ঈয়সুন্, ইষ্ঠন্, তরপ্ ও তমপ্ প্রত‍্যয়

ঈয়সুন্, ইষ্ঠন্, তরপ্ ও তমপ্ প্রত‍্যয়:- এই প্রত‍্যয় গুলিকে তুলনা মূলক প্রত‍্যয় বলে।

ঈয়সুন্, ইষ্ঠন্, তরপ্ ও তমপ্ প্রত‍্যয়

এই ঈয়সুন্, ইষ্ঠন্, তরপ্ ও তমপ্ প্রত‍্যয়:- প্রত‍্যয় গুলিকে তুলনা মূলক প্রত‍্যয় বলে।

i) ঈয়সুন প্রত‍্যয়:-

যদি দুজনের মধ‍্যে তুলনা করা বোঝায়, তাহলে শব্দের সঙ্গে এই প্রত‍্যয় যুক্ত হয়, এই প্রত‍্যয়ের শেষে ঈয়স্ থাকে।

ii) ইষ্ঠন্ প্রত‍্যয়:-

যদি বহুর মধ‍্যে তুলনা করা বোঝায়, তাহলে শব্দের সঙ্গে ইষ্ঠন্ প্রত‍্যয় যুক্ত হয়। এই প্রত‍্যয়ের শেষে ইষ্ঠ থাকে।

শব্দঈয়সুন্(ঈয়স্)ইষ্ঠন্(ইষ্ঠ)
গুরুগরীয়স্গরিষ্ঠ
লঘুলঘীয়স্লঘিষ্ঠ
যুবন্যবীয়স্যবিষ্ঠ
ঊরু(বর)বরীয়স্বরিষ্ঠ
বহু(ভূয়)ভূয়স্ভূয়িষ্ঠ
পৃথুপ্রথীয়স্প্রথিষ্ঠ
দৃঢ়দ্রঢ়ীয়স্দ্রঢ়িষ্ঠ
প্রশস‍্যশ্রেয়স্শ্রেষ্ঠ
প্রিয়প্রেয়স্প্রেষ্ঠ
দীর্ঘদ্রাঘীয়স্দ্রাঘিষ্ঠ
মহৎমহীয়স্মহিষ্ঠ

iii) তরপ্ ও তরম্ প্রত‍্যয় :-

তরপ্ প্রত‍্যয়ে শব্দের শেষে তর এবং তমপ্ প্রত‍্যয়ের শব্দের শেষে তম্ যুক্ত হয়।

শব্দতরপ্(তর)তমপ্(তম্)
গুরুগুরুতরগুরুতম
পটুপটুতরপটুতম
লঘুলঘুতরলঘুতম
দৃঢ়দৃঢ়তরদৃঢ়তম
ক্ষুদ্রক্ষুদ্রতরক্ষুদ্রতম
দূরদূরতরদূরতম
প্রিয়প্রিয়তরপ্রিয়তম
বহুবহুতরবহুতম
Comments