ঋগ্বেদ সংহিতায়াঃ  অক্ষসূক্ত ব্যাখ্যা

ঋকসংহিতায় দশম মন্ডলের ৩৪তম সূক্ত হল অক্ষসূক্তটি । অক্ষসূক্ত হতে কয়েকটি মন্ত্রের সংস্কৃত ব্যাখ্যা দেওয়া হল। এই সূক্তে হিরণ‍্যগর্ভ ঋষি, ত্রিষ্টুপ্ ছন্দ ও প্রজাপতি দেবতা। এই সূক্তে মন্ত্রের সংখ‍্যা চোদ্দটি।অক্ষ সুক্তের ঋষি- ঐলুষ কবষ ঋষি অথবা মুজবৎ পুত্র অক্ষ। অক্ষ সুক্তের দেবতা- ১,৭,৯, ১২ নং শ্লোকের দেবতা অক্ষ দেবতা; ২,৪,৫,৬,৮,৯,১০,১১,১৪ কিতব এবং অক্ষা দেবতা; ১৩ নং শ্লোক কৃষিদেবতা। অক্ষ সুক্তের ছন্দ- ১,২,৩,৪,৫,৬,৮,৯,১০,১১,১২,১৩ নং শ্লোকের ছন্দ ত্রিষ্টুপ্ ছন্দ; ৭ নং শ্লোকের ছন্দ জগতী।

অক্ষসূক্ত হতে সংস্কৃত ব্যাখ্যা

অক্ষসূক্ত হতে ১৩তম মন্ত্রের সংস্কৃত ব্যাখ্যা

“অক্ষৈর্মা দীব‍্যঃ কৃষিমিৎ কৃষস্ব
     বিত্তে রমস্ব বহু মন‍্যমানঃ।
    তত্র গাবঃ কিতব তত্র জায়া
     তন্মে বিচষ্টে সবিতায়মর্ষঃ।।”১৩

বঙ্গানুবাদ :- হে দ‍্যূতকার, দ‍্যূতক্রীড়া করো না,  কৃষিকার্য -ই করো এবং যথেষ্ট মনে করে কৃষিকার্য লব্ধ ধনেই আনন্দিত হও। হে কিতব সেই কৃষিকর্মেই (গোসম্পদ লাভ করা যায়। ) সেই কর্মের দ্বারাই পত্নী লাভ হয়ে থাকে।  প্রত্যক্ষগোচর মহান্ এই সবিতুদেব আমার নিকটে সে বিষয়ে নানাভাবে বলেছেন।

ঋগ্বেদ সংহিতায়াঃ  দশম মণ্ডলান্তর্গতে অক্ষসূক্তে সমুপলভ‍্যতে অয়ং মন্ত্রঃ।

অস্মিন্ মন্ত্রে ঐলুষঃ কবষ ঋষিঃ, কৃষি দেবতা, ত্রিষ্টুপ্ ছন্দঃ।

অক্ষক্রীড়া বিষয়কত্বাৎ সূক্তমিদং অক্ষসূক্তমিতি কথ‍্যতে। অত্র মন্ত্রে অক্ষক্রীড়কম্ প্রতি উপদেশঃ বিধিয়তে।

হে কিতব, বহু মন‍্যমানঃ মদ্বচনে বিশ্বাসং কুর্বন্ ত্বম্ অক্ষৈর্মা দীব‍্যঃ দ‍্যুতং যা কুরু। কৃষিমিৎ কৃষিমেব কৃষস্ব কুরু। বিত্তে কৃষ‍্যা সম্পাদিতে ধনে রমস্ব রতিং কুরু। তত্র কৃষৌ গাবো ভবন্তি, তত্র জায়া ভবতি। তৎ এব ধর্মরহস‍্যং শ্রুতিস্মৃতিকর্তা সবিতা সর্বস‍্য প্রেরকঃ অয়ম্ দৃষ্ঠিগোচরঃ অর্যঃ ঈশ্বরো বি চষ্টে বিবিধম্ আখ‍্যাতবান্। সবিতা কর্তব‍্যোঃ অকর্তব‍্যঃ বিষয়ে অক্ষক্রীড়কম্ উপদিশতি কিতবঃ ত্বম্ অক্ষক্রীড়াম্ মা কুরু। কৃষিমেব অবশ‍্যমেব কর্তব‍্যঃ। য কৃষ‍্যা ধনম্ উৎপাদিতম্ ভবতি তদেব ধনেন রতিম্ কর্তব‍্যঃ। তস্মাৎ জায়া গোসম্পদশ্চ লভ‍্যতে। 

অক্ষসূক্ত হতে ১০তম মন্ত্রের সংস্কৃত ব্যাখ্যা

” জায়া তপ‍্যতে কিতবস‍্য হীনা
মাতা পুত্রস‍্য চরতঃ ক্ব স্বিৎ।
ঋণাবা বিভ‍্যদ্ধনমিচ্ছমাণো-
অণ‍্যেষামস্তমুপ ণক্তমেতি।।”১০

বঙ্গানুবাদ:- কোথায় কোথায় (এখানে ওখানে) বিচরণকারী কিতবের পত্নী পরিত‍্যক্ত অবস্থায় সন্তাপযুক্ত হয়, তার জননী (পুত্রের জন‍্য) পরিতাপ করে। ঋণবান্ কিতব (পাওনাদারগণের ভয়ে) ভীত হয়ে ধনলাভের ইচ্ছায় রাত্রিতে অন‍্যের গৃহে (চৌর্যার্থ) গমন করে।

ঋগ্বেদ সংহিতায়াঃ দশমমন্ডলান্তর্গতে অক্ষসূক্তে সমুপলভ‍্যতে অয়ং মন্ত্রঃ।

অস্মিন্ মন্ত্রে ঐলুষঃ কবষ ঋষিঃ, কিতবঃ অক্ষাশ্চ দেবতা, ত্রিষ্টুপ্ ছন্দঃ।

অক্ষক্রীড়কস‍্য করুন পরিণতিঃ অত্র প্রদর্শতে।

অক্ষক্রীড়ায়া কিতবঃ তস‍্য অনুরক্তাং জায়াং পরিত‍্যজতি। নির্বেদাৎ স ক্বস্বিৎ ক্বাপি চরতি। তস‍্য পরিত‍্যক্তা স্ত্রী পতিবিয়োগ শোকেন সন্তপ্তা ভবনি। ঋনং কৃত্বা অক্ষৈঃ দীব‍্যতি কিতবঃ। তেন স ঋনাব ঋনবান জাতঃ। সর্ব ধনং চৌরয়িতুং ইচ্ছন্। রাত্রৌ অন‍্যেষান্ ব্রাহ্মণাদিনাম্ অস্তং গৃহমুপৈতি উপগচ্ছতি। ঈদৃশং শোচ‍্যাং দৃশাং প্রাপ্নোতি দ‍্যুতকারঃ।

Comments