পত্রাচার দ্বারা সংস্কৃতম্ ‘ সম্পূর্ণভাবে সংস্কৃতভারতী দ্বারা পরিচালিত একটি দূরশিক্ষণ পাঠব্যবস্থা। যার লক্ষ্য হল যারা নিয়মিত কক্ষাতে ভাগগ্রহণ করতে সমর্থ নন অথচ সংস্কৃত জ্ঞানার্জনে উৎসাহী তার যাতে ঘরে বসে সংস্কৃতের জ্ঞান অর্জন করতে পারেন তার জন্য একটি উৎকৃষ্ট যোজনা।
Table of Contents
পত্রাচার দ্বারা সংস্কৃতম্
পত্রাচার দ্বারা সংস্কৃতম্ কোর্সের চারটি সোপান।
১. প্রবেশ
২. পরিচয়
৩. শিক্ষা
৪. কোবিদ্ ।
✍️মেয়াদ ২ বছর,
অর্থাৎ ৬ x ৪ = ২৪ মাস।
✍️প্রতি সোপানের জন্য ৬ মাস অন্তর পরীক্ষা হবে ।
✍️ পরীক্ষাতে পাশ করলে certificate ও প্রদান করা হবে।
✍️প্রতি সোপানের জন্য আবেদন পত্র পূরণ করতে হবে।
✍️প্রতি সোপানের জন্য একটি করে বই দেওয়া হবে।
বইটি post দ্বারা পাঠানোর ব্যবস্থা আছে।
✍️আবেদন পত্র পূরণ করার সময় ৩৩০ টাকা জমা দিতে হয়। এখানে বই এর দাম 300 টাকা। পোস্টাল চার্জ 30 টাকা।
✍️আবেদন পত্রে a/c no দেওয়া আছে।
https://www.facebook.com/watch/?v=509916027067120
সংস্কৃত ভারতী দক্ষিণবঙ্গ পত্রাচার বিভাগ
সংস্কৃত সম্ভাষণের প্রথম পাঠ-(सम्भाषणम् -Spoken Sanskrit)
সংস্কৃত সম্ভাষণের প্রথম পাঠ- ১
সংস্কৃত শিক্ষা কেন্দ্র ও MODERN SANSKRIT এর উদ্দ্যোগে Sanskrit SSC (SLST) পরীক্ষা প্রস্তুতি
Sanskrit SSC (SLST) পরীক্ষা প্রস্তুতি