ভাষাতত্ত্ব হতে বর্ণবিপর্যয় (Metathesis) সম্পর্কে টিকা রচনা করা হল ।
ভাষাতত্ত্ব হতে বর্ণ বিপর্যয় সম্পর্কে টিকা
দ্রুত উচ্চারণের সময়ে পরস্পর সন্নিহিত দুটি ধ্বনির পারম্পর্য অনেক সময় ব্যহত হয়। অর্থাৎ তারা উভয়ে স্থান পরিবর্তন করে একে তারা উভয়ে স্থান পরিবর্তন করে একে অপরের স্থানে উচ্চারিত হয়।এই প্রক্রিয়ার নাম বর্ণ বিপর্যয়।
সংস্কৃত ভাষায় বর্ণ বিপর্যয়ের বহুল দৃষ্টান্ত
যেমন-
(সংস্কৃত) Baranasi(বারানসী) > | (প্রাদেশিক) Benarasi(বেনারসী) |
(বৈদিক) vamri(বম্রী) > | (সংস্কৃত) valmika (বল্মীক) |
(সংস্কৃত) Himsa+ac(হিংসা + অচ্) > | Simha(সিংহ) |
অন্যান্য উদাহরণ গুলি হল-
Iba > (প্রাকৃতি) Bio
Hrada (হ্রদ) > (প্রাকৃতি) Daha (দহ)
বাংলা ভাষায় বর্ণ বিপর্যয়ের বহুল দৃষ্টান্ত
ইত্যাদি বাংলা ভাষায় বর্ণ বিপর্যয়ের বহুল দৃষ্টান্ত দেখা যায়। যেমন-
Riksa(রিক্সা) > Riska (রিস্কা)
Baksa(বাক্স)> Baska (বাস্ক)
Mukut (মুকুট্) > Mutuk(মুটুক্)
alana(আলনা) > anala(আনলা)
বর্ণবিপর্যয়ে আগের বর্ণটি পরে এবং পরেরটি আগে উচ্চারিত হয়।
Comments