Wonderful painting maheshwar sutra in sanskrit. maheshwar sutra in sanskrit discussions with picture (सिद्धान्त कौमुदी – माहेश्वर सूत्र पर अद्भुत चित्रकला )মাহেশ্বর সূত্র। পাণিনির অষ্টাধ্যায়ী অবলম্বনে মাহেশ্বর সূত্রের আলোচনা করা হল।মাহেশ্বর সূত্র কি? অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা কে?
Amazing painting Maheshwar Sutra in sanskrit
Amazing painting on Siddhant Kaumudi Maheshwarasutrani Sangyaprakaranam Maheshwara Sutra. (source: Twitter) Collected Maheshwar sutra in Sanskrit
Wonderful painting Maheshwar Sutra
- 1]অইউণ্
- 2]ঋ৯ক্
- 3]এওঙ্
- 4]ঐঔচ্
- 5]হযবরট্
- 6]লণ্
- 7]ঞমঙণনম্
- 8]ঝভঞ্
- 9]ঘঢধষ্
- 10] জবগডদশ্
- 11]খফছঠথচটতব্
- 12]কপয়্
- 13]শষসর্
- 14]হল্ ।
माहेश्वर सूत्राणि अध्याय – १
माहेश्वर सूत्रतयेगु कुल संख्या १४
१. अ इ उ ण् ।
२. ऋ ऌ क् ।
ऋ ऌ क्
३.ए ओ ङ् ।
४.ऐ औ च् ।
५. ह य व र ट् ।
६. ल ण् ।
७. ञ म ङ ण न म् ।
८. झ भ ञ् ।
९. घ ढ ध ष् ।
१०.ज ब ग ड द श् ।
११.ख फ छ ठ थ च ट त व् ।
१२. क प य् |
१३.श ष स र् ।
१४.ह ल् ।
Amazing painting maheshwar sutra in sanskrit
These 14 sutras are called Maheshwar sutras. They make nouns etc. These nouns are used everywhere in Panini grammar.The last letter of these formulas is called an article, which is the definition of ‘इत्’ -This definition needs to be eliminated.ह -कार consonant ‘अ’ is read as a vowel because consonants cannot be used without the help of a vowel.
এই ১৪ টি সূত্রকে মহেশ্বর সূত্র বলা হয়। তারা বিশেষ্য ইত্যাদি তৈরি করে এই বিশেষ্যগুলি পাণিনি ব্যাকরণে সর্বত্র ব্যবহৃত হয়। এই সূত্রগুলির শেষ বর্ণটিকে অনুবন্ধ বলা হয়, যা ইত্ সংজ্ঞা হয়।এই ইত্ সংজ্ঞার প্রয়োজন উহার লোপ । হ – কারাদি ব্যঞ্জনবর্ণ ‘অ’ স্বরবর্ণ হিসাবে পড়া হয়েছে কারণ স্বরবর্ণের সাহায্য ব্যতীত ব্যঞ্জনবর্ণগুলি ব্যবহার করা যায় না।
সনক, সনন্দ প্রভৃতি ব্রহ্মার মানসপুত্র সিদ্ধগণের উদ্ধারের জন্য শিব বা মহাদেব তাণ্ডব-নৃত্যাবসানে ১৪ বার ডমরু বাজিয়েছিলেন। মহর্ষি পাণিনি ঐ চৌদ্দটি ধ্বনি নিয়ে চৌদ্দটি সূত্র রচনা করেন। মহেশ্বরের কাছ থেকে উদ্ভুত বলে, একে মাহেশ্বর সূত্র বলা হয়।
নৃত্যাবসানে নটরাজরাজো ননাদঢক্কাং নবপঞ্চবারম্।
উদ্ধর্তুকামঃ সনকাদিসিদ্ধানেতদ্বিমর্ষে শিবসূত্রজালম্।।