কর্তা ও ক্রিয়ার সমন্বয়

সংস্কৃত ব্যাকরণের মধ্যে কর্তা ও ক্রিয়ার সমন্বয় সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে অনেক ধোঁয়াশা আছে। আজকের পোস্টে এই কর্তা ও ক্রিয়ার সমন্বয় সম্পর্কে আলোচনা করবো।

কর্তা ও ক্রিয়ার সমন্বয় সম্পর্কে আলোচনা

(১) অস্মদ্ অর্থাৎ অহম্, আবাম্ বা বয়ম্ কর্তা হলে ক্রিয়ায় উত্তম পুরুষের বিভক্তি হয়। যুষ্মদ্ অর্থাৎ ত্বম্, যুবাম্ বা যূয়ম্ কর্তা হলে ক্রিয়ার মধ্যম পুরুষের বিভক্তি হয়। অস্মদ্ ও যুষ্মদ্ ভিন্ন অর্থাৎ সঃ, তৌ, তে, নরঃ, নরৌ, নরাঃ ইত্যাদি কর্তা হলে ক্রিয়ায় প্রথম পুরুষের বিভক্তি হয়। যথা- অহং গচ্ছামি, ত্বং গচ্ছসি, স গচ্ছতি।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচন সঃ /নরঃত্বম্অহম্
দ্বিবচন তৌ /নরৌযুবাম্ আবাম্
বহুবচন তে / নরাঃযূয়ম্বয়ম্

(২) কর্তায় প্রথমার একবচন থাকলে ক্রিয়াতে একবচনের বিভক্তি হয়, কর্তায় প্রথমার দ্বিবচন থাকলে ক্রিয়াতেও দ্বিবচনের বিভক্তি হয় এবং কর্তায় প্রথমার বহুবচন থাকলে ক্রিয়াতেও বহুবচনের বিভক্তি হয়। যথা-অহং করোমি, আবাং কুর্বঃ, বয়ং কুর্মঃ, শিশবঃ খেলন্তি। 

(৩) যদি একই ক্রিয়ার দুই বা বহু কর্তা থাকে, সেক্ষেত্রে প্রত্যেক কর্তার বচন ধরে সমুদায়ে যে বচন হয়, ক্রিয়ারও সেই বচন হয়। অর্থাৎ ক্রিয়ার বচন কর্তৃপদসমূহের সমষ্টিদ্বারা নিয়ন্ত্রিত হবে। যথা- অশ্বৌ গজশ্চ গচ্ছন্তি, দেবদত্তঃ যজ্ঞদত্তঃ সোমদত্তশ্চ গচ্ছন্তি, দেবদত্তঃ যজ্ঞদত্তশ্চ গচ্ছতঃ।

(৪) একবচনে অনেকগুলি কর্তা থাকলে, ক্রিয়া একবচনও হয়, যথা- দেবদত্তঃ যজ্ঞদত্তঃ সোমদত্তশ্চ গচ্ছতি, দেবদত্তঃ যজ্ঞদত্তশ্চ গচ্ছতি।

(৫) কখনও আবার নিকটবর্তী কর্তা-অনুসারে ক্রিয়া হয়, যথা- “অহশ্চ রাত্রিশ্চ উভে চ সন্ধ্যে ধর্মোঽপি  জানাতি নরস্য বৃত্তম্”।

(৬) যদি একই ক্রিয়ার কর্তা প্রথম ও উত্তম পুরুষের বা মধ্যম ও উত্তম পুরুষের অথবা প্রথম, মধ্যম ও উত্তম পুরুষের হয়, সেক্ষেত্রে ক্রিয়াপদটি উত্তম পুরুষের হয়। যথা-দেবদত্তঃ অহং চ গমিষ্যাবঃ, ত্বম্ অহং চ গমিষ্যাবঃ, দেবদত্তঃ ত্বম্ অহং চ গমিষ্যামঃ।

(৭) যদি একই ক্রিয়ার কর্তা প্রথম ও মধ্যম পুরুষের হয়, সেক্ষেত্রে ক্রিয়াপদটি মধ্যম পুরুষের হয়, যথা-দেবদত্তঃ ত্বং চ গচ্ছতম্, দেবদত্তঃ যজ্ঞদত্তঃ ত্বং চ গচ্ছত।

(৮) যদি একই ক্রিয়ার দুই বা দুই-র অধিক বিভিন্ন পুরুষের কর্তা ‘বা’-এই অব্যয়ের দ্বারা যুক্ত থাকে, তাহলে ক্রিয়ার অব্যবহিত পূর্বে যে কর্তৃপদ থাকে, তার পুরুষ ও বচন অনুসারে ক্রিয়ার পুরুষ ও বচন হয়। যথা-দেবদত্তঃ অহং বা গমিষ্যামি। স ত্বং বা গমিষ্যসি। তে বালকাঃ ইয়ং বালিকা বা গমিষ্যতি।

(৯) যখন বাক্যের মধ্যে ‘বা’ থাকে ও প্রত্যেকটি কর্তা একবচন হয়, তখন ক্রিয়াটিও একবচন হবে। যথা-দেবদত্তঃ যজ্ঞদত্তঃ সোমদত্তঃ বা গচ্ছতু।

Comments