্ণনম্ পাঠ্যাংশ হতে ছোট প্রশ্ন ও উত্তর
উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর সংস্কৃত আর্যাবর্তবর্ণনম্ পাঠ্যাংশ হতে ছোট প্রশ্ন ও উত্তর গুলি দেখার আগে কিছু শব্দের অর্থ ও বিশ্লেষণ দেখা যাক
আর্যাবর্তবর্ণনম্ পাঠ্যাংশ হতে কিছু শব্দের মূল অর্থ ও কোথায় দেখা যায় এবং আর্যাবর্তের ক্ষেত্রে প্রযোজ্য অর্থ
মূল শব্দ | মূল অর্থ | কোথায় দেখা যায় | আর্যাবর্তের ক্ষেত্রে প্রযোজ্য অর্থ |
---|---|---|---|
স্ফোটপ্রবাদ | শব্দতত্ত্বের আলোচনা। | ব্যাকরণশাস্ত্রে | ফোঁড়া,ঘা ইত্যাদি দেখা যায় না |
গ্রহসংক্রান্তি | গ্রহের বিভিন্ন রাশিতে গমন | জ্যোতিষ শাস্ত্রে | গ্রহের দোষ দেখা যায় না |
ভূতবিকারবাদ | পঞ্চভূতের আলোচনা | সাংখ্য দর্শন | ভূত প্রেতের উপদ্রব দেখা যায় না |
গুল্ম বৃদ্ধি | গুল্ম উদ্ভিদের বৃদ্ধি | বনভূমি | প্লীহা রোগের উপদ্রব দেখা যায় না |
গন্ডকোত্থানং | গন্ডারের লাফালাফি | পার্বত্যবনভূমি | চর্মরোগ দেখা যায় না |
প্রকৃতি | শব্দ বা ক্রিয়াপদের মূল অংশ | ব্যাকরণের আলোচ্য বিষয় | প্রজা |
নিপাত | অব্যয় | ব্যাকরণের আলোচ্য বিষয় | বংশচ্যুতি দেখা যায় না |
উপসর্গ | উপসর্গ | ব্যাকরণের আলোচ্য বিষয় | চুরি প্রভৃতি উপদ্রব দেখা যায় না |
লোপ | লোপ | ব্যাকরণের আলোচ্য বিষয় | নিয়মের অবলুপ্তি দেখা যায়না |
বর্ণ বিকার | বর্ণ বিশ্লেষ | ব্যাকরণের আলোচ্য বিষয় | বর্ণব্যবস্থার বিচ্যুতি দেখা যায় না। |
আর্যাবর্তবর্ণনম্ পাঠ্যাংশ হতে কিছু শব্দের অর্থ
শব্দ | প্রথম অর্থ | দ্বিতীয় অর্থ |
---|---|---|
চতুরগোপশোভিতা | i)গ্রামগুলি দক্ষ গোয়ালাদের দ্বারা পূর্ণ | ii)যুদ্ধক্ষেত্রে ঘোড়া দ্বারা শোভিত |
সদাচরণমন্ডনানি | i) সৎ আচরনদ্বারা শোভিত। | ii) সর্বদা চরণ নুপুর অলংকারে শোভিত |
প্রিয়ালপনসারানি | i)পুরুষেরা প্রিয়তমাদের সঙ্গে হাস্য পরিহাসে বার্তা লাপ করত। | ii) প্রিয়াল ও কাঁঠাল গাছ দ্বারা বনগুলি পরিপূর্ণ ছিল |
ধনস্বাপা | i) গভীর নিদ্রা | ii) নীল জলে পূর্ণ |
সতিব্রতাপদশা | i) রমণীগণ পতিপ্রেমের দ্বারা সমস্ত দোষ থেকে মুক্ত। | ii) সূর্য তীব্র দহন দোষে দুষ্ট |
বিপল্লবা | i) পাতা ঝড়ে পড়া | ii) বিপদের কোন সম্ভাবনা নেই |
আর্যাবর্তবর্ণনম্ পাঠ্যাংশ হতে কিছু শব্দের স্বর্গপক্ষে অর্থ ও আর্যাবর্তের ক্ষেত্রে অর্থ
শব্দ | স্বর্গপক্ষে অর্থ | আর্যাবর্তের ক্ষেত্রে অর্থ |
---|---|---|
গৌর্যস্ত্রীয় | i)গৌরী অর্থাৎ দেবী দুর্গা | ii)গৌরী অর্থাৎ শুভ্রবর্ণের রমণি |
মহেশ্বরলোক | i)মহেশ্বর অর্থাৎ শিব | ii)সমৃদ্ধ লোকজন |
সশ্রীকা হরয় | i)লক্ষ্মীর সাথে হরি বর্তমান | ii)ঘরে ঘরে সুন্দর সুন্দর ঘোড়া |
ধনদা | i)ধনপতি কুবের | ii)ধনদাতা লোকজন |
বিণায়ক | i)গনেশ | ii)বিরুদ্ধ নায়ক অর্থাৎ প্রতিদ্বন্দ্বী |
সুরাধিপ | i)ইন্দ্র | ii)মদ্যপানকারী রাজা নেই |
আর্যাবর্তবর্ণনম্ পাঠ্যাংশ হতে ছোট প্রশ্ন ও উত্তরগুলি নিম্নরূপ
১) মুল গ্রন্থের নাম কী?
উঃ- নলচম্পূ।
২) রচয়িতার নাম কী?
উঃ- ত্রিবিক্রমভট্ট।
৩) নলচম্পূ কাব্যটির অপর নাম কি?
উঃ- দময়ন্তীর কথা।
৪) নলচম্পু কাব্যের মূল বিষয়বস্তু কী?
উঃ- রাজা নল ও দময়ন্তীর কাহিনী।
৫) নলচম্পু কাব্যটি কয়টি উচ্ছ্বাসে বিভক্ত?
উঃ- ৭টি। প্রথম উচ্ছ্বাসটি পাঠ্যসূচির অন্তর্গত।
৬) চম্পুকাব্য কাকে বলে? উদাহরণ দাও?
উঃ- গদ্য ও পদ্য এর সংমিশ্রণে রচিত কাব্যকে চম্পূকাব্য বলা হয়-‘গদ্য পদ্য ময়ং কাব্যং চম্পূরিত্য বিধীয়তে’। যেমন- ভোজ রচিত রামায়ণচম্পূ, অনন্তভট্টের ভারতচম্পূ।
৭) আর্যাবর্ত শব্দের অর্থ কী?
উঃ- আর্যদের বাসভূমি বা পবিত্র ভূমি।
৮) নাকলোকস্য শব্দের অর্থ কি?
উঃ- স্বর্গ।
৯) গ্রাম্যকবি কথাবন্ধ ইব নীরশস্য মনোহর- উক্তিটির দুটি অর্থ ব্যাখ্যা কর।
উঃ- গ্রাম্যকবির রচনা যেমন নীরস ব্যক্তির কাছে মনোহর হয়, তেমনই আর্যাবর্ত জল ও শষ্যে পরিপূর্ণ।
১০) ভারতবর্ষের অলংকার কে?
উঃ- আর্যাবর্ত।
১১) পশুপতি কে?
উঃ- মহাদেব।
১২)কুবলয় শব্দটির অর্থ কি?
উঃ- অর্থ হল – নীলপদ্ম।
১৩) গঙ্গার জল কীভাবে শোভিত?
উঃ- স্বর্ণপদ্ম নীলপদ্ম থেকে ঝড়ে পড়া পরাগরেণুতে পীতবর্ণে রঞ্জিত।এবং হংসরূপ অলংকার দ্বারা গঙ্গার জল শোভিত।
১৪) গঙ্গার তীরভূমি কিভাবে শোভা ধারণ করত?
উঃ- গঙ্গার তীরভূমিতে প্রচুর পরিমাণে চকোর, চক্রবাক ও সারসের সমাগম ঘটত। ওই পক্ষিগুলির চিৎকারে গঙ্গার তীরভূমি শোভিত ছিল।
১৫) ভগিরথ কে? তার কীর্তি কী উল্লেখ করো।
উঃ- ভগিরথ হলেন সগর রাজের বংশধর। যিনি স্বর্গীয় গঙ্গাকে মর্ত্যে নিয়ে এসেছিলেন।
১৬) সোপান শব্দের অর্থ কি?
উঃ- সিঁড়ির ধাপ।
১৭) আর্যাবর্তবর্ণনম পাঠ্যাংশে কোন কোন নদীর কথা বলা হয়েছে?
উঃ- আর্যাবর্তবর্ণনম পাঠ্যাংশে চন্দ্রভাগা ও গঙ্গা নদীর নাম রয়েছে।
১৮) আর্যাবর্তবর্ণনম পাঠ্যাংশে বর্ণিত একজন মহাভারতের চরিত্র ও একজন রামায়ণের চরিত্র নাম উল্লেখ করো।
উঃ- মহাভারতের চরিত্র ভীম। রামায়ণের চরিত্র কুম্ভকর্ণ।
১৯) আর্যাবর্তবর্ণনম পাঠ্যাংশে কোন কোন পাখির নাম উল্লেখিত রয়েছে?
উঃ- চকোর, চক্রবাক, সারস ও হংসের দল দেখতে পাওয়া যায়।
২০) গুল্ম বৃদ্ধি দেখা যায় কোথায়?
উঃ-বনভূমিতে।
২১) আর্যাবর্তের প্রজারা কত বছর জীবন ধারণ করেন?
উঃ- আর্যাবর্তের প্রজাগণ সর্বদা ধর্ম কর্মে যুক্ত থাকায় তাদের সমস্ত রোগ দূর হয়েছে। ফলে তারা মানুষের সর্বোচ্চ আয়ু পর্যন্ত জীবন ধারণ করে।
২২) ভূতবিকারবাদ কি?
উঃ- ক্ষিতি,অপ, তেজ,মরুৎ ও ব্যোম -এই পাঁচটি পঞ্চভূত নামে পরিচিত। সাংখ্য দর্শনে আলোচিত এই পঞ্চভূতেই হল ভূতবিকারবাদ।
২৩) কলভ শব্দের অর্থ কি?
উঃ- কলভ শব্দের অর্থ হল- হস্তিশাবক।
২৪) যৌবন ও বর্ণের সঙ্গে তুলনীয় বিশেষণটি কি?
উঃ- প্রিয়ালপনসারিণী।
২৫) বসু কয়জন?
উঃ- বসু ৮ জন। এরা হলেন- ধর, ধ্রুব, সোম,বিষ্ণু, অনিল,অনল,পত্যুষ ও প্রভাস।
২৬) বিমান শব্দটি কোন অর্থটি বহন করছে?
উঃ- দেবযান বা পুষ্পকরথ।
- আর্যাবর্তবর্ণনম্ হতে ছোট প্রশ্ন ও উত্তর
- আর্যাবর্তবর্ণনম্ (ভাবসম্প্রসারণ): দেশঃ পুণ্যতমোদ্দেশঃ কস্যাসৌ ন প্রিয়ো ভবেৎ
- আর্যাবর্তবর্ণনম্ (ভাবসম্প্রসারণ): ভবন্তি ফাল্গুনে মাসি বৃক্ষশাখা বিপল্লবাঃ
- দ্বাদশ শ্রেণীর সংস্কৃত আর্যাবর্তবর্ণনম্ – আর্যাবর্তের বর্ণনা
- আর্যাবর্তবর্ণনম্ পাঠ্যাংশ: প্রজাদের দীর্ঘজীবনের কারণ
- আর্যাবর্তবর্ণনম্: স্বর্গ ও আর্যাবর্তের তুলনা করে আর্যাবর্তের বিশিষ্টতা প্রতিপাদন
- MCQ TEST: আর্যাবর্তবর্ণনম্ – দ্বাদশ শ্রেণী
- দ্বাদশ শ্রেণী সংস্কৃত: আর্যাবর্তবর্ণনম্ (Shorts Questions)