BEST SANSKRIT WBCSSC SLST MODEL QUESTION PAPER | SLST / SSC MCQ TEST
SANSKRIT SSC MODEL SET
রামায়ণ রচনার অন্তরালে কী ঘটনা ছিল?
বাল্মীকির প্রতিভায় প্রথম ক্রৌঞ্চীর বেদনামহিত করুণ শোক ছন্দোবদ্ধ শ্লোকাকারে বাণীরূপ লাভ করে। এই ছন্দোবদ্ধ শ্লোকে তিনি আদিকাব্য রামায়ণ রচনা করেন।
রামায়ণ ও মহাভারতের মধ্যে কোনটি আগে রচিত হয়? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
রামায়ণ মহাভারতের অনেক আগে রচিত হয় কারণ মহাভারতে দ্রোনপর্বে রামায়নের শ্লোকের উল্লেখ, হরিবংশে রামকাহিনী অবলম্বনে নাট্যাভিনয়ের উল্লেখ, অবতার কৃষ্ণ
অপেক্ষা পূর্ববর্তী, রামায়ণের সভ্যতা মহাভারতের সভ্যতা অপেক্ষা প্রাচীন, রামায়ণের পূর্ববংশ, চন্দ্রবংশ অপেক্ষা প্রচীনতর।
রামায়ণ অবলম্বনে রচিত ভাস ও ভবভূতির নাটকগুলির নাম লিখ।
রামায়ণ অবলম্বনে রচিত ভাসের নাটক প্রতিমা ও অভিযোগ এবং ভবভূতির লেখা নাটক উত্তর রামচরিত ও মহাবীরচরিত ।
প্রকরণ শ্রেণির দুটি দৃশ্যকাব্যের নাম লিখ। সেদুটির লেখক কে কে?
প্রকরণ শ্রেণির দুটি দৃশ্যকাব্য হল শূদ্রকরচিত মৃচ্ছকটিক ও ভবভূতি রচিত মালতি মাধব।
মহাভারতের যে সব কাহিনী অবলম্বনে পরবর্তীকালে নাটক রচিত হয়েছে সেরকম দুটি নাটকের নাম লিখুন। নাটকদুটির নাট্যকারের নাম উল্লেখ করুন।
কালিদাসকৃত অভিজ্ঞানশকুন্তলম্ এবং ভাস রচিত দূত বাক্য।
পালিভাষায় রচিত যেসব প্রাচীন গ্রন্থে রামায়ণের কাহিনী বর্ণিত হয়েছে সে রকম দুটি গ্রন্থের নাম লিখ।
পালিভাষায় রচিত বৌদ্ধদের প্রাচীন গ্রন্থ পালিজাতক ‘জাতককত্থকন্ননা’ এবং ‘সুত্তপিটকের’ খুদ্দকনিকায় গ্রন্থে রামায়ণের কাহিনী বর্ণিত হয়েছে
বাংলা, হিন্দি, তামিল ও নেপালী ভাষায় রচিত রামায়নের নাম লিখ। এগুলির রচয়িতা কারা?
বাংলা – কৃত্তিবাসওঝার
রামায়ণ হিন্দি – তুলসীদাসের রাম রচিত মানস
তামিল – কম্বরামায়ণ
নেপালী – ভানুভক্তের নেপালী রামায়ণ
BEST SANSKRIT WBCSSC (SLST) MODEL QUESTION PAPER 1
বাল্মীকি রামায়নের দুটি প্রসিদ্ধ টীকা ও টীকাকারের নাম লিখ।
রামানুজের – রামানুজীয় টীকা
বিদ্যানাথ দীক্ষিত – রামায়ণ দীপিকা
সংস্কৃত সাহিত্যের একটি বিয়োগান্ত নাটক ও নাট্যশাস্ত্রের নাম লিখ। এই নাট্যকারের আরো দুটি দৃশ্যকাব্যের নাম লিখ।
ভাসের – উরুভঙ্গ দূতবাক্য, দূতঘটোৎকচ।
মৃচ্ছকটিক কোন শ্রেণির দৃশ্যকাব্য? এই নাটকের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন।
মৃচ্ছকটিক দশ অঙ্কের প্রকরণ শ্রেণির দৃশ্যকাব্য
১. মৃচ্ছকটিক নাটকটি হল মূলত মধ্যবিত্তপরিবারের কাহিনী ।
২. এই নাটকটিতে প্রণয়কাহিনী সাথে রাজনীতির অপূর্ব মিশ্রণ ঘটেছে।
পদ্মপ্রাভৃতক কার লেখা কী ধরনের রচনা?
পদ্মপ্রাভৃতক শূদ্রকের লেখা একাঙ্গ ভান জাতীয় রূপক
নাটকগুলির রচয়িতাদের নাম লেখ।
বেণীসংহার – ভট্টনারায়ণ
প্রবোধচন্দোদয় – শ্রীকৃষ্ণমিশ্র
হনুমান্নাটক – দামোদর মিশ্র
কন্ব কীভাবে শকুন্তলার বিবাহের কথা জানতে পারেন?
সোমতীর্থ থেকে ফিরে যখন আশ্রমে এসে কন্ব অগ্নিশালায় প্রবেশ করেন এমন এক অশরীরী ছন্দোময়ী বাণী তাকে জানান যে
শকুন্তলা দুষ্যন্ত কর্তৃক বিবাহিতা এবং সে দুষ্যন্তের ঔরস সন্তান গর্ভে ধারণ করছে।
গূঢ়ং হি দাহাত্মকমস্তি তেজঃ’ – কথাটিতে কাদের তোজর কথা বলা হয়েছে? এই তেজের কথা কে কোথায় উল্লেখ করেছেন?
অভিজ্ঞানশকুন্তলম্ নাটকটির উৎস কী? নাট্যকার সেই কাহিনীতে যে পরিবর্তন এনেছেন তার প্রকটি উল্লেখ কর।
অভিজ্ঞান শকুন্তলম্ নাটকটির উৎস হল মহাভারত ও পুরাণ।
এই কাহিনীতে নাট্যকার দুর্বাসার অভিশাপ সংযোজন করে নাটকের পরিবর্তন এনেছেন।
সিদ্ধরূপ
শাস্ + শতৃ = শাসত্
মন্ + শানচ্ = মন্যমান
বস্ + ক্তাচ্ = উষিত্বা
সম্ -গ্রহ + ল্যপ্ = সংগৃহ্য
শব্দরূপ
অক্ষি সপ্তমী একবচন = অক্ষি
ভবত্ + ষষ্ঠী বহুবচন = ভবতাম্
পয়স্ + তৃতীয়া একবচন = পয়সী
অক্ষন্ প্রথমা = অষ্ট
একপদ
যবনানাং লিপি = যবনানী
গজানাং সমূহঃ = গজতাঃ
কুম্ভং করোতি ইতি = কুম্ভকারঃ
রাষ্ট্রেভবঃ = রাষ্ট্রীয়ঃ
ধাতুরূপ
গম্ + লিট্ প্রথমপুরুষ একবচন = জগ্মুঃ
সদ্ + লঙ্ প্রথমপুরুষ একবচন = অসীদৎ
মৃ + লৃট্ প্রথম পুরুষ একবচন = মরিষ্যতি
লভ্ + লোট্ মধ্যম পুরুষ দ্বিবচনম্ = লভেথাম
সন্ধি
বি + ছেদঃ = বিচ্ছেদঃ
নরাঃ + গতাঃ = নরাগতাঃ
মাতঃ + রক্ষতু = মাতারক্ষতু
বাক্যে উদাহরণ
ল্যপ্ লোপে কর্মনি পঞ্চমী – রাজা প্রাসাদাৎ পশ্যতি
সমাহার দ্বন্দ্ব = পাণী চ পাদৌ চ পাণিপাদম্
কারণ
আসনাত্ পশ্যতি যোগী = ল্যাপ্ লোপে কর্মন্যধিকরনে ‘চ’ সূত্রানুসারে আসনাত্ পদে অধিকরনে পঞ্চমী হয়েছে।
একাদশীম্ উপবসতি মাতা – ‘কালাধ্বনোরত্যন্ত সংযোগে – সূত্রানুসারে একাদশীম্ পদে ব্যাপ্তার্থে দ্বিতীয়া হয়েছে।
অর্থপার্থক্য
পুষ্পানি স্পৃহয়তি (প্রবল ইচ্ছা বোঝালে) – বিপ্রঃ পুষ্পানি স্পৃহয়তি।
পুষ্পেভ্যঃ স্পৃহয়তি (সামান্য ইচ্ছা বোঝালে) – বালিকা পুষ্পেভ্যঃ স্পৃহয়তি।
ব্যাসবাক্যসহ সমাস
শূলপানিঃ
বধূবরম্ – বধুঃচ বরম্ চ
প্রকৃতি প্রত্যয়
মুক্তা = সুচ্ + ক্তাচ্
আহূয় = অ + হ্বে + ল্যপ্
বৈয়াসকি = ব্যাস + চক
দানম্ = দা + ল্যুট
অশুদ্ধি সংশোধন
তে মাতা সন্ন্যাসীং অপশ্যত্
–
তব মাতা সন্ন্যাসীম্ অপশ্যৎ।
নদী স্রোতেন নীতম্ পত্রানি
– নদী স্রোতসা নীতম্ পত্রানি
বিকল্প
অল্পীয়স্ … অল্পতর
শ্রেষ্ঠ .. প্রশস্যতম
JOIN OUR FACEBOOK PAGE