মনুমৎস্যকথা ছোট প্রশ্ন উত্তর

মনুমৎস্যকথা ছোট প্রশ্ন-উত্তর Manu Matsya Katha short question-answer Sanskrit Hons Pass ছাত্র ছাত্রীদের জন্য। Sanskrit Hons Short Notes – Manu Matsya Katha मनुमत्स्यकथा -মনুমৎস্যকথা Sanskrit Hons Pass ( college ) ছাত্র ছাত্রীদের জন্য short Notes – প্লাবন কাহিনী (Manu Matsya Katha)

মনুমৎস্যকথা ছোট প্রশ্ন উত্তর

1) মনুমৎস্যকথা কাহিনীর উৎস কী?


উঃ- মনুমৎস্যকথা কাহিনীর উৎস হল শুক্লযজুর্বেদের মাধ‍্যন্দিন শাখার শতপথ ব্রাহ্মণ।


2) শশদ্ধঋষঅআ- কার সম্পর্কে এই উক্তি?


উঃ- মনুমৎস্যকথা আখ‍্যানের ছোটো মাছটি সম্পর্কে এই উক্তি।


3) মনুমৎস্যকথা কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?


উঃ- শুক্লযজুর্বেদের মাধ‍্যন্দিন শাখার শতপথ ব্রাহ্মণথেকে মনুমৎসকথা নেওয়া হয়েছে।


4) কখন মনুর হাতে মাছটি এল?


উঃ- সকালে হাত ধোয়ার জন‍্য তাঁর ভৃত‍্য মনুকে কলম থেকে জল এনে দিতে গেলে জলের সঙ্গে মনুর হাতে মাছটি এল।


5) মাছটি আকারে কেমন ছিল?


উঃ- মাছটি আকারে ছিল খুব ছোটো।


6) মাছটি মনুকে কী বলেছিল?


উঃ- মাছটি মনুকে বলেছিল- এখন আমাকে রক্ষা কর। আমিও তোমাকে রক্ষা করব।


7) প্লাবনের পূর্বে মাছটি মনুকে কী করতে বলেছিল?


উঃ- প্লাবনের পূর্বে মাছটি মনুকে একটি নৌক তৈরি করে তার জন‍্য অপেক্ষা করতে বলেছিল।


8) হিমালয় পর্বতে পৌঁছে মনু কী করেছিল?


উঃ- উত্তর হিমালয় পর্বতে পৌঁছে মনু মাছের নির্দেশ মতো তার নিজের নৌকাটি একটি গাছে বেঁধে সেখানেই কালযাপন করতে থাকল।

মনুমৎস্যকথা ছোট প্রশ্ন-উত্তর Manu Matsya Katha short question-answer Sanskrit Hons Pass

9) মনুর নেমে আসার পথকে কী বলা হয?


উঃ- মনুর নেমে আসার পথ কে বাংলায় বলে মনুর অবতরণ পথ। আর সংস্কৃতে বলা হয় মনোরবসর্পণম্।


10) স তাবত্তাবদেবান্বব সমর্প- এখানে স বলতে কাকে বোঝানো হয়েছে?


উঃ- এখানে স বলতে মনুকে বোঝানো হয়েছে।


11) মৎস্য টির ভয়ের কারণ কি?


উঃ- মৎস্য টির ভয়ের কারণ হলো যখন ছোট থাকে তখন বড় মাছেরা ছোটো মাছকে গিলে খায় তাই বড় না হওয়া পর্যন্ত ছোট মাছের বহু বিপদ থাকে।


12) মহাপ্লাবনের সময় মৎস্য টি মনুর নৌকাটি কোথায় নিয়ে গিয়েছিল?

উঃ- মহাপ্লাবনের সময় মৎস্য টি মনুর নৌকাটি উত্তরের হিমালয় পর্বতের নিয়ে গিয়েছিল।


13) থেতীথীম্ সমাং তদৌঘ আগন্তা- এই অংশে ইতিথী শব্দের অর্থ ও ঔঘ শব্দের অর্থ কি?


উঃ- ইতিথী শব্দের অর্থ অমুক, আর ঔঘ শব্দের অর্থ বন‍্যা।


অর্থাৎ মনুকে ছোট মাছটি বলেছিল তারপর অমুক বছরে বন্যা আসবে।
আসবে।


14) মৎস‍্য এব মৎস‍্যৎ গিলতি- এখানে বক্তা কে? রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এই ধরনের অবস্থাকে কি বলা হয়?


উঃ- প্রাতঃকালে মনু হাত ধোয়ার সময় জলের সঙ্গে যে ছোট মাছ তাঁর হাতে এসেছিল সেই ছোট মাছটি উপরের উক্তিটি করেছিল।
রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এই ধরনের অবস্থাকে মাৎস্যন্যায় বলা হয়।


15) কথং তে ভৃতিরিতি- কে কাকে একথা বলেছিল? প্রসঙ্গ উল্লেখ কর।


উঃ- শুক্লযজুর্বেদের মাধ্যন্দিন শাখার শতপথ ব্রাহ্মণ এর অন্তর্গত মনুমৎস্যকথা থেকে উদ্ধৃত এই কথাটি আচার্য মনু ছোট মাছটিকে বলেছিলেন।
সকাল বেলা মনু যখন জলে হাত ধুচ্ছিলেন তখন তার হাতে একটি মাছ এসে পড়েছিল এবং মাছটি মনু কে বলেছিল আপনি আমাকে রক্ষা করুন আমি আপনাকে রক্ষা করব তখন মনু বলেছিলেন তুমি আমাকে কিভাবে রক্ষা করবে তখন মাছটি বলেছিল ভবিষ্যতে মহাপ্লাবন আসবে সমস্ত প্রাণীকূলকে ভাসিয়ে নিয়ে যাবে আপনাকে আমি সেই বিপদ থেকে রক্ষা করবো। তখন মনু বলেছিলেন কিভাবে তোমার পোষণ করব।

মনুমৎস্যকথা হতে Long notes

মনুমৎস্যকথা (Manu Matsya Katha)-Sanskrit Hons Long Notes

Comments