বররুচি রচিত প্রাকৃতপ্রকাশ: প্রাকৃত হতে সংস্কৃত & সংস্কৃত হতে প্রাকৃত

বররুচি রচিত প্রাকৃতপ্রকাশ গ্রন্থ ও প্রাকৃত থেকে সংস্কৃত এবং সংস্কৃত হতে প্রাকৃত

প্রাকৃত হতে সংস্কৃত & সংস্কৃত হতে প্রাকৃত

সংস্কৃত থেকে প্রাকৃত কর

১) সংস্কৃতম্=পোত্থঅং/পোৎথঅং।
২) বৃশ্চিকঃ = বিচ্ছুও।
৩) অরণ‍্যম্ = রণ্ণং।
৪)  একাদশ=এআরহ।
৫) মৃগঃ = মিও/ মত্ত
৬) অভিজাতম্= আহিআঅং / অহিআঅং
৭) ব্রাহ্মণঃ = বম্ হণো / বম্হণো, (হ্ম=মহ)
৮) প্রাকৃতম্= পাঅঅং / পঅঅং।
৯) মৃদঙ্গঃ= মুইংগো।
১০) আর্দ্রম্= ওল্লং/ অল্লং/ওদ্দং/অদ্দং।
১১) তৃতীয়ম্ = তইঅং।
১২) ধৈর্যম্= ধীরং।
১৩) স্ফটিকঃ = ফলিহো।
১৪) গর্ভিতঃ = গব্ভিহো।
১৫) কিরাতঃ= চিলাও।
১৬) মধ‍্যাহ্ন=মজ্ঝণ্ণো।
১৭) প্রকটম্= পাঅড়ং/পঅড়ং।
১৮) প্রতিপৎ= পাডিবআ/ পডিবআ
১৯) মধ‍্যমম্= মজ্ঝিমং।
২০) সমৃদ্ধিঃ= সামিদ্ধী/সমিদ্ধী।
২১) ঈদৃশঃ = এরিসো।
২২) প্রকোষ্ঠঃ = পরুট্ ঠো/ পওট্ ঠো।
২৩) আত্মা = অপ্পা/ অত্তা।
২৪) যৌবনম্ = জোব্বণং।
২৫) কেটভঃ = কেঢবো।
২৬) অষ্টাদশ=অট্ ঠারহ
২৭) ময়ূরঃ =মঊরো/মোরো।
২৮) বেতসঃ = বেডিসো/ বেড়িসো।
২৯) নূপুরম্ = ণেউরং।
৩০) দৌবারিকঃ = দুআরিও।
৩১) ষোড়শঃ = সোলহ।
৩২) মৃত্তিকা = মট্টিআ।
৩৩) উলূখলম্= উলূহলং / ওহলং।
৩৪) পৃথিবী= পুহবী।
৩৫) ইক্ষুঃ = উক্ খূ।
৩৬) বসতিঃ = বসহী।
৩৭) আশ্চর্যম্= অচ্ছেরং।
৩৮) প্রদীপ্তম্ = পলিওং।
৩৯) মক্ষিকা= মচ্ছিআ।
৪০) ত্রয়োদশ = তেরহ।
৪১) নিঃশেষ=ণীসেসো।
৪২) ক্ষুধা= ছুহা।
৪৩) ছায়া=ছাহা।
৪৪) লব্ধঃ = লব্ধো।
৪৫) যষ্টিঃ= লট্ ঠী।
৪৬) দুর্জন= দুজ্জণো।
৪৭) দুস্তরঃ= দুত্তরো।
৪৮) দুর্ভরঃ = দুব্ ভরো।

প্রাকৃত থেকে সংস্কৃত

১) উক্কেরো= উৎকরঃ।
২) পুহবী= পৃথিবী।
৩) পাসুত্তং/পসুত্তং = প্রসুপ্তম্।
৪) তণহা= তৃষ্ণা।
৫) ইংগালো = অঙ্গারঃ।
৬) মুটিঠও= মৌষ্ঠিকঃ।
৭) ণীসাসো/ণিস্ সাসো= নিঃশ্বাসঃ
৮) মউলং=মুকুলম্
৯) দইচ্চো= দৈত‍্যঃ
১০) আউহং= আয়ুধম্।
১১) মট্টিআ=মৃত্তিকা।
১২) বসহী=বসতিঃ।
১৩) বিগ্খো=বিঘ্নো
১৪) নট্টঈ=নর্তকী।
১৫) সরিচ্ছং/সারিচ্ছং=সদৃক্ষম্।
১৬) পসুওং= প্রসুপ্তম্।
১৭) মঊহো= ময়ূখঃ।
১৮) চৌদ্দহী=চতুর্দশী।
১৯) জীহা= জিহ্বা।
২০) হলদ্দা= হরিদ্রা।
২১) পরহুও= পরভূতঃ।
২২) পঈ= পতিঃ।
২৩) ছাহা=ছায়া।
২৪) ফলিহো= স্ফটিকঃ।
২৫) ধীরং= ধৈর্যম্।
২৬) রুক্ খো= বৃক্ষঃ
২৭) পাঅঅং= প্রাকৃতম্
২৮) ছেত্তং=ক্ষেত্রম্।
২৯) তারিসো =তাদৃশঃ।
৩০) অপ্পজ্জো= আত্মজ্ঞঃ।
৩১) ণেউরং= নূপুরম্।
৩২) সমিদ্ধী= সমৃদ্ধিঃ।
৩৩) বিজ্জা=বিদ‍্যা।
৩৪) অচ্ছেরং= আশ্চর্যম্।
৩৫) রণ্ণং=অরণ‍্যম্
৩৬) জোব্বণং= যৌবনম্।
৩৭) রমণিজ্জং/রমণীঅং= রমণীয়ম্।
৩৮) এরাবণো= ঐরাবতঃ।
৩৯) পুরিসো= পুরুষঃ।
৪০) লট্ ঠী= যষ্টিঃ।
৪১) থেরিঅং = স্থৈর্যম্।
৪২) ণংগলং=লাঙ্গূলম্।
৪৩) বেডিসো=বেতসঃ।
৪৪) ফুডং=স্ফূটম্।
৪৫) অপ্পজো=আত্মজ্ঞঃ।
৪৬) যুদ্ধং=যুদ্ধম্।
৪৭) মস্সূ=শ্মশ্রু।
৪৮) অট্ ঠী=অস্থি।
৪৯) মট্টিআ=মৃত্তিকা।
৫০) চিলাও=কিরাতঃ
৫১) সেরিঅং=শৌর্যম্।
৫২) পলিওং=প্রদীপ্তম্।

আরো পড়ুন প্রাকৃতপ্রকাশ হতে প্রশ্ন উত্তর গুলি –

Comments