বৈদিক শব্দরূপ হল বৈদিক সংহিতা পাঠের শব্দরূপের ব্যাকরণগত পরিকাঠামো। বৈদিক যুগের ব্যাকরণের শব্দরূপের কিছু শর্ত দেখা যায় তা আলোচনা করা হল।
বৈদিক যুগের ব্যাকরণের বৈদিক শব্দরূপের কিছু শর্ত
বৈদিক সংহিতা পাঠের শব্দরূপের ব্যাকরণগত পরিকাঠামোর সঙ্গে পরবর্তীকালে লৌকিক সংস্কৃতের কিছু কিছু ক্ষেত্রে মিল পরিলক্ষিত হলেও বৈদিক যুগের ব্যাকরণের শব্দরূপের কিছু শর্ত দেখা যায়। যেমন-
i) আজ্জসেরসূক:-
‘অ’ – কারান্ত শব্দের প্রথমার বহুবচনে জস্ পরিবর্তে আস্ বিভক্তির রুপ প্রায়সই দেখা যায়। বস্তুতপক্ষে অ বর্ণান্ত অঙ্গের পর ‘জস্’ বিভক্তি থাকলে ‘অসুক্’ আগম হয়, ফলে এই পরিণতি ঘটে। যথা- নর + অস্ = নরাস্, নরাস্ + অস্ = নরাসঃ।
উদাহরণ :-
বিশ্বে দেবাসো আদূহঃ।
অহন্তাসৌ হস্তবন্তং সহন্তে।
দিবি দেবাস আসতে।
ii) শেশ্ছন্দসি বহুলম্
‘অ’ – কারান্ত ক্লীবলিঙ্গ শব্দের দ্বিতীয়ার বহুবচনে ‘আ’ বিভক্তি লক্ষ্য করা যায়।
উদাহরণ:-
সর্বা তা যম্ আহিতা।
iii) ভিস ঐসাদেশার্ভাব
লৌকিক সংস্কৃতে অ কারান্ত শব্দের তৃতীয়ার বহুবচনে ‘ভিস্’ স্থানে ঐস্ বিভক্তি হয়। ফলে নরৈঃ, দেবৈঃ ইত্যাদি পদ গঠিত হয়। কিন্তু বেদে অ কারান্ত শব্দের উত্তর ভিস্ বিভক্তি যুক্ত হয়।
উদাহরণ :-
অগ্নিঃ পূর্বেভি ঋর্ষিভি রীড্যোনূতনৈরুত।
দেবো দেবেভিরা গমৎ।
iv) ‘সুমেধস্’ শব্দ
বেদে ‘সুমেধস্’ শব্দে দ্বিতীয়ার একবচনে ‘সুমেধসম্’ হয় না, ‘সুমেধাম্’ পদই বেশি ব্যবহৃত হয়।
উদাহরণ :-
যং কাময়ে তংতমুগ্রং কৃণোমি
তং ব্রহ্মাণং তমৃষ্টিং তং সুমেধাম্।
v) ঈ’ কারান্ত ও ঊ কারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ
‘ঈ’ কারান্ত ও ঊ কারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের ক্ষেত্র দ্বিতীয়ার একবচনে সন্ধি প্রক্রিয়ার মাধ্যমে যম্ ও বম্ বিভক্তি যুক্ত পদ সিদ্ধ হতে দেখা যায়।
যথা :- বৃকী + অম্ = বৃক্যম্।
অনু + অম্ = অন্বম্।
উদা:- যাবয়া বৃক্যং বৃক্যম্।
অবিস্তন্বং কৃণুষে দৃশে কম্।
vi) শ্রী শব্দের ষষ্ঠীর বহুবচন
শ্রী শব্দের ষষ্ঠীর বহুবচনে ‘ শ্রিয়াম্ ‘ এর পরিবর্তে শ্রীনাম্ পদ দেখা যায়।
উদাহরণ:-
শ্রীনাম্ উদার ধরুনো রষীনাম্।
vii) মন্ত্রের পাদান্ত স্থিত ‘গো’ শব্দ
মন্ত্রের পাদান্ত স্থিত ‘গো’ শব্দের ষষ্ঠীর বহুবচনে ‘গবাম্’ এর পরিবর্তে বিকল্পে ‘গোনাম্’ পদসিদ্ধ হয়।
উদাহরণ :-
বিদ্মা হিত্বা গোপতীং শূর গোনাম্।
viii) শিরস্ শব্দ
শিরস্ শব্দ বেদে শীর্ষন রূপে পঠিত হয়।
উদাহরণ :-
শ্রীষ্ণঃ শ্রীর্ষ্ণো জগতঃ।
ix) মহিমন্ শব্দের তৃতীয়ার একবচন
মহিমন্ শব্দের তৃতীয়ার একবচনে লৌকিকে মহিম্না পদ হলেও বেদে মহিনা পদই দৃষ্ট হয়।
উদাহরণ:-
যশ্চিদাপো মহিনা পর্যপশ্যৎ।
x) ‘অহম্’ শব্দের তৃতীয়ার বহুবচন
বেদে ‘অহম্’ শব্দের তৃতীয়ার বহুবচনে ‘অহভিঃ ‘ পদ দৃষ্ট হয়, আবার কোথাও কোথাও ‘অহোভিঃ’ পদ দৃষ্ট হয়। কিন্তু লৌকিকে সর্বদা অহোভিঃ পদই সিদ্ধ।
xi) ‘ইদম্’ শব্দের তৃতীয়ার একবচন
‘ইদম্’ শব্দের তৃতীয়ার একবচনে ‘অনেন’ পদের পরিবর্তে বেদে ‘অয়া’, ‘ এনা’ পদের ব্যবহার লক্ষ্য করা যায়।
যথা-
এনা সূক্তেন সূজাত।