ভান সংগ্রহ বা চতুর্ভানী কি ?

সংস্কৃত সাহিত্যের ইতিহাস – ভান সংগ্রহ বা চতুর্ভানী কি?

ভান সংগ্রহ বা চতুর্ভানী – সংস্কৃত সাহিত্যের ইতিহাস

১) চতুর্ভানী কি?

উঃ- রূপক বা দৃশ‍্যকাব্যের নাটক প্রভৃতি দশটি বিভাগের মধ্যে ভান অন্যতম। সেরূপ সংস্কৃত সাহিত্যে চতুর্ভানী নামে পরিচিত

২) চতুর্ভানীর অন্তর্গত চারটি ভান কি কি? তাদের রচয়িতা সহ পরিচয় দাও।

উঃ-ভান সংগ্রহ

  • পদ্মপ্রাভৃতকম্- শূদ্রক
  • উভয়াভিসারিকা-বররুচি
  • পাদতাড়িতকম্-শ‍্যামিলক
  • ধূর্তবিটসংবাদম্-ঈশ্বরদত্ত

৩) চতুর্ভানীর অন্তর্গত ভানগুলির সম্ভাব্য রচনাকাল উল্লেখ কর?


উঃ-ভানগুলির রচনাকাল বিষয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে। F.W.Thomas এর মতে ভানগুলি গুপ্তযুগের পরবর্তী সময় থেকে সপ্তম শতকের মধ‍্যবর্তী সময়ে রচিত হয। পন্ডিতপ্রবর keith এর মতে এগুলি খ্রিস্টপূর্ব দশম শতকের কাছাকাছি সময়ে রচিত হয়েছে।

৪) ভানগুলির ঐতিহাসিক মূল্য নিরূপণ কর?


উঃ- চতুর্ভানীতে সেকালের নগর সভ্যতা রাষ্ট্রব্যবস্থা গণিকাতন্ত্র উচ্চবিত্ত সমাজের যৌনাচার, বেশভূষা,আচার ব‍্যবহার, সংগতি ও শিল্পকলার বৈচিত্র্যময় বর্ণনা ও বিশ্বস্ত চিত্র পাওয়া যায়। সে হিসেবে এক সামাজিক ঐতিহাসিক মূল্য অপরিসীম।

৫) চতুর্ভাণী কার সম্পাদনায় কত খ্রিস্টাব্দে কোথা থেকে প্রথম প্রকাশিত হয?



উঃ- এম রামকৃষ্ণ কবি ও এস.কে রামনাথ মহোদয়ের সম্পাদনায় চতুর্ভাণী 1922 খ্রিস্টাব্দে শিবপুর ত্রিচুর থেকে প্রথম প্রকাশিত হয

সংস্কৃত সাহিত্যের ইতিহাসের অন্যান্য ছোট প্রশ্ন ও উত্তর গুলি নিচে দেখুন

আরো পড়ুন

Comments