পত্রাচার দ্বারা সংস্কৃতম্ – সংস্কৃতভারতী

Application form Online Spoken Sanskrit Organized by Sanskrit Bharati. (संस्कृतसम्भाषणवर्गाभियानम् ) Do you want to speak Sanskrit? Then you can join Online Spoken Sanskrit classes organized by Sanskrit Bharati. আপনি যদি সহজ-সরল সংস্কৃত শিখতে চান তাহলে আজই যুক্ত হন সংস্কৃত ভারতীর “পত্রাচারদ্বারা সংস্কৃতম্” এই অভিনব যোজনাতে।

পত্রাচার দ্বারা সংস্কৃতম্ – সংস্কৃতভারতী,দক্ষিণবঙ্গ

সংস্কৃতভারতী একটি বিশ্বব্যাপী সংগঠন । ১৯৮১ সালে বেঙ্গালুরু শহরে সংস্কৃতভারতী সংগঠনের সূত্রপাত । উদ্দেশ্য  সংস্কৃতের প্রচার ও প্রসার । এবং সেটা সম্ভব সংস্কৃতে কথোপকথনের দ্বারা । ঐ বছরেই বেঙ্গালুরুতে প্রথম দশ দিনের সংস্কৃত সম্ভাষণ শিবির আয়োজিত হয় । পরেরটা ইতিহাস। এখনও পর্যন্ত লক্ষাধিক সম্ভাষণ শিবির আয়োজিত হয়েছে ভারতে এবং ভারতের বাইরে ।

পূর্বে নাগাল্যান্ড, ত্রিপুরা , অসম থেকে শুরু করে পশ্চিমে গুজরাত , রাজস্থান , উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে তামিলনাড়ু – ভারতের প্রতিটি প্রান্তে সংস্কৃতভারতীর কর্মকাণ্ড চলছে। ভারতের বাইরে অস্ট্রেলিয়া , ইন্দোনেশিয়া থেকে শুরু করে ব্রিটেন , জার্মানী , আমেরিকা  প্রমুখ দেশে সংস্কৃতভারতী রীতিমত সক্রিয় ।

ধর্মীয় তথা রাজনৈতিক বিশ্বাস , সাম্প্রদায়িক বিভেদের উর্দ্ধে উঠে সংস্কৃতের প্রচার করাই  সংস্কৃতভারতীর একমাত্র উদ্দেশ্য ।

সংস্কৃতভারতী দক্ষিণবঙ্গ সংগঠনটি সংস্কৃতভারতীরই একটি শাখা। মূলতঃ দক্ষিণবঙ্গে সংস্কৃতের প্রচার ও প্রসার সংস্কৃতভারতী দক্ষিণবঙ্গ-এর  উদ্দেশ্য । দশদিনের সম্ভাষণ শিবির, প্রবোধন বর্গ , আবাসীয় প্রশিক্ষণ বর্গ ছাড়াও বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত প্রশিক্ষণ শিবির আয়োজিত হয় এখানে । 

বাংলাভাষীদের জন্য, বিশেষ করে যাঁরা চাকুরিজীবি বা সময়ের অভাবে প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করতে পারেন না তাঁদের জন্য , সংস্কৃতভারতী দক্ষিণবঙ্গ একটি  বিশেষ পাঠক্রম শুরু করেছে – ‘পত্রাচার দ্বারা সংস্কৃত’ ।  এখন ঘরে বসেই আপনি সংস্কৃত শিখতে পারবেন ।  এই পাঠক্রমটি চার ভাগে বিভক্ত – প্রবেশ, পরিচয়, শিক্ষা ও কোবিদ । প্রতিটি ভাগের মেয়াদ ৬ মাস ।  

আপনি যদি সহজ-সরল সংস্কৃত শিখতে চান তাহলে আজই যুক্ত হন সংস্কৃত ভারতীর “পত্রাচারদ্বারা সংস্কৃতম্” এই অভিনব যোজনাতে।

Application form for पत्राचार-द्वारा संस्कृतम् by Samskrita Bharati Dakshina Banga

পত্রাচার দ্বারা সংস্কৃতম্ ‘ সম্পূর্ণভাবে সংস্কৃতভারতী দ্বারা পরিচালিত একটি দূরশিক্ষণ পাঠব‍্যবস্থা। যার লক্ষ্য হল যারা নিয়মিত কক্ষাতে ভাগগ্রহণ করতে সমর্থ নন অথচ সংস্কৃত জ্ঞানার্জনে উৎসাহী তারা যাতে ঘরে বসে সংস্কৃতের জ্ঞান অর্জন করতে পারেন তার জন‍্য একটি উৎকৃষ্ট যোজনা।
এই কোর্সের চারটি সোপান।
১. প্রবেশ ২. পরিচয়
৩. শিক্ষা ৪. কোবিদ্ ।
✍️মেয়াদ ২ বছর, অর্থাৎ ৬ x ৪ = ২৪ মাস।
✍️প্রতি সোপানের জন‍্য ৬ মাস অন্তর পরীক্ষা হবে ।
✍️ পরীক্ষাতে পাশ করলে certificate ও প্রদান করা হবে।
✍️প্রতি সোপানের জন্য একটি করে বই দেওয়া হবে।
বইটি post দ্বারা পাঠানোর ব‍্যবস্থা আছে।
✍️আবেদন পত্র পূরণ করার সময় ৩৩০ টাকা জমা দিতে হয়। এখানে প্রবেশ শুল্ক ৩০০ টাকা। পোস্টাল চার্জ ৩০ টাকা।
✍️আবেদন পত্রে a/c no দেওয়া আছে।
✍️ বর্তমান কেবলমাত্র প্রথম সোপানের তথা প্রবেশের আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে।
✍️ আবেদনের লিংক 👇
https://patrachar.org/courses/

সংস্কতভারতী,দক্ষিণবঙ্গ

Courses(পাঠ্যক্রম) (offered in Bengali only)

যাঁরা ঘরে বসে সংস্কৃত শিখতে চান  তাঁদের জন্য ।  কোনও শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই । শুধু বাংলা পড়তে ও লিখতে জানলেই চলবে । আমাদের এই কোর্স-এর মাধ্যম  বাংলা।

প্রবেশ

মাধ্যম – বাংলা 

এই লিঙ্কের মাধ্যমে প্রবেশ WhatsApp গ্রুপে যুক্ত হোন

পরিচয়

যোগ্যতা – প্রবেশ  উত্তীর্ণ 

এই লিঙ্কের মাধ্যমে পরিচয় WhatsApp গ্রুপে যুক্ত হোন

শিক্ষা

যোগ্যতা – পরিচয়  উত্তীর্ণ 

এই লিঙ্কের মাধ্যমে শিক্ষা WhatsApp গ্রুপে যুক্ত হোন

কোবিদ

যোগ্যতা – শিক্ষা  উত্তীর্ণ 

এই লিঙ্কের মাধ্যমে কোবিদ WhatsApp গ্রুপে যুক্ত হোন

Application form for पत्राचार-द्वारा संस्कृतम् by Samskrita Bharati Dakshina Banga

পত্রাচার বিভাগ সম্পর্কের মাধ্যম

Copy post Form Facebook link – संस्कृतभारती-दक्षिणवङ्गः

পত্রাচার দ্বারা সংস্কৃতম্ কিছু তথ্য

*পত্রাচার দ্বারা সংস্কৃতম্ সংস্কৃতভারতী
Class / পাঠব‍্যবস্থা দূরশিক্ষণ ( ক্লাসের ব্যবস্থা রয়েছে )
course / সোপান 1.প্রবেশ 2.পরিচয়
3.শিক্ষা 4.কোবিদ্
সময়কাল (সোপান ) ছয়মাস (মোট দুই বছর )
পরীক্ষা সময় 1.ফেব্রুয়ারী
২. আগষ্ট
ফি ৩০০ টাকা
পত্রাচার দ্বারা সংস্কৃতম্ কিছু তথ্য

পত্রাচার দ্বারা সংস্কৃতম্ – সংস্কতভারতী,দক্ষিণবঙ্গ (Bank Details)

পত্রাচার দ্বারা সংস্কৃতম্ – (Bank Details )

১। ‘পত্রাচার দ্বারা সংস্কৃতম্ ‘ এই পাঠব‍্যবস্থাটি সম্পূর্ণভাবে সংস্কৃতভারতী দ্বারা পরিচালিত।
২। এটি একটি দূরশিক্ষণ পাঠব‍্যবস্থা।
৩। এই পাঠ‍্যক্রমে চারটি সোপান আছে –
1.প্রবেশ 2.পরিচয়
3.শিক্ষা 4.কোবিদ্
৪। প্রতিটি সোপানের অবধি ছয়মাস।
৫। প্রতিবছরের ফেব্রুয়ারী এবং আগষ্টমাসের শেষ সপ্তাহে পরীক্ষা নেওয়া হয়।
৬। পাঠব‍্যবস্থাটি দূরশিক্ষণ হলেও শিক্ষার্থীদের সুবিধার জন্য ক্লাসের ব্যবস্থা রয়েছে।
৭। প্রতিটি সোপানের পরীক্ষার পর সফল পরীক্ষার্থীদের শংসাপত্র প্রদান করা ।
৮। পরীক্ষায় অসফল হলে বা কোনও কারণে পরীক্ষা দিতে অসমর্থ হলে পুনরায় পরীক্ষা লেখার ব্যবস্থা রয়েছে।
৯। স্থানীয় জেলা কেন্দ্রে অথবা সমস্যানুসারে বিশেষ ভাবে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে।
১০। স্থানীয় পরিচিত বা বন্ধুদের এই পাঠ্যক্রমে যুক্ত করে সপ্তাহে একদিন মিলিত চর্চা করলে আরো ও সহজলভ্য হবে

তাহলে আজই আবেদন করুন, অন্যকে উৎসাহিত করুন, জ্ঞানভাণ্ডার বিকশিত করুন।

Online Spoken Sanskrit

Application form for Online Spoken Sanskrit organized by Samskrita Bharati Dakshina Banga.

★ If you have never been to a sibir or barga before, fill out the application form, as this barga is for newcomers only.

((If you have never been to a camp or square before, fill in the application form, because this class is only for beginners. ))

What will the course be through?


Online “Google meet

Online Spoken Sanskrit Course Date and Time

Event Schedule: October 10th-20th, 2022
Event timing:  8.00 A.M. to 9.30 A.M.,  3.00 P.M. to 4.30 P.M., 7.00 P.M. to 8.30 P.M.

Contact: Rahul (7908360034), Milan (8918382388)

Course fee


👉
सम्पूर्णनिःशुल्केन (free of cost)

Joining Process

Link- 10-Days Spoken Samskrit Course (google.com)
After submitting please join the 
WhatsApp group, You will get the WhatsApp link automatically after clicking submit button.No one will send you the WhatsApp group link manually.

Must be added to the Whatsapp group after submitting the application form, Submit button will get the link of the WhatsApp group as soon as you click it. Separately no one will send you a link WhatsApp group.

Application form Online Spoken Sanskrit
Spoken Sanskrit

This post copy Of Mr. Milan Majhi Facebook Page. Post Link- Click here

Thanks to Milan Majhi. Who dedicated himself to Sanskrit Also Thanks to Sanskrit Bharati Who are constantly trying to promote Sanskrit.

Comments