আর্যাবর্তবর্ণনম্ হতে ছোট প্রশ্ন ও উত্তর

উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর সংস্কৃত আর্যাবর্তবর্ণনম্ পাঠ্যাংশ হতে ছোট প্রশ্ন ও উত্তর গুলি দেওয়া হল ।

আর্যাবর্তবর্ণনম্ পাঠ্যাংশ হতে ছোট প্রশ্ন ও উত্তর

উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর সংস্কৃত আর্যাবর্তবর্ণনম্ পাঠ্যাংশ হতে ছোট প্রশ্ন ও উত্তর গুলি দেখার আগে কিছু শব্দের অর্থ ও বিশ্লেষণ দেখা যাক

আর্যাবর্তবর্ণনম্ পাঠ্যাংশ হতে কিছু শব্দের মূল অর্থ ও কোথায় দেখা যায় এবং আর্যাবর্তের ক্ষেত্রে প্রযোজ‍্য অর্থ

মূল শব্দ মূল অর্থ কোথায় দেখা যায় আর্যাবর্তের ক্ষেত্রে প্রযোজ‍্য অর্থ
স্ফোটপ্রবাদশব্দতত্ত্বের আলোচনা।ব‍্যাকরণশাস্ত্রেফোঁড়া,ঘা ইত‍্যাদি দেখা যায় না
গ্রহসংক্রান্তিগ্রহের বিভিন্ন রাশিতে গমনজ্যোতিষ শাস্ত্রেগ্রহের দোষ দেখা যায় না
ভূতবিকারবাদপঞ্চভূতের আলোচনা সাংখ‍্য দর্শনভূত প্রেতের উপদ্রব দেখা যায় না
গুল্ম বৃদ্ধি গুল্ম উদ্ভিদের বৃদ্ধিবনভূমি প্লীহা রোগের উপদ্রব দেখা যায় না
গন্ডকোত্থানং গন্ডারের লাফালাফি পার্বত‍্যবনভূমিচর্মরোগ দেখা যায় না
প্রকৃতি শব্দ বা ক্রিয়াপদের মূল অংশব্যাকরণের আলোচ্য বিষয় প্রজা
নিপাত অব্যয়ব্যাকরণের আলোচ্য বিষয়বংশচ‍্যুতি দেখা যায় না
উপসর্গ উপসর্গ ব্যাকরণের আলোচ্য বিষয় চুরি প্রভৃতি উপদ্রব দেখা যায় না
লোপলোপ ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়মের অবলুপ্তি দেখা যায়না
বর্ণ বিকার বর্ণ বিশ্লেষব্যাকরণের আলোচ্য বিষয়বর্ণব্যবস্থার বিচ‍্যুতি দেখা যায় না।

আর্যাবর্তবর্ণনম্ পাঠ্যাংশ হতে কিছু শব্দের অর্থ

শব্দপ্রথম অর্থদ্বিতীয় অর্থ
চতুরগোপশোভিতাi)গ্রামগুলি দক্ষ গোয়ালাদের দ্বারা পূর্ণii)যুদ্ধক্ষেত্রে ঘোড়া দ্বারা শোভিত
সদাচরণমন্ডনানিi) সৎ আচরনদ্বারা শোভিত।ii) সর্বদা চরণ নুপুর অলংকারে শোভিত
প্রিয়ালপনসারানিi)পুরুষেরা প্রিয়তমাদের সঙ্গে হাস‍্য পরিহাসে বার্তা লাপ করত।ii) প্রিয়াল ও কাঁঠাল গাছ দ্বারা বনগুলি পরিপূর্ণ ছিল
ধনস্বাপাi) গভীর নিদ্রাii) নীল জলে পূর্ণ
সতিব্রতাপদশাi) রমণীগণ পতিপ্রেমের দ্বারা সমস্ত দোষ থেকে মুক্ত।ii) সূর্য তীব্র দহন দোষে দুষ্ট
বিপল্লবাi) পাতা ঝড়ে পড়াii) বিপদের কোন সম্ভাবনা নেই

আর্যাবর্তবর্ণনম্ পাঠ্যাংশ হতে কিছু শব্দের স্বর্গপক্ষে অর্থ ও আর্যাবর্তের ক্ষেত্রে অর্থ

শব্দস্বর্গপক্ষে অর্থআর্যাবর্তের ক্ষেত্রে অর্থ
গৌর্যস্ত্রীয়i)গৌরী অর্থাৎ দেবী দুর্গাii)গৌরী অর্থাৎ শুভ্রবর্ণের রমণি
মহেশ্বরলোকi)মহেশ্বর অর্থাৎ শিবii)সমৃদ্ধ লোকজন
সশ্রীকা হরয়i)লক্ষ্মীর সাথে হরি বর্তমানii)ঘরে ঘরে সুন্দর সুন্দর ঘোড়া
ধনদাi)ধনপতি কুবেরii)ধনদাতা লোকজন
বিণায়কi)গনেশii)বিরুদ্ধ নায়ক অর্থাৎ প্রতিদ্বন্দ্বী
সুরাধিপi)ইন্দ্রii)মদ‍্যপানকারী রাজা নেই

আর্যাবর্তবর্ণনম্ পাঠ্যাংশ হতে ছোট প্রশ্ন ও উত্তরগুলি নিম্নরূপ

১) মুল গ্রন্থের নাম কী?
উঃ- নলচম্পূ।


২) রচয়িতার নাম কী?
উঃ- ত্রিবিক্রমভট্ট।


৩) নলচম্পূ কাব্যটির অপর নাম কি?
উঃ- দময়ন্তীর কথা।


৪) নলচম্পু কাব্যের মূল বিষয়বস্তু কী?
উঃ- রাজা নল ও দময়ন্তীর কাহিনী।


৫) নলচম্পু কাব্যটি কয়টি উচ্ছ্বাসে বিভক্ত?
উঃ- ৭টি। প্রথম উচ্ছ্বাসটি পাঠ‍্যসূচির অন্তর্গত।


৬) চম্পুকাব্য কাকে বলে? উদাহরণ দাও?
উঃ- গদ্য ও পদ্য এর সংমিশ্রণে রচিত কাব্যকে চম্পূকাব‍্য বলা হয়-‘গদ‍্য পদ‍্য ময়ং কাব‍্যং চম্পূরিত‍্য বিধীয়তে’। যেমন- ভোজ রচিত রামায়ণচম্পূ, অনন্তভট্টের ভারতচম্পূ।


৭) আর্যাবর্ত শব্দের অর্থ কী?
উঃ- আর্যদের বাসভূমি বা পবিত্র ভূমি।


৮) নাকলোকস্য শব্দের অর্থ কি?
উঃ- স্বর্গ।


৯) গ্রাম্যকবি কথাবন্ধ ইব নীরশস‍্য মনোহর- উক্তিটির দুটি অর্থ ব্যাখ্যা কর।
উঃ- গ্রাম্যকবির রচনা যেমন নীরস ব্যক্তির কাছে মনোহর হয়, তেমনই আর্যাবর্ত জল ও শষ‍্যে পরিপূর্ণ।


১০) ভারতবর্ষের অলংকার কে?
উঃ- আর্যাবর্ত।


১১) পশুপতি কে?
উঃ- মহাদেব।


১২)কুবলয় শব্দটির অর্থ কি?
উঃ- অর্থ হল – নীলপদ্ম।


১৩) গঙ্গার জল কীভাবে শোভিত?
উঃ- স্বর্ণপদ্ম নীলপদ্ম থেকে ঝড়ে পড়া পরাগরেণুতে পীতবর্ণে রঞ্জিত।এবং হংসরূপ অলংকার দ্বারা গঙ্গার জল শোভিত।


১৪) গঙ্গার তীরভূমি কিভাবে শোভা ধারণ করত?
উঃ- গঙ্গার তীরভূমিতে প্রচুর পরিমাণে চকোর, চক্রবাক ও সারসের সমাগম ঘটত। ওই পক্ষিগুলির চিৎকারে গঙ্গার তীরভূমি শোভিত ছিল।


১৫) ভগিরথ কে? তার কীর্তি কী উল্লেখ করো।
উঃ- ভগিরথ হলেন সগর রাজের বংশধর। যিনি স্বর্গীয় গঙ্গাকে মর্ত‍্যে নিয়ে এসেছিলেন।

১৬) সোপান শব্দের অর্থ কি?
উঃ- সিঁড়ির ধাপ।


১৭) আর্যাবর্তবর্ণনম পাঠ্যাংশে কোন কোন নদীর কথা বলা হয়েছে?
উঃ- আর্যাবর্তবর্ণনম পাঠ্যাংশে চন্দ্রভাগা ও গঙ্গা নদীর নাম রয়েছে।


১৮) আর্যাবর্তবর্ণনম পাঠ‍্যাংশে বর্ণিত একজন মহাভারতের চরিত্র ও একজন রামায়ণের চরিত্র নাম উল্লেখ করো।
উঃ- মহাভারতের চরিত্র ভীম। রামায়ণের চরিত্র কুম্ভকর্ণ।


১৯) আর্যাবর্তবর্ণনম পাঠ্যাংশে কোন কোন পাখির নাম উল্লেখিত রয়েছে?
উঃ- চকোর, চক্রবাক, সারস ও হংসের দল দেখতে পাওয়া যায়।


২০) গুল্ম বৃদ্ধি দেখা যায় কোথায়?
উঃ-বনভূমিতে।


২১) আর্যাবর্তের প্রজারা কত বছর জীবন ধারণ করেন?
উঃ- আর্যাবর্তের প্রজাগণ সর্বদা ধর্ম কর্মে যুক্ত থাকায় তাদের সমস্ত রোগ দূর হয়েছে। ফলে তারা মানুষের সর্বোচ্চ আয়ু পর্যন্ত জীবন ধারণ করে।


২২) ভূতবিকারবাদ কি?
উঃ- ক্ষিতি,অপ, তেজ,মরুৎ ও ব্যোম -এই পাঁচটি পঞ্চভূত নামে পরিচিত। সাংখ্য দর্শনে আলোচিত এই পঞ্চভূতেই হল ভূতবিকারবাদ।


২৩) কলভ শব্দের অর্থ কি?
উঃ- কলভ শব্দের অর্থ হল- হস্তিশাবক।


২৪) যৌবন ও বর্ণের সঙ্গে তুলনীয় বিশেষণটি কি?
উঃ- প্রিয়ালপনসারিণী।


২৫) বসু কয়জন?
উঃ- বসু ৮ জন। এরা হলেন- ধর, ধ্রুব, সোম,বিষ্ণু, অনিল,অনল,পত‍্যুষ ও প্রভাস।


২৬) বিমান শব্দটি কোন অর্থটি বহন করছে?
উঃ- দেবযান বা পুষ্পকরথ।

Comments