হিরণ্যগর্ভ সূক্ত হতে মন্ত্রগুলির সংহিতা পাঠ ও মন্ত্রগুলির বঙ্গানুবাদ দেওয়া হয়েছে । ঋগ্বেদসংহিতারর দশম মন্ডলের ১২১তম সূক্ত হল হিরণ্যগর্ভ সূক্ত।
ঋগ্বেদসংহিতার হিরণ্যগর্ভ সূক্ত হতে মন্ত্রগুলির সংহিতা পাঠ ও বঙ্গানুবাদ
হিরণ্যগর্ভ সূক্ত | ঋগ্বেদসংহিতা-দশম মন্ডল- ১২১তম সূক্ত |
ঋষি | হিরণ্যগর্ভ |
ছন্দ | ত্রিষ্টুপ্ ছন্দ |
দেবতা | প্রজাপতি দেবতা |
হিরণ্যগর্ভ সূক্ত হতে সংহিতা পাঠ – মন্ত্র ১
” হিরণ্যগর্ভ সমবর্ততাগ্রে
ভূতস্য জাতঃ পতিরেক আসীৎ।
স দাধার পৃথিবীং দ্যামুতেমাং
কস্মৈ দেবায়অবিষা বিধেম।।”
বঙ্গানুবাদ:- (সৃষ্টির আদিতে কেবল হিরণ্যগর্ভই বিদ্যমান ছিলেন। তিনি জাতমাত্রই প্রাণিবর্গের অদ্বিতীয় অধীশ্বর হয়েছিলেন। তিনি অন্তরীক্ষলোক, দ্যুলোক ও এই ভূমিভাগকে ধারণ করে আছেন (স্বস্থানে স্থাপিত করেছেন)। (তাঁকে ছাড়া) কোন্ দেবতাকে হবির দ্বারা আমরা পরিচর্যা করব? ( ক – শব্দবাচ্য প্রজাপতিদেবতাকেই আমরা হবির দ্বারা অর্চনা করব। )
হিরণ্যগর্ভ সূক্ত হতে সংহিতা পাঠ – মন্ত্র ২
সংহিতা পাঠ :-
য আত্মদা যস্য বিশ্ব
উপাসতে প্রশিষং যস্য দেবাঃ।
যস্য ছায়ামৃতং যস্য মৃত্যুঃ
কস্মৈ দেবায় হবিষা বিধেম।।”
বঙ্গানুবাদ:- যিনি প্রাণদানকারী, যিনি বলবানকারী, যাঁর আজ্ঞা সকল প্রাণিগণ পালন করে, ( যাঁর আজ্ঞা) দেবগণ ও (মান্য করেন) অমৃতত্ব যাঁর ছায়াস্বরূপ অনুবর্ত্তী, মৃত্যু যাঁর ছায়াস্বরূপ, (তাঁকে ছাড়া ) কোন দেবতাকে হবির দ্বারা আমরা পরিচর্যা করব? (ক শব্দবাচ্য প্রজাপতি দেবতাকেই আমরা হবির দ্বারা অর্চনা করব। )
হিরণ্যগর্ভ সূক্ত হতে সংহিতা পাঠ – মন্ত্র ৩
সংহিতা পাঠ :-
” যঃ প্রাণতো নিমিষতো মহি-
ত্বৈক ইদ্রাজা জগতো বভূব।
যা ঈশে অস্য দ্বিপদশ্চতুষ্পদঃ
কস্মৈ দেবায় হবিষা বিধেম।।”
বঙ্গানুবাদ :- যিনি নিজ মহিমার দ্বারা শ্বাসগ্রহণকারী ও অক্ষিপক্ষ্মচালনকারী জীবগনের অদ্বিতীয় অধীশ্বর হয়েছিলেন, যিনি পরিদৃশ্যমান এইসকল দ্বিপদ ও চতুষ্পদের অধিকর্তা (তাকে ছাড়া ) আর কোন দেবতাকে আমরা হবির দ্বারা পরিচর্যা করব?
হিরণ্যগর্ভ সূক্ত হতে সংহিতা পাঠ – মন্ত্র ৪
সংহিতা পাঠ :-
” যস্যেমে হিমবন্তো মহিত্বা
যস্য সমুদ্রং রসয়া সহান্হঃ।
যস্যেমাঃ প্রদিশো যস্য বাহূ
কস্মৈ দেবায় হবিষা বিধেম।।”
বঙ্গানুবাদ :- যার মহিমায় এই সকল হিমযুক্ত পর্বতমালা, নদী সহ সকল সাগর (উৎপন্ন হয়েছে সৃষ্টিতত্ত্ববিদগণ এরূপ) বলে থাকেন, এই দিক সকল যাঁর মহিমায় (উৎপন্ন) ও যাঁর বাহু স্বরূপ, সেই কশব্দবাচ্য প্রজাপতি দেবতাকে ( অথবা তাঁকে ছাড়া আর কোন দেবতাকে) আমরা হবির্দ্রব্যের দ্বারা পরিচর্যা করব?
হিরণ্যগর্ভ সূক্ত হতে সংহিতা পাঠ – মন্ত্র ৫
সংহিতা পাঠ :-
“যেন দ্যৌরুগ্রা পৃথিবী চ দৃহলা
যেন স্বঃ স্তভিতং যেন নাকঃ।
যো অন্তরিক্ষে রজসো বিমানঃ
কস্মৈ দেবায় হবিষা বিধেম।।”
বঙ্গানুবাদ:-
হিরণ্যগর্ভ সূক্ত হতে সংহিতা পাঠ – মন্ত্র ৬
” মা নো হিংসীজ্জনিতা যঃ পৃথিব্যা
যো বা দিব্যং সত্যধর্মা জজান।
যশ্চা পশ্চন্দ্রা বৃহতীর্জজান
কস্মৈ দেবায় হবিষা বিধেম।।”
হিরণ্যগর্ভ সূক্ত হতে সংহিতা পাঠ – মন্ত্র ৭
” প্রজাপতে ন ত্বদেতান্যন্যো
বিশ্বা জাতানি পরি তা বভূব।
যৎ কামান্তে জুহ মস্তন্নো অস্তু
বয়ং স্যাম পতয়ো রয়ীণাম্।।”