পরস্মৈপদবিধান

পরস্মৈপদবিধান বলতে কী বোঝ? উদাহরন দাও।

পরস্মৈপদবিধান বলতে কী বোঝ?

উ:- যে বিশেষ নিয়মানুসারে আত্মনেপদী ধাতুগুলিকে পরস্মৈপদে পরিণত করা হয়, সেই নিয়মাবলীকে পরস্মৈপদীবিধান বলে।
যথা-

  • i) ‘অনুপরাভ‍্যাং কৃঞঃ’ – কৃ ধাতু উভয়পদী। কিন্তু এই সূত্রানুসারে ক্রিয়ার ফল যদি কর্তার অনুগামী হয়। তাহলে অনু, পরা-কৃ ধাতু কেবলমাত্র পরস্মৈপদরূপ হয়।যেমন:-

a) অনু-কৃ+ লট্ তি = অনুকরোতি।
রামঃ মাম্ অনুকরোতি।

b) পরা-কৃ +লট্ তি = পরাকরোতি।
স মাম্ আবেদনং পরাকরোতি।

  • ii) প্রাদ্ বহুঃ – বহ্ ধাতু উভয়পদী। কিন্তু এই সূত্রানুসারে বহ্ ধাতুর পূর্বে যদি প্র উপসর্গটি যুক্ত হয়, তাহলে বহ্ ধাতুর রূপ সবসময় পরস্মৈপদী হয়।

যেমন:- প্র-বহ্ + লট্ তি।
গ্রামং নিকষা নদী প্রবহতি।

  • iii) ব‍্যাঙ্ পরিভ‍্যো রমঃ :- রম্ ধাতু আত্মনেপদী। কিন্তু এই সূত্রানুসারে বি, অ‍্যাঙ্ এবং পরি উপসর্গগুলি যদি রম্ ধাতুর পূর্বে যুক্ত হয়, তাহলে তা পরস্মৈপদী হয়ে যায়।যেমন:-

a) বি- রম্ + লট্ তি।
সেবকঃ কার্যাৎ বিরমতি।

b) আ-রম্ + লট্ তি = আরমতি
কৃষকঃ বৃক্ষতলে আরমতি।

c) পরি- রম্+ লট্ তি
শিশুঃ চন্দ্রং দৃষ্ট্বা পরিরমতি।

Comments
Facebook