দামোদর মিশ্র হতে ছোট প্রশ্ন ও উত্তর

সংস্কৃত সাহিত্যের ইতিহাস হতে দামোদরমিশ্র / মধুসূদন মিশ্র (খৃঃ একাদশ শতক) ও মহানাটক বা হনুমান নাটক সম্পর্কে শর্ট প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

দামোদর মিশ্র হতে ছোট প্রশ্ন ও উত্তরগুলি

১) দামোদরমিশ্র ও মধুসূদন মিশ্রের নামে প্রচলিত রামায়ণ কাহিনী নির্ভর নাটকটির নাম উল্লেখ করো ?


উঃ- দামোদরমিশ্র ও মধুসূদন মিশ‍্রের নামে প্রচলিত নাটক হলো মহানাটক বা হনুমান নাটক।এখানে রামায়ণ কাহিনী বর্ণিত হয়েছে।

২) মহানাটকের কয়টি সংস্করণ প্রতিটি সংস্করণে কয়টি অংক ও কত শ্লোক পাওয়া যায় ? দামোদরমিশ্র


উঃ- মহানাটক বা হনুমান নাটকের দুটি সংস্করণ পাওয়া যায় বঙ্গীয় এবং পশ্চিমী বা নগরী।
বঙ্গীয় সংস্করণে মধুসূদন মিশ্র কর্তৃক সংকলিত নয়টি অংক এবং শ্লোক সংখ্যা 548 অথবা 581 এই সংস্করন মহানাটকম্ নামে পরিচিত
পশ্চিমী সংস্করনের সংকলক দামোদর মিশ্র।এর অংক সংখ্যা ১৪, শ্লোক সংখ‍্যা ৯২০, এই সংস্করণটি হনুমান্নাটকম্ নামে পরিচিত

৩) মহানাটকম এরকম নামের তাৎপর্য কী ?


উঃ- মহানাটকম প্রকৃতপক্ষে নাটক বিশেষ এর পারিভাষিক সংঙ্গা।এই ধরনের নাটকের সমস্ত প্রকার নাটকের সমস্ত প্রকার লক্ষণ এবং সমস্ত সম্ভাব্য সন্ধি পতাকাস্থান রস প্রভৃতির সন্নিবেশ করা হয় এবং অন্তত দশটি অংক থাকে সে দিক থেকে দেখতে গেলে আলোচ্য মহানাটকম্ নাটকে এই বৈশিষ্ট্যগুলির অনেকগুলি নেই।
তবে একথা বলা যায় যে বিপুল আকৃতি বিষয়বস্তুর মহত্ব, উৎকৃষ্ট কাব‍্যত্ব এবং নাটকত্বের কারণে মহাভারতের মতো এই নাটকটিকেও মহানাটকম্ বলা হয়েছে “মহা’ বিশষনটি এখানে সাধারণভাবে বিশালত্ব ও বৈচিত্র‍্যের ইঙ্গিতবাহী।

৪) মহানাটকম বা হনুমান্নাটক এর প্রধান বৈশিষ্ট্য কি?


উঃ- মহানাটকে নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলি লক্ষণীয়-

  • সংলাপে ও শ্লোকের সম্পূর্ণভাবে প্রাকৃত ভাষার বর্জন
  • প্রস্তাবনার অনুপস্থিতি
  • বিদূষকের অনুপস্থিতি
  • নাট্য বৈশিষ্ট্য অপেক্ষা মহাকাব্য সুলভ উপাদানের প্রাচুর্য
  • বিষ্কম্ভকের অনুপুস্থিতি
  • একই সময়ে বহু চরিত্রের মঞ্চে উপস্থিতি
  • অত‍্যন্ত শ্লথগতি।

সংস্কৃত সাহিত্যের ইতিহাসের অন্যান্য ছোট প্রশ্ন ও উত্তর গুলি নিচে দেখুন

আরো পড়ুন

Comments