উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) কর্তৃক প্রকাশিত দ্বাদশ শ্রেণীর সংস্কৃত উচ্চ মাধ্যমিক সংস্কৃত বৈদিক সাহিত্যের ইতিহাসের আর্যভট্ট (Aryabhata) সম্পর্কে প্রবন্ধ রচনা বিষয়বস্তু সংক্ষেপে বর্ণনা করো অথবা আর্যভট্ট কেন বিখ্যাত ছিলেন ? গণিতজ্ঞ arjovotto
আর্যভট্ট সম্পর্কে প্রবন্ধ রচনা
জন্ম | অশ্মকা |
উচ্চশিক্ষা | নালন্দা বিশ্ববিদ্যালয়ে |
প্রধান অবদান | জ্যোতির্বিদ্যার প্রকৃত প্রতিষ্ঠাতা |
রচনাবলি | (১) আর্যভট্টীয়, (২) আর্যাষ্টশতক (৩) দশগীতিকাসূত্র। |
উ: প্রাচীন ভারতীয় সিদ্ধান্ত জ্যোতির্বিদ্যার প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন আর্যভট্ট (arjovotto)। তিনি ৪৭৬ খ্রীস্টাব্দে পাটলিপুত্রে জন্মগ্রহন করেন। জ্যোতির্বিদ সমাজে ইনি প্রথম আর্যভট্ট নামে পরিচিত। পৃথিবী সূর্যের চতুর্দিকে আবর্তন করে এই সত্য তিনিই প্রথম আবিষ্কার করেন।
আর্যভট্টের রচনাবলি বা রচিত গ্রন্থের নাম কি
আর্যভট্ট খ্রিস্টীয় পঞ্চম শতকের শেষভাগে তাঁর গ্রন্থ রচনা করেন। তাঁর রচনাবলির মধ্যে তিনটি আমরা পাই। যথা-
- (১) আর্যভট্টীয়
- (২) আর্যাষ্টশতক
- (৩) দশগীতিকাসূত্র।
আর্যভট্টীয় নামে গ্রন্থটি আর্যভট্টের তরুণ বয়সের রচনা বলে মনে করা হয়। ভারতীয় জ্যোতির্বিদ্যা বিষয়ক গ্রন্থের মধ্যে আর্যভট্টীয় প্রাচীনতম ও বিশিষ্ট গ্রন্থরূপে পরিচিত। তবে কোনো কোনো স্থলে গ্রন্থটি ‘আর্যভট্টতন্ত্র’ রূপেও উল্লিখিত হয়েছে।
আর্যাষ্টশতক
আর্যাষ্টশতক রচনাটি আবার তিনটি পরিচ্ছেদে বিভক্ত –
- (১) গণিতপাদ,
- (২) কালক্রিয়াপাদ
- (৩) গোলপাদ
(১) গণিতপাদ—
এই পরিচ্ছেদে ৩৩টি শ্লোক আছে। এখানে রয়েছে জ্যামিতিক চিত্র এবং তার ধর্ম, সুদকষা, সরল সমীকরণ, সহ সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, পাটীগণিতের পদ্ধতিতে বর্গমূল, ঘনমূল নির্ণয় ইত্যাদি।
(২) কালক্রিয়াপাদ—
এই পরিচ্ছেদে ২৫টি শ্লোক আছে। এখানে সময়ের বিভিন্ন একক, যেমন বছর, মাস, দিন প্রভৃতির আলোচনা করা হয়েছে।
(৩) গোলপাদ –
এই পরিচ্ছেদে ৫০টি শ্লোক আছে। এখানে জ্যোতির্বিজ্ঞানের বিষয় আলোচিত হয়েছে।
এখানে সূর্য চন্দ্র ও অন্যান্য গ্রহের গতি নিয়ে আলোচনা করা হয়েছে।
আর্যভট্ট কেন বিখ্যাত ছিলেন
আর্যভট্ট প্রথম সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সঠিক কারণ নির্দেশ করেন। প্রাচীন ভারতের অবিস্মরণীয় গণিতজ্ঞ ও জ্যোতির্বিদরূপে আর্যভট্টের নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে।
তিনি প্রাচীন বেদাঙ্গ জ্যোতিষের প্রচলিত পদ্ধতির সংস্কার সাধন করে স্বকীয় সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেন। তিনিই প্রথম কলিযুগের আরম্ভকাল নির্ণয় করেন।
আর্যভট্ট সংস্কৃত বর্ণমালার অক্ষরগুলির নির্দিষ্ট মান বিন্যাস করে তার দ্বারা সংখ্যা গণনার এক অভিনব পদ্ধতি আবিষ্কার করেন এবং নিজের গ্রন্থে তার প্রয়োগ করেন।
তাঁর টীকাকারগণের মধ্যে অন্যতম হলেন লাটদেব, ও প্রথমভাস্কর।
Aryabhata – Wikipedia
তথ্য সুত্র – Aryabhata Wikipedia
বৈদিক সাহিত্যের অন্য পোস্টগুলি পড়ুন
উচ্চ মাধ্যমিক সংস্কৃত – জ্যোতির্বিদ্যা ও গণিত
- আর্যভট্ট ও ভারতীয় গনিত
- দ্বিতীয় ভাস্করাচার্য : ভারতীয় গণিতজ্ঞ
- ভারতীয় জ্যোতির্বিদ: ব্রহ্মগুপ্ত
- প্রাচীন ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি সাহিত্যের ধারনা
- আর্যভট্ট সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা
- বরাহমিহির-প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী
- (টীকা) আর্যভট্ট – উচ্চ মাধ্যমিক সংস্কৃত
আর্যভট্টীয়
প্রাচীন ভারতীয় জ্যোতির্বিদ্যার প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন আর্যভট্ট