কর্মযোগ হতে ভাবসম্প্রসারণ:- স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহঃ

ভাবসম্প্রসারণ ১) স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহঃ । উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর সংস্কৃত কর্মযোগ ভাবসম্প্রসারণ ।

স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহঃ (কর্মযোগ হতে ভাবসম্প্রসারণ)

স্বধর্ম শব্দের অর্থ নিজধর্ম বা নিজ জাতির ধর্ম। মানুষ সমাজের নিয়মকানন মেনে চলে।কিন্তু মানুষ অনেক সময় অন্যের আচরণ বা কর্মকে মহত্তর বলে মনে করে, নিজেদের রীতিনীতি কে অপছন্দ করে। কিন্তু এটা করা উচিত নয়।যােদ্ধা যদি যুদ্ধক্ষেত্র ত্যাগ করে অধ্যয়ন করতে চায় তাহলে তা অত্যন্ত্য বিপর্যয় কর। এছাড়া প্রাণীরা নিজের ধর্ম ত্যাগ করে অন্য প্রাণীর ধর্ম গ্রহণ করে তবে অত্যন্ত ভয়ংকর হবে।

সুতরাং নিজের ধর্ম পালন করতে গিয়ে যদি মৃত্যুও হয় তাহলেও তার নিজের ধর্ম ত্যাগ করা উচিত নয়, কারন পরধর্ম ভয়াবহ।

আরো অন্যান্য প্রশ্ন ও উত্তর গুলি —

উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী সংস্কৃত কর্মযোগ প্রশ্নগুলি

Comments