নিষ্টা প্রত্যয় বলতে কী বোঝ? বর্তমানকালে ক্ত প্রত্যয়ের ব্যবহার দেখাও।
নিষ্টা প্রত্যয় বলতে কী বোঝ?
উ:- ক্ত ও ক্তবতু -এই দুটি প্রত্যয়কে একত্রে বলা হয় নিষ্টা।
বর্তমানকালে ক্ত প্রত্যয়ের ব্যবহার
সাধারনত অতীতকালে কর্মবাচ্যে ও ভাববাচ্যে ক্ত প্রত্যয়ের ব্যবহার হয়। কিন্তু এই প্রত্যয়টি নিষ্টা প্রত্যয় হওয়ায় বর্তমান কালেও এর ব্যবহার দেখা যায়।
‘ মতিবুদ্ধিপূজার্থেভ্যশ্চ’ – এই সূত্রানুসারে ‘মতি’ অর্থাৎ ইচ্ছার্থক, বুদ্ধ্যর্থক এবং পূজার্থক ধাতুর উত্তর বর্তমানকালে ক্ত প্রত্যয়ের প্রয়োগ হয়।
উদাহরণ:-
- i) ইচ্ছার্থক ধাতু – রাজ্ঞাং মতঃ।
- ii) বুদ্ধ্যর্থক ধাতু- সতাং বিদিতঃ।
- iii) পূজার্থক ধাতু – বিদ্বান্ সর্বেষাং পূজিতঃ।
এই সকল ক্ষেত্রে বর্তমানকালে ক্ত প্রত্যয় ব্যবহার হওয়ায় কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে।
Comments