একাদশ শ্রেণীর সংস্কৃত বই ( Class 11 Sanskrit book 📙) হতে সিলেবাস অনুসারে গদ্যাংশ, পদ্যাংশ, নাট্যাংশ, সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ হতে একাদশ শ্রেণীর সংস্কৃত MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর গুলি চাইছো, তাহলে এখানে সব পাবে । একাদশ শ্রেণীর সংস্কৃত বড় প্রশ্ন উত্তর গুলির লিংক দেওয়া আছে ।
পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর সংস্কৃত সিলেবাস ( West Bengal Class 11 / Eleven Sanskrit Syllabus ) নিচে দেওয়া হল। পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর সংস্কৃত MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তরগুলি লিংকে ক্লিক করে দেখতে পাবে। একাদশ শ্রেণীর সংস্কৃত (Class 11 Sanskrit) পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেওয়া আছে। তোমরা যারা একাদশ শ্রেণির একাদশ শ্রেণীর সংস্কৃত (Class 11 Sanskrit) খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া লিংক গুলি ক্লিক করতে পারো। একাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষাতে কোশ্চেনগুলি কেমন আসে তার নমুনা দেওয়া হল।
একাদশ শ্রেণির পাঠ্যসূচি- NEW SYLLABUS 2024
SEMESTER – I , FULL MARKS :- 40
সংস্কৃত সাহিত্য (Sanskrit Literature)
Part I
- গদ্য (Prose):– উপমন্যুকথা ( বৈয়াসকি-মহাভারেতর আদিপর্বের নির্বাচিত অংশ অবলম্বনে) ।
- পদ্য (Poetry/Verse) :– বর্ষাবর্ণনম্ ( বাল্মীকি রামায়ণের কিষ্কিন্ধ্যা কান্ডের অংশ বিশেষ )।
- দৃশ্য কাব্য (Drama):– কৃপণঃ কপালী (শ্রীজীব ন্যায়তীর্থ কৃত “চিপিটকচর্বনম্” -এর নির্বাচিত অংশ )।
Part II
সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস
- সন্ধি :- স্বরসন্ধি ( সবর্ণদীর্ঘ , গুণ ও বৃদ্ধি। ) এবং ব্যঞ্জনসন্ধি ( শ্চুত্ব, ষ্টুত্ব ও জশ্ ত্ব) ।
- শব্দরূপ :- 1) অজন্ত শব্দ – বালক, লতা, ফল, কবি, মতি, বারি, নদী এবং এই শব্দগুলির সমতুল অন্যান্য শব্দ। 2) সাংখ্যবাচক শব্দ – এক, দ্বি ( তিন লিঙ্গে)। 3) সর্বনাম শব্দ – অস্মদ ও যুষ্মদ্ ।
- ধাতুরুপ :- লট্, লঙ্ ও লৃট্ এই তিন লকারে পরস্মৈপদী ধাতু – ভূ, গম্, কৃ, পূজ্। ।
- প্রত্যয় :- ক্ত, ক্তবতু, ক্ত্বা, ল্যপ্, ক্তিন্ প্রত্যয়।
- সংস্কৃত সাহিত্যের ইতিহাস :- 1) বৈদিক সাহিত্য (সংক্ষিপ্ত পরিচয়) – ঋগ্বেদ, সমবেদ 2) বাল্মীকি রামায়ণ (রচয়িতা ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয়) 3) গল্পসাহিত্য (রচয়িতা ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয়) – পঞ্চতন্ত্র , হিতোপদেশ , কথাসরিতসাগর।
SEMESTER – II , FULL MARKS :- 40
সংস্কৃত সাহিত্য (Sanskrit Literature)
Part I
- গদ্য (Prose):– প্রতিজ্ঞাসাধনম্ (পণ্ডিত অম্বিকাদত্ত ব্যাস রচিত ‘শিবরাজবিজয়ম্’ এর অংশ বিশেষ)।
- পদ্য (Poetry/Verse) :– ঋতুচর্যা (‘চরকসংহিতা’র নির্বাচিত অংশ)।
- দৃশ্য কাব্য (Drama):– দানবীরঃ কর্ণঃ (মহাকবি-ভাস-রচিত ‘কর্ণভারম্’ রূপকের অংশ)।
Part II
সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস
- সন্ধি :- স্বরসন্ধি ( যণ, অয়াদি ), ব্যঞ্জনসন্ধি ( অনুস্বার, পরসবর্ণ) এবং বিসর্গসন্ধি (উত্ব, রুত্ব, লোপ, বিসর্গস্থানেস্, শু, স্) ।
- শব্দরূপ :- 1) অজন্ত শব্দ – শিশু, ধেনু, মধু, মাতৃ, পিতৃ এবং এই শব্দগুলির সমতুল অন্যান্য শব্দ। 2) হলন্ত শব্দ – রাজন্ , ভবৎ, কর্মন্, পথিন্ , গুণিন্, দিশ্, আত্মন্ এবং এই শব্দগুলির সমতুল অন্যান্য শব্দ। 3) সাংখ্যবাচক শব্দ – ত্রি, চতুঃ (তিন লিঙ্গে)। 3) সর্বনাম শব্দ – সর্ব, তদ্, ইদম্, কিম্ (তিন লিঙ্গে) ।
- ধাতুরুপ :- লট্, লঙ্ ও ল্ট- এই তিন লকারে পরস্মৈপদী ধাতু – দা, স্থা, শ্রু, দৃশ্ ।
- প্রত্যয় :- তুমুন্, শতৃ, শানচ্, কৃত্য প্রত্যয়।
- বৈদিক, জাতীয় মহাকাব্য ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস :- 1) বৈদিক সাহিত্য (সংক্ষিপ্ত পরিচয়) – যজুর্বেদ, অথর্ববেদ ও বেদাঙ্গ। 2) বৈয়াসিক-মহাভারত (রচয়িতা ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয়)। 3) সংস্কৃত গীতিকাব্য (রচয়িতা ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয়) – গীতগোবিন্দ ও মেঘদূত।
একাদশ শ্রেণীর সংস্কৃত বই সিলেবাস অনুসারে বড় প্রশ্ন উত্তর (Question Answer according to The Sanskrit OLD Syllabus of Class XI)
উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর । পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বা একাদশ শ্রেণীর সংস্কৃত – Class 11 Sanskrit Syllabus নিচে দেওয়া হয়েছে।
একাদশ শ্রেণীর সংস্কৃত সিলেবাস অনুসারে গদ্যাংশ (Prose according to the Sanskrit syllabus of class XI)
একাদশ শ্রেণীর সংস্কৃত সিলেবাস অনুসারে গদ্যাংশ দুটি হল- 1. ব্রাহ্মণচৌরপিশাচকথা (বিষ্ণুশর্মা) 2. দশকুমারচরিতম্ (দণ্ডী)। নিম্নে এই গদ্যাংশ দুটির লিংক দেওয়া হল -এখানে গদ্যাংশ দুটির সম্পূর্ণ বর্ণনা, ছোট প্রশ্ন, MCQ TEST, বড় প্রশ্ন ও ভাবসম্প্রসারন গুলি দেওয়া আছে ।
একাদশ শ্রেণীর সংস্কৃত সিলেবাস অনুসারে পদ্যাংশ (verse according to the Sanskrit syllabus of class XI)
একাদশ শ্রেণীর সংস্কৃত গদ্যাংশ দুটি -1. দশাবতারস্তোত্রম্ (জয়দেব) ও 2. মেঘদূতম্ (কালিদাস) । নিম্নে দুটি পদ্যাংশের লিংক দেওয়া হল ।এখানে পদ্যাংশদুটির সম্পূর্ণ বর্ণনা, ছোট প্রশ্ন, MCQ TEST, বড় প্রশ্ন ও ভাবসম্প্রসারনগুলি দেওয়া আছে ।
একাদশ শ্রেণীর সংস্কৃত সিলেবাস অনুসারে নাট্যাংশ (According to the Sanskrit syllabus of class XI, natyaansh)
একাদশ শ্রেণীর সংস্কৃত সিলেবাস অনুসারে নাট্যাংশ একটি ভারতবিবেকম্ – ড. যতীন্দ্রবিমল চৌধুরী। নিম্নে নাট্যাংশের লিংক দেওয়া হল ।এখানে নাট্যাংশের সম্পূর্ণ বর্ণনা, ছোট প্রশ্ন, MCQ TEST, বড় প্রশ্নগুলি দেওয়া আছে ।
বৈদিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস
লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস
রামায়ণ, মহাভারত, গল্পসাহিত্য
বৈদিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস
চার বেদ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা
একাদশ শ্রেণী সংস্কৃত ব্যাকরণ
1. সন্ধি
স্বরসন্ধি , ব্যঞ্জনসন্ধি
2. শব্দরূপ
স্বরান্ত, ব্যঞ্জনান্ত, সর্বনাম, সংখ্যাবাচক শব্দ
3. ধাতুরূপ
ভ্বাদি, অদাদি, চুরাদি, জুহোত্যাদি, তুদাদিগণীয়
4. অব্যয়
চ, এব, সহ প্রভৃতি
5. কৃৎপ্রত্যয়
নির্ধারিত কৃৎপ্রত্যয়
6. কারক
কর্তৃ কারক, কর্ম কারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক ও ষষ্ঠী বিভক্তি
একাদশ শ্রেণী সংস্কৃত বোধপরীক্ষণ
পঞ্চতন্ত্র, হিতোপদেশ হতে একাদশ শ্রেণীর সংস্কৃত বোধপরীক্ষণগুলি সাধারনত দেওয়া হয় । নিম্নে ক্লিক করে বোধপরীক্ষণগুলি দেখতে পারেন
একাদশ শ্রেণী সংস্কৃত থেকে বাংলা অনুবাদ
পঞ্চতন্ত্র, হিতোপদেশ, সাধারণ বিষয় হতে একাদশ শ্রেণীতে সংস্কৃত থেকে বাংলা অনুবাদ দেওয়া হয়। নিম্নে ক্লিক করে অনুবাদগুলি দেখতে পারেন
একাদশ শ্রেণী সংস্কৃত প্রকল্প
প্রাচীন ভারত সম্পর্কে যে-কোনো তথ্য এবং পাঠ্য বিষয় থেকে যে-কোনো ভাবনা
একাদশ শ্রেণীর সংস্কৃত সিলেবাস অনুসারে নম্বর বিভাজন
একাদশ শ্রেণী সংস্কৃতের বিষয়গুলি | Marks |
---|---|
গদ্যাংশ | 12 Marks |
পদ্যাংশ | 12 Marks |
নাট্যাংশ | 12 Marks |
বৈদিক ও লৌকিক সাহিত্য | 10 Marks |
ভাবসম্প্রসারণ | 4 Marks |
সংস্কৃত ব্যাকরণ | 20 Marks |
বোধপরীক্ষণ | 5 Marks |
সংস্কৃত থেকে বাংলা অনুবাদ | 5 Marks |
সংস্কৃত প্রকল্প | 20 Marks |
Total | 100 marks |
পশ্চিম বঙ্গ উচ্চ মাধ্যমিক একাদশশ্রেণীর সংস্কৃত বড় প্রশ্ন উত্তর Syllabus, Question Paper & Suggestion দেখতে নিচে ক্লিক করুন 👇
একাদশ শ্রেণী সংস্কৃত |
---|
Class XI Syllabus |
Class XI Question 2015 |
Class XI Question 2016 |
Class XI Question 2017 |
Class XI Question 2018 |
Class XI Question 2019 |
2020 (NO EXAM) |
2021 (NO EXAM) |
Class XI Question 2022 |
একাদশ শ্রেণী সংস্কৃত সাজেশন |
---|
একাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশন 2023 |
MCQ সাজেশন |
ছোটো প্রশ্ন উত্তর সাজেশন |
বোধ পরীক্ষণ সাজেশন |
ব্যাকরণ সাজেশন |