পরস্মৈপদবিধান সম্পর্কে আলোচনা

পরস্মৈপদবিধান বলতে কী বোঝ? উদাহরন দাও।

পরস্মৈপদবিধান বলতে কী বোঝ?

উ:- যে বিশেষ নিয়মানুসারে আত্মনেপদী ধাতুগুলিকে পরস্মৈপদে পরিণত করা হয়, সেই নিয়মাবলীকে পরস্মৈপদীবিধান বলে।
যথা-

i) ‘অনুপরাভ‍্যাং কৃঞঃ’

কৃ ধাতু উভয়পদী। কিন্তু এই সূত্রানুসারে ক্রিয়ার ফল যদি কর্তার অনুগামী হয়। তাহলে অনু, পরা-কৃ ধাতু কেবলমাত্র পরস্মৈপদরূপ হয়।যেমন:-

a) অনু-কৃ+ লট্ তি = অনুকরোতি।
রামঃ মাম্ অনুকরোতি।

b) পরা-কৃ +লট্ তি = পরাকরোতি।
স মাম্ আবেদনং পরাকরোতি।

ii) প্রাদ্ বহুঃ

বহ্ ধাতু উভয়পদী। কিন্তু এই সূত্রানুসারে বহ্ ধাতুর পূর্বে যদি প্র উপসর্গটি যুক্ত হয়, তাহলে বহ্ ধাতুর রূপ সবসময় পরস্মৈপদী হয়।

যেমন:- প্র-বহ্ + লট্ তি।
গ্রামং নিকষা নদী প্রবহতি।

iii) ব‍্যাঙ্ পরিভ‍্যো রমঃ

রম্ ধাতু আত্মনেপদী। কিন্তু এই সূত্রানুসারে বি, অ‍্যাঙ্ এবং পরি উপসর্গগুলি যদি রম্ ধাতুর পূর্বে যুক্ত হয়, তাহলে তা পরস্মৈপদী হয়ে যায়।যেমন:-

a) বি- রম্ + লট্ তি।
সেবকঃ কার্যাৎ বিরমতি।

b) আ-রম্ + লট্ তি = আরমতি
কৃষকঃ বৃক্ষতলে আরমতি।

c) পরি- রম্+ লট্ তি
শিশুঃ চন্দ্রং দৃষ্ট্বা পরিরমতি।

Comments